পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓo প্রবাসী ইতালীর লিমান-বাহিনীর কুচকাওয়াজ ৭৫,১৫০,৬০০ কুইণ্টাল । জমি-উদ্ধারের জন্য বংসরে পঞ্চাশ হাজার শ্রমিক ২৫০ দিন কাজ পায় । এ ছাড়া দেশের মধ্যে যানবাহনের স্থবিধার জন্য সেতু, বাধ, রেল-লাইন ইত্যাদির জন্য ১৯২২ সালের ২৮শে অক্টোবর থেকে ১৯৩২ সালের ৩১শে আগষ্ট পৰ্য্যন্ত ৩৬,৪৩১,১৫৬,০০৭ লির খরচ হয়েছে। ১৯২২ সালে জলস্রোত সাহায্যে উৎপাদিত বৈদ্যুতিক শক্তির ( Hydro-electric ) পরিমাণ ছিল ১,৩০০,০০০ কিলোওয়াট, ১৯৩২ সালে সেই শক্তি দাড়িয়েছে ৪,৩০০,০০০ কিলোওয়াট । ১৯২৮ সাল থেকে ১৯৩২ সালের মধ্যে ৮০ ০০ কিলোমিটার * রাস্তা মেরামত করা হয়েছে, এতে ৩৭০ লক্ষ দিন কাজ হয়েছে। রাস্তার সঙ্গে সঙ্গে দেশের ট্রেনগুলিরও যথেষ্ট উন্নতি হয়েছে। রেলকৰ্ম্মচারীর আগের চেয়ে দেড় গুণ বেশী কাজ করে, কয়লা খরচ শতকরা ২৫ ভাগ কমে গিয়েছে, ক্ষতিপূরণের টাকার পরিমাণ শতকরা ৭৩১ থেকে শতকরা ০°১২ ভাগ হয়েছে। ট্রেন-বিভাগ আগের চেয়ে যে অনেক উন্নত হয়েছে তা সে দেশের অধিবাসীরাই বললে । ১৯২২ সাল পয্যন্ত ১৩০০ কিলোমিটার লাইনে বৈদ্যুতিক ট্রেন চলতে ; ১৯৩২ সালে ৩৪০০ কিলোমিটার লাইনে বৈদ্যুতিক ট্রেন চলে। দেশের মধ্যে নানা শিল্পবাণিজ্যের প্রসারের জন্ত ও কৃষিজ পণ্যের প্রচারের জন্য বিভিন্ন জায়গায় মেলা ও প্রদর্শনীর ব্যবস্থা হয়েছে।

  • ১ কিলোমিটার-মেইল ।

SNご8ミー অসামরিক বিমান-বিভাগের (civil যথেষ্ট উন্নতি হয়েছে । ১৯২৬ সালের ১লা এপ্রিল প্রথম এই বিভাগ খোলা হয়। ১৯৩২ সালের ১৫ই অক্টোবর পর্য্যন্ত এই বিভাগের বিমানপোত ১৯,৮৪৪,৩৫৫ কিলোমিটার পথ উড়েছে। ১৬৪,৯৪৯ জন যাত্রী এবং কিলোগ্রাম চিঠি ও ংবাদপত্র ও ২৬,৮৮,৪১৯ কিলোগ্রাম+ * জিনিষপত্র বহন করেছে। জলপথে বাণিজ্য বৃদ্ধির জন্য অসামরিক জলপোতের অনেক উন্নতি সাধিত aviation ) טר ל,רץ,8 মুসোলিনীর আমলে জমির অবস্থা হয়েছে । বৰ্ত্তমানে ভারত ও ইউরোপের মধ্যে যাত্রীসংখ্যার বহু অংশ ইতালীয়ান জাহাজ কোম্পানী বহন করে। রেক্স ( Rex ) ইতালীর জগদ্বিখ্যাত জাহাজ । জগতের বৃহত্তম জাহাজ ফ্রান্সের নরম্যানডির পরেই বোধ হয় রেক্সের স্থান । এই ত গেল দেশের আভ্যন্তরীণ উন্নতির ব্যবস্থা । দেশরক্ষার জন্য যে বিপুল ব্যবস্থা মুসোলিনী করেছেন তারই বাহ বিকাশ আজ আবিসনিয়া আক্রমণে । জলে. স্থলে, ব্যোমে সৰ্ব্বত্র সে শক্তিমান হয়ে উঠেছে-এই শক্তির পরীক্ষা দিতেই আজ মে অগ্রসর। এইবার দেখা যাক কি ভাবে দেশে মানুষ তৈরি হয়েছে +.১ কিলোগ্রাম-২৫ পাউণ্ড । .*