পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২২ কিন্তু যেখানে ইতিহাস এত বিরুত, সেখানে এরূপ কিছু ঘটিয়া থাকিলে, রাজার নামটাই যে বিকৃত হয় নাই এ-কথা কে বলিতে পারে ? বল্লালসেন বড় রাজা ছিলেন বলিয়া অনেক ক্ষুদ্র রাজার ক্ষুদ্র কার্য্য র্তাহার উপর আরোপিত হওয়া খুবই সম্ভব। লক্ষ্মণসেনের পরও পূর্ববঙ্গ অনেক কাল পৰ্য্যস্ত স্বাধীন ছিল। হয়ত কোন পরবর্তী রাজার সময়ে রাজপুতানার স্বপরিচিত জহরব্রত বিক্রমপুরে ক্ষুদ্র আকারে অতুষ্ঠিত হইয়াছিল । সমসাময়িক ইতিহাস সে-সম্বন্ধে নীরব থাকায় পরবর্তী কালে বল্লালসেনের উপর সমগ্র ঘটনাটি চাপাইয়া দেওয়া কিছু অসম্ভব নহে। বtল। আদমের মসজিদ র্যাহার এই অগ্নিকুণ্ড হইতে এখনও কয়ল বাহির হইতে দেখেন র্তাহাদেব সহিত আমাদের বিবাদ অনাবশ্বক । কিন্তু কপোতের পলায়ন ও তদৃষ্টে পুরমহিলাগণের অগ্নিকুণ্ডে প্রাণবিসর্জন এদেশে এত অধিক স্থানে রাজাদিগের প্রাণত্যাগের কাহিনীর সহিত জড়িত যে ঐতিহাসিক এই সব কাহিনী গ্রহণ করিতে একটু অতিরিক্ত সাবধান হইলে তাহাকে দোষ দেওয়া যায় না । تاکتیکی بخ<ح イニ প্রবাসী $Nరి8 ఫే _ পূৰ্ব্বেই বলিয়াছি, দশরথ দনুজমাধবের দানপত্র বি.কমপুর হইতে প্রদত্ত হইয়াছিল। ইনিই মুসলমান ঐতিহাসিক্টর দনৌজ বা সুজা । বিক্রমপুরে যদি মুসলমানের ভয়ে জহর বক্ত অনুষ্ঠিত হইয়া থাকে তাহ হইলে সম্ভবতঃ উহা তাহারও পরে। দনুজমাধব দিল্লীশ্বর বলবনের সমসাময়িক ছিলেন এবং বিদ্রোহী গৌড়েশ্বরের বিরুদ্ধে মোগল-সৈন্যের পূর্ববঙ্গঅভিযানের সময়ে সম্রাটের সহায়তা করিয়াছিলেন । ব:ব: আদমের স্মৃতিরক্ষক মসজিদ দনুজমাধবের বহুপরবর্তী । বল্লালসেনের এক বাড়ির নিদর্শন মালদহের নিকট গৌড়ে প্রদর্শিত হইয়া থাকে। প্রাচীন নবদ্বীপেও তাঙ্গার নামে দীঘি আছে। উহার কোনটিই খুব জমকাল রাজধানীর চিহ্ন নহে। ইহাতে একটা সন্দেহ মনে আসে। গুপ্তবংশীয় সম্রাটদের রাজধানী কোথায় ছিল সে-সম্বন্ধে তর্কবিতর্ক আছে। পাটলিপুত্র নগরে তাহারা অনেক সময়ে থাকিলেও তাঁহাদের স্কন্ধাবার নানা সময়ে সাম্রাজ্যের নানা স্থানে সমাবাসিত হইত। সেন-বংশীয় রাজাদিগের ‘জয়স্কন্ধাবার স্বরক্ষিত বিক্রমপুরে হইলেও মনে হয় যেন র্তাহারা অনেক সময়ই রাজ্যের অন্যান্য স্থানে বসতি করিতেন। ভাগীরথী-তীরবর্তী গৌড় ও নবদ্বীপ দুই স্থানেই যে আডডা বসিত তাহার বিশেষ প্রমাণ আছে। ব্ৰহ্মপুংস্বরক্ষিত স্বর্ণগ্রামেও বসিবার কথা। নবদ্বীপেইত বৃদ্ধবয়সে লক্ষ্মণসেন একটি বীভৎস কাণ্ড ঘটাইলেন । নানা স্থানে বাসের জন্যই বোধ হয় কোন বিশেষ রাজধানী ততটা সমুদ্ধিসম্পন্ন ছিল না। বিক্রমপুর’ রাজধানীকে হয়ত প্রাধণ দেওয়া হইত, তাই রাজাদিগের অন্যত্র অবস্থানের সময়ে অন্য স্থানে ভূমিদান স্থির হইয়া গেলেও তাহার রাজকীয় সম্পাদন হইত বিক্রমপুর জয়স্কন্ধাবার হইতে। অবশ্ব গ্রহ অনুমান মাত্র, অন্য কারণও থাকিতে পারে।