পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(to প্রশ্বাসী SN98之 অঞ্চল দিয়া সাকিনা তাহার চোখের জল মুছাইয়৷ বলিল, “এখন এ-সব কথা বলে না। অসুখে-বিস্কথে তোমার মাথার ঠিক নেই। কে যোগ্য, কে অযোগ্য, সে কথা পরে হবে I* আরোগ্যলাভ করিয়| সেদিন মং-ব ঘরে ধাইবে । আজ একটি বারের জন্য সে মHখনকে দেখিতে চায়। সুযোগ মিলিবে কি ? কিন্তু স্বযোগ বুঝি আপন হইতেই ধর, দিল। অনেক দিন পর আজ মা-খিন রোগমুক্ত মং-বার কক্ষে প্রবেশ করিল—দু-জনেই নীরব । নীরবে মা-থিন এটা-ওট নাড়িয়া-চাড়িয়া, পরিষ্কার করিয়া, আপনার কাজ করিয়া যাইতে লাগিল। বলি-বলি করিয়া মং-বারও বুঝি কোন কোন কথা বলা হয় না-ওই বুঝি ম-থিন চলিয়া যায় ! অবাধ্য সঙ্কোচকে কোনরূপে দমন করিয়া অবশেষে মৎ-ব| বলিল—“তুমি এত দিন এখানে আস নি কেন ?” মা-খিন জবাব দিল, “আমি অন্য জায়গায় ডিউটিতে ছিলাম।” —তুমি তাহলে বাস্তবিকই এখানকার নাস’ ? ধীরস্বরে মা-পিন উত্তর দিল, “তাতে দেথতেই পাচ্ছ ? কেন, তোমার কি কোন সন্দেহ হয় ?” --না, সন্দেহ এমন কিছু নয় ; তবে তোমার এই রূপ— বাধা দিয়া মা-খিন বলিল, “হঠাৎ দেখছ, নয় কি ? তবে এটা আমার একটা খেয়াল । ছেলেবেলায় মা আমায় এই বিদ্যেটা শিখিয়েছিলেন, আর এখানে আমার জানা-পরিচিত লোক দু-এক জন আছেন কি না, তাই খুশীমত ঢুকে পড়েছি।” প্রত্যুত্তরে মং-বা শুধু একবার—“ও:” বলিয়া যেন কি চিন্তা করিতে লাগিল । মৗ-খিনেরও কাজ শেষ হইয়া গিয়াছে ; কিন্তু সেও যেন যাইতে পারিতেছে না। নতমুখে দাড়াইয়া আছে। হঠাৎ মং-বা বলিল, “ম-থিন, আজ আমি চলে যাচ্ছি।” --छोनि । —-কোন দুঃখ হবে না তোমার—তুমি আমায় মনে রাখবে ? —আমার কথা আমার কাছে, তুমি তোমার কাজে যাও। বিধাতার কাছে প্রার্থনা করবে, তুমি যেন সব কাজে সফল হও । —এত দিন পরে আজ একথা কেন, ম-খিন্‌ ? তুমি কি আমার মন জানতে পার নি ?--বলিয়া মং-বা হঠাৎ অগ্রসর হইয়া মা-থিনের হাত দুখানি টানিয়া লইয়া আবেগভরে তাহকে বক্ষে জড়াইয়া ধরিয়া বলিল— “ম-খিন, তুমি আমার, আমার প্রাণ, আমার জীবন, আমার ঘাঁ-কিছু সব ।” বুকে মুখ লুকাইয়৷ ম-খিন ফুপাইয়া কাদিয়া উঠিল— “ন, না, তুমি আমার নও। আমি নীচ, আমি নৰ্ত্তকী – তুমি অন্তের, তুমি সাকিনার ” অশ্রু আর তাহার বাধা মানে না ; মং-ব' তাহাকে যতই প্রবোধ দেয়, গুমরিয়া গুমরিয়া সে ততই কাদিয় উঠে। মং-ব বুঝাইতে লাগিল, “লক্ষ্মীটি, কেঁদো না। সাকিনার কথা ত তুমি জান না; তার সঙ্গে আমার বিয়ের কথা হয়েছে বটে, কিন্তু সে ত ছোট বোনের মত ?– ছোট বোনকে কি কেউ বিয়ে করে ?” --সত্যিই তুমি আমাকে চাও, সাকিনাকে চাও না ? —সত্যি, গো, সত্যি । অশ্রুজলের উপর মৃদু হাসির রেখা থেলিয়া গেল ; মা-থিন বলিল, “কিন্তু সাকিনা ত তোমাকে স্বামিরূপে পেতে চায় ?” —সে বোঝে না বলে। আমিই তাকে সব বুঝিয়ে বলবো । সে ছেলেমাঙ্গুয, তাকে লোকে যেমন বলেছে, সে তেমনি বুঝেছে। কিন্তু আমি সব কথা বলে সে বুঝতে পারবে । ছেলেমামুযের একটা খেয়াল ত ? ম-খিন গলিয়া গেল। প্রিয়তমের আদরে, সোহাগে আত্মবিশ্বত হইয়া পড়িল । তাহার আলিঙ্গনে নিজেকে ছাড়িয়া দিয়া গভীর আবেগে মুখ তুলিয়া বলিল, “তবে তুমি আমারই—অন্যের নও।” —আমি তোমারই, ম-খিন—শুধু তোমারই—বলিয়া পরম আগ্রহে মঞ্চব মথিনের ক্ষুরিত ওষ্ঠে প্ৰণয়ের প্রথম চুম্বন অঙ্কিত করিল। এক মুহূৰ্ত্ত সমস্ত নীরব।