পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পশ্চিমযাত্রিকী শ্ৰীমতী তুর্গাবতী ঘোষ ( و .. ভিয়েনায় আমরা মোট পাঁচ দিন ছিলুম। এখানকার যা দেখবার সবই দেখেছি। অষ্ট্রিয়ার ভূতপূৰ্ব্ব রাজাদের রাজপ্রাসাদ শোনক্রন বিশেষরূপে উল্লেখযোগ্য । রাজপ্রাসাদের বাগান অনেকটা ভাসাঁইয়ের বাগানের মত। কিন্তু অত সুন্দর নয়। ষ্টেট-কোচ বা রাজার বেড়াবার গাড়ীতে যোলটি ভিয়েনায় থাকৃতে আমরা এখানে-ওখানে যেতে হ’লে ট্রামে ক’রেই যেতুম। অনেক জায়গায় ট্রাম দেখেছি, কিন্তু কলকাতা শহরের মত ভাল ট্রাম কোন জায়গায় নেই। একবার এ রকম ট্রামে ক’রে যাবার সময় এক জন লোক জিজ্ঞাসা করলে, তোমাদের বাড়ি কি সুদানে ? আমরা তাকে বললুম, আমরা স্বদানদেশীয় নই, আমরা ভারতবাসী । মনে মনে শোনক্রন প্রাসাদ-ভিয়েনা ড়ে জোতা আছে। ঘোড়াগুলি সমস্তই কাঠের তৈরি ও হলেন চলবার ভঙ্গী ও গড়ন অতি সুন্দর । ঘোড়ার রং সাদ, ’য়ে লাল ভেলভেটের জিন ও পিতলের গহন । গাড়ীখানি ধকে রে সেকেলে ধরণের, ক্রহীমের মত। এগুলি এবং ট্র র শেষ রাজারাণীর পোষাক-পরিচ্ছদ একটি বড় প-ধ র সাজানো আছে। লোকে দেখে যায়। এ-সব "ী জিার শোবার ঘর, লাইব্রেরী, খাবার ঘর, বসবার ঘর, ীি : সমস্তই আছে। সমস্তই দেখবার মত। ভাবছিলুম আমরা যতই কালো হই না কেন, এমন কালো মই যে আমাদের গায়ের চামড়া আফ্রিকার সুদানদেশীয় লোকের গায়ের চামড়"র সঙ্গে মিল আছে মনে করা যেতে পারে । আমাদের হোটেলের ঘর ছয় তলার উপরে ছিল। নামাউঠা লিফটে করতুম। ঘরের জানালা দিয়ে ডানিয়ুব ক্যানাল দেখা যেত। ক্যানালের ধারে ছোট্ট একটুখানি পার্ক মত ছিল। বেলা বারোটা বাজলেই এই ডানিয়ুব খালের ধারে ও পার্কের ঘাসের উপর ছেলেবুড়া সকলকেই প্রায় নগ্লাবস্থায়