পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وی او ۹ প্রবাসী SN98R ধরণের, অর্থাৎ সৌন্দর্ষ্য বাড়াইয়া উপকার করিলে উপকারটি আসলে কোথায় পহছিবে, বন্ধু ?” কি ভাবিয়া প্রশ্নটা আর করিলাম না। 敬 帧 韋 ভালই করিয়াছিলাম। পরের দিন কৰ্ম্মে যোগদান করিলাম। প্রিন্সিপাল রায় আমায় সমস্ত কলেজটি একবার ঘুরাইয়া লইয়া, দ্বিতীয় বাৎসরিক শ্রেণীর ঘরে লইয়া গিয়া পরিচিত করিয়া দিলেন ; এই ক্লাসেই আমার অধ্যাপনা স্বরু। ক্লাসটির উপর একবার চোখ বুলাইয়া লইতে গিয়া হঠাৎ চতুর্থ বেঞ্চের এক জায়গায় আমার চক্ষু সেকেণ্ড-কয়েকের জঙ্ক নিরুদ্ধ হইয়া গেল। দেখি একটি ছোকরা একদৃষ্টে আমার পানে চাহিয়া আছে ;–চোখে জলস্ত বিস্ময়, তাহাতেই যেন মাথার চিতাইয়া-অাচড়ান চুল খাড়া হইয়া উঠিয়াছে, মুখে ছোট্ট একটি গোল ই, বঁ-হাতে কালে ফ্রেমের চশমা ; সখের জিনিষ, দৃষ্টিকে নিঃসন্দেহ করিবার জন্ত যেন পথ ছাড়িয়া দাড়াইয়াছে। কালকের সেই ছেলেটি-দোকানে যাহার সহিত পরিচয় হইয়াছিল। আমি তাড়াতাড়ি চোখ ফিরাইয়া লইলাম। রোল কল করিতে করিতে মনে হইল যে-ছেলেটি ৮৮-তে উত্তর দিয়াছিল সে-ই যেন আবার ৯২-তেও সাড়া দিল । প্রকৃসি —আন্দাজে কাহার প্রকৃসি তাহাও বুঝিলাম, তবুও দৃষ্টি একবার চতুর্থ বেঞ্চে গিয়া পড়িল। দেখিলাম সেই কেশবিলাসী ছেলেটির জায়গা খালি,—হাজরির বন্দোবস্ত করিয়া কখন নিঃসাড়ে চলিয়া গিয়াছে । ৮৮ এবং ৯২-কে আর একবার ডাকিলেই প্রবঞ্চনাটা হাতে হাতে ধরা পড়িত ; কিন্তু তাহা আর করিলাম না। ভাবিলাম—যাকৃ, আপাতত সেও যেমন বঁাচিয়াছে, আমিও তেমনই একটা প্রবল অস্বস্তির হাত থেকে রক্ষা পাইয়াছি। গৃহ ও বাহির শ্ৰীঅমিয়চন্দ্র চক্রবত্তা তুমি নেই ঘরে দ্বারে এসে কী খুজি দু-চোখে ? বাহিরে বরষা ঝরে । ঘরে অাছে দীপ জালা । ঘন বাদলের অন্ধকার স্বাক্টর সমগ্র ঘিরে ধরে, তুমি আছ তাহারি মাঝার। কেহ ঘরে রয় তুমি আজ নেই ঘরে। কাহারো বা বাহিরে সময় । যতক্ষণ ঘরে থাকে ঘরে দীপ জালা, পথিকের জানি পরিচয়, স্বন্দর হয়েছে নিরালা । যায় যুবে বাহিরের ডাকে অচেনার দীর্ঘ যাত্রীলোকে ফেরে কিনা কী জানে হৃদয় । প্রাণের এই তো পান্থশালা । घट्ब्र भनं नॉद् िब्र६ ॥