পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3oسوا বড়োদার মহারাজা শ্রমস্ত সয়াজীরাও গায়কবাড় তাহার বক্তৃতায় আক্লষ্ট হইয় প্রচারার্থ তাহাঁকে বড়োদায় আহবান করেন এবং তাহার আতিথ্য গ্রহণ করিতে অনুরোধ করেন । বতচারী ও বড়োদার সিপাহীদের সম্মিলিত বেণী নৃতা মিঃ গুরুসদয় দত্ত বিলাত হইতে বোম্বাইয়ে নামিয়াই বড়োদা অভিমুখে যাত্র করেন এবং ব্রতচারী দলের কয়েকটি শিক্ষক ও ছাত্রকে কলিকাতা হহঁতে আনাহয় লন । এই দলের সাহায্যে তিনি বড়োদায় কয়েক দিন ধরিয়া নাগরিকদিগকে ব্রতচারী সম্প্রদায়ের মুখ্য উদ্বেগু ও আদর্শ, এবং ধৰ্ম্মে, সমাজে ও শিক্ষায় ব্রতচারীর বর্তমান স্থান সম্বন্ধে বকৃত দিতেছেন। সঙ্গে সঙ্গে শরীর গঠনের জন্য উপযোগী নৃত্যাদি যোগ্য গীতের সহিত প্রদর্শন করিতেছেন । বড়োদ সাধারণত: একটি অতি নিরানন্দ স্থান , এখানেও বাংলা দেশের মত ছেলেদের শরীর অমুস্থ ও মন বিষাদে পরিপূর্ণ। তাহা ছাড়া সম্পূর্ণ উৎসাহের অভাব, নূতন জিনিষ ইহার সহজে বুঝিতে পারে না, বুঝিলেও গ্রহণ করিতে পারে না। তাহা সত্ত্বেও মিঃ দত্ত ব্ৰতচারী দলের সম্বন্ধে বক্তৃতা করিয়৷ এবং নৃত্য-গীতাদি দেখাইয় তাহার দলের প্রতি সকলের শ্রদ্ধা ও প্রতি আকর্ষণ করিতে সমর্থ হইয়াছেন বলিলেও অত্যুক্তি হয় না। প্রবাসী SNつ8ミ আমি যে-সভায় উপস্থিত ছিলাম, সে-সভায় বড়োদাল দেওয়ান সাহেব সরু ভি. টি. কৃষ্ণমাচাৰ্য্য তাহার স্ত্রী লে - কৃষ্ণমাচার্য্যের সহিত উপস্থিত ছিলেন । তাহা ছাড়া পারস্তের এক রাজকুমার এবং বড়োদার রেসিডেণ্ট সাহেবের স্ত্রী মিসেস বেয়র এবং তাহার কন্য, বড়োদ রাজ্যের সেনাপতি এপ অপরাপর বহু গণ্যমান্য সরকারী অফিসার উপস্থিত ছিলেম বাঙালীদের মধ্যে শ্রদ্ধেয় সত্যব্রত মুখোপাধ্যায়, অগ্রজপ্রতিম গুরুবন্ধু ভট্টাচায্য ইত্যাদি অনান্য অনেকে সে সভায় উপস্থিত ছিলেন । মোট প্রায় দুই সঙ্গক্স শিক্ষক, ছাত্র গ্রুপ স্বীলোক সেই সভাস্থলে উপস্থিত থাকিয় মিঃ দত্ত্বের ওজস্বিন বক্তৃতা শুনিয়া আনন্দে উদ্ভাসিত হইয়া উঠিয়ছিলেন । খাব শিবাজীর মূৰ্ত্তির নিকট ব্রতচারীর দল । বক্তৃতার মধ্যে মধ্যে ব্রতচারী দলের ছেলের। আসিয়া কথন । বা সুর করিয়া তাহদের মোল পণ, সতেরে মাল ইত্যাদি আবৃত্তি করিতেছিল, কথন ও ল; এক একটি গ:করিয়৷ অপূর্ব মৃত্য প্রদর্শন করিতেছিল। কখনও কীৰ্ত্তনে স্বর, কখনও মুসলমানী স্বর, কখনও বিলাতী ফৌজে মুর ; কখনও বীররস, কখনও শাস্তরস, ব্রতচারীদে গান ও নৃত্য হইতে ফুটিয়া উঠিয়া দর্শকবৃন্দের মন মোহিত করিতেছিল। দত্ত সাহেব কখনও কথা কহিতেছিলেন কখনও বক্তৃতা দিতেছিলেন, আর যখনই একটু অধীঃ হইতেছিলেন তখনই আসিয়া ছেলেদের সঙ্গে যোগদান