পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

هو ماسوا প্রবাসী ১N©3ই ক্ষটিকের স্বচ্ছ পেয়ালার মত নীলাকাশ হইতে জ্যোৎজা বরিয়া পড়িতেছে। তুষারসমাচ্ছন্ন নিশ্রিত পাহাড় বন মাঠ গ্রামের উপর জ্যোৎস্নার অপরূপ লাবণ্য। এ স্বপ্নপুরী । আচ্ছ ষ্টেলা কোথায় গেল ! ষ্টেলা । শিবপ্রসাদ চেচাইয়া ডাকিলেন—ষ্টেল ডিয়ার ! নিশীথিনী যেন শিহরিয়া উঠিল, মৃদু বাতাসে গাছের পাতাগুলি কাপিয়া টাদের আলোয় ঝকৃঝকৃ করিতে লাগিল । শিবপ্রসাদ দেখিতে লাগিলেন, কি সুন্দর বরফ পড়িতেছে, সাদা ফুলের পাপড়ির ঝর্ণাধারার মত, পেঁজা তুলার মত ধীরে বরফ পড়িতেছে। যেন কোন গোপনচারিণী নিঃশব্দচরণে আলিতেছে, আসিতেছে। শুভ্ৰবসনা দুন্দরীর স্বপ্নশীতল অঞ্চল গীর্জার তোরণে, সালে-গুলির ত্রিকোণ-ছাদে, ঢেউখেলান মাঠের উপর, পাইনবনের মাথায় লুটাইয়া পড়িয়াছে। আচ্ছা, ষ্টেলা গেল কোথায় ? ষ্টেলা । বিবাহের পর শিবপ্রসাদ ষ্টেলাকে লইয়া সুইজারল্যাণ্ডে শীতকাল কাটাইয়াছিলেন। ষ্টেল কি এত রাত্রে স্কি করিতে গেল ? ষ্টেলা । শিবপ্রসাদ দেখিলেন, মোট থামের আড়াল হইতে ষ্টেল বাহির হইয়া আসিল, ঘনকৃষ্ণ ফাল্গু-ওভারকোটে দেহ আবৃত, প্রস্ফুটিত রক্তগোলাপের মত মুখখানি। ষ্টেল বলিল, বা, চল, ল্পেজ যে দাড়িয়ে আছে। ঘোড়ার গলার ঘন্টার স্বত্বধানি দূর হইতে ভাসিয়া জাসিল । , ষ্টেলা তাহার অতি নিকটে আসিয়া দাড়াইল । বলিল, চল । শিবপ্রসাদ শিহরিয়া উঠিলেন। ইজিচেয়ার হইতে উঠিয়া দাড়াইলেন। পা যেন অবশ। আবার বসিয়া পড়িলেন। ষ্টেল তাহার পাশে বসিল । ছুই জনে মেজে করিয়া পাশাপাশি চলিয়াছেন। শুভ্র স্বপ্নত্তর পথ। তুষারাবৃত ঘুমন্ত গ্রাম ছাড়াইয়া মেজে নিঃশৰে ছুটিা চলিয়াছে। কখনও পাইনবনের রহস্যঘন স্তৰত, কখনও তুষারাবৃত মুক্ত প্রাস্তরের শুভ্র অনিৰ্ব্বচনীয়ত, কখনও নিত্রিত গ্রামের আকাৰৰ পথ। মেজ দুটা চলিয়াছে। পাইনগাছের পাতাগুলি হইতে বরফ ঝরিয়া পড়িতেছে। মাইলের পর মাইল স্তন্ধ শুভ্ৰ পথ। কোথায় পথ কিছুই বোঝা যায় না। ষ্টেল চুপ করিয়া শিবপ্রসাদের পাশে বসিয়া । | সম্মুখে এক বৃহৎ খাদ। চতুর্দিকে অকলুষ শ্বেতবর্ণের অসীম বিস্তারের মধ্যে ঘনকালো গভীর খাদ অতি ভয়ঙ্কর দেখাইতেছে। শ্লেজগাড়ী ওই খাদের দিকে ছুটিয়া চলিয়াছে। এ কি ! খাদের প্রায় কিনারায় আসিয়া পৌছিল। এবার যে খাদের অন্ধকার গর্তে অতলে ডুবিয়া যাইবে। ঘোড়াগুলি উন্মাদ হইয়া গিয়াছে। এই অনন্ত শুভ্রতার মধ্যে কালো খাদ বুঝি তাহাদের মোহিনীর মত মন ভুলাইয়াছে। খাদের উপর ঘোড়া দুইটি লাফাইয়া পড়িল । ষ্টেল । শিবপ্রসাদ আৰ্ত্তনাদ করিয়া দাড়াইয়া উঠিবার চেষ্ট করিলেন, তার পর ইজিচেয়ারে মূৰ্ছিত হইয়া পড়িয়া গেলেন। সে মূৰ্ছা আর ভাঙিল না। ভোর রাতে অক্ষণের ঘুম ভাঙিয়া গেল। বড় শীত করিতে লাগিল। জানলার দিকে চাহিয়া দেখিল, চারি দিক স্বপ্নময় অবাস্তব। বড় স্বন্দর কুঙ্কটিকা। কলিকাতায় এরূপ ফুয়াশা বড় হয় না । বিছানা হইতে উঠিয়া সে জানলার সম্মুখে আসিয়া দাড়াইল । স্কুয়াশায় গাছগুলি কি স্বন্দর আবছায়াময় দেখাইতেছে। ইংলণ্ডের শীতের প্রভাতের মত হইবে। সে বারান্দার বাহির হইল। বাগানের দিকে মুনেত্রে চাহিয়া রহিল। এ কি ! কাকা বারান্দায় ইজিচেয়ারে ঘুমাইতেছেন! নিত্রিত মুখখানি কি শান্ত। হয়ত অত্যধিক মদ্যপানে রাত্রে অত্যন্ত গরম বোধ হইয়াছে। একটি কম্বল আনিয়া অরুণ শিবপ্রসাদের দেহের উপর বিছাইয়া দিল । বাগানের গাছগুলির দিকে চাহিয়া রহিল। শীত করিতে লাগিল । বিছানাতে গিয়া গুইয়া পড়িল । কুয়াশা তখনও সম্পূর্ণরূপে কাটে নাই। প্রতিমা ঘরে ছুটিয়া আসিল উন্মাদিনীর মত। -मीण ! छांनी !