পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ਟੋਕਣ। এগজীম্পল తీనt সরসীর দাসী খবর দিয়াছে, মেম-সাব স্নান করিতেছেন। কালবোশেধী না? —কালবোশেৰ্থী নিয়ে যাচ্ছি, আজই সুতরাং অপেক্ষা করিতেই হইবে। ইত্যবসরে চী, চুরুট লায়ন সাহেবকে ট্র্যান্সলেট করে দোব। কালই দেখবেন, আসিয়াছে, চিন্ময় চা খাইয়া ফেলিয়া অন্ত বস্তুটির ঘন ঘন সদ্ব্যবহার করিতেছে । —গুড মর্ণিং, এই নিন চেক্ —সরসী চেক্‌ হাতে করিয়া ঘরে ঢুকিল । চিন্ময় চেক্ লইতে ভুলিয়া গেল। স্বানের পর মেয়েদের বড় ভাল দেখায়—-অবশু স্বানের অঙ্গ হিসাবে স্নানের পরে যে মেয়ের প্রসাধন করিতে জানে। সরসী বলিল, আপনার কমিশন পেয়েছেন ? চিন্ময় কহিল, চেক জমা দিলে পাব। —কত পাবেন ? —দশ পারসেণ্ট, তা শ-আড়াই টাকা হবে । বার পারসেণ্টের চেষ্টা করব । -—মন্দ কি ! চিন্ময় চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, মন্দ আবার । আপনি যদি মাঝে মাঝে এমনই সব জিনিষ কেনেন, দরখাস্ত বগলে ক’রে আপিস আদালত চষে বেড়াতে হয় না । —আপনার কাছে আর কিছু কিনতে ইচ্ছে নেই। —আমার অপরাধ ? —“কালবোশেখী” দেখেছেন ? —অনেক। ছেলেবেলায় পাড়াগাঁয়ে থাকৃতাম, কালবোশেণী দেখি নি আবার ! —সে কালবোশেৰ্থী নয়, ঐ নামের কাগজ ! --কাগজ ? না, দেখি নি। নেটিভ কাগজ আমি পড়ি Go || —যা-ত লিখেছে ? চিন্ময় চটিয়া লাল হইয়া উঠিয়া বলিল, কি লিখেছে ? জামি চুরি করেছি । দাম বেশী নিয়েছি? তা আর বলতে হয় না । মার্শাল কোম্পানী, ইউরোপীয়ান ফাৰ্ম্ম, তার ছেচড়ামি করে না। দাড়ান-ন আপনি, ঐ সব যদি লিখে থাকে, মার্শাল কোম্পানী কালই দশ লাখ টাকার ড্যামেঙ্গ চেয়ে হাইকোর্টে মামলা কুঞ্জ করবে, বাছাধনরা তখন মজা বুঝবেন । ভালই হ'ল, আপনি বলেছেন, আমি যাবার সময় এসপ্ল্যানেডের মোড় থেকে একখান, কি মামটা বললেন, কেস ফাইল হয়ে গেছে—ইউরোপীয়ান ফাৰ্ম্ম, ওরা বাপকেও রেয়াদ ক’রে না। অন্তত:, খুব কম হ'লেও দশ লাখ । —ন, না, সে সব লেখে নি । —তবে ? তবে কি লিখতে পারে ? খারাপ লঞ্চ, সেকেণ্ডহ্যাণ্ডকে নিউ ব'লে বেচা হয়েছে, সে ত একই কথা! সেমৃ ড্যামেজ ! --ন, না, তাও নয়। তার কোম্পানীর বিরুদ্ধে কিছু লেখেনি। —আমার বিরুদ্ধে ? কি লিখেছে শুনি ? আমি জোচ্চরি করিছি। বেশী কমিশনের লোভে— 影 —তাও না । —তবে ? —আপনাকে কাগজট পাঠিয়ে দিচ্ছি, আপনি পড়ে দেখুন। সরসী চলিয়া গেল, যাইবার সময় তাহার পাতল ঠোটে হাল্কা একটু হাসি ঝিলিক মারিয়াছিল। কাগজ আসিল, পড়া হইল, রাগে চিন্ময়ের মাথামুড় খুঁড়িতে ইচ্ছা হইল না বরং সে-যেন লেখাটা উপভোগ করিল। অনেকবার খবর পাঠাইতে সরসী আসিলে, চিন্ময় বলিল, এই ! আমি ভেবেছিলুম না-জানি কি গালাগাল মন্দ করলে ! —-এ ত গালাগালেরও বেশী । চিন্ময় অবাক হইয়া কহিল, গালাগালির বেশী ! কি বলছেন আপনি ! — সে অামি আপনার সঙ্গে আলোচনা করতে পারব না —তা সত্যি ! আমারই লজ্জা হচ্ছে —বলিয়া চিন্ময় লঙ্কায় জড়সড় হইয়া দাড়াইয়া উঠিল এবং সবিনয় নমস্কার করিয়া চলিয়া গেল । কয়েক দিন পরে মার্শাল কোম্পানীর এক চিঠি চিগাঞ্জের কাছে গেল, তাহাতে লেখা, যে-মহিলাটি মোটর-লঞ্চ কিমিয়াছেন তিনি সেলিং এজেণ্টকে ডাকিয়াছেন । কোম্পানী লিথিয়াছে-কোম্পানীর পণ্য বহুবিধ। আর কিছু অর্ডার আনিলে এজেণ্টকে শতকরা ফুড়ি পারসেণ্ট কমিশন দিলেও কোম্পানীর জানন্দের সীমা থাকিবে না।