পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতায় আন্তর্জাতিক মহিলা-সম্মেলন ঐকমলা দেবী বিগত ৩০শে জানুয়ারি হইতে ৫ই ফেব্রুয়ারি পর্য্যন্ত কলিকাতায় টাউনহলে আন্তর্জাতিক মহিলা-সংসদ (International Women’s Council) «FR STRG-RH utät for motora (National Council of Women in India ) একটি সম্মিলিত অধিবেশন হয়। ভারতবর্ষে ইতিপূৰ্ব্বে এইরূপ কোন প্রকার অধিবেশন হয় নাই। এই অধিবেশনে বিভিন্ন দেশের বহু মহিলা প্রতিনিধি আসিয়াছিলেন। এতদ্ব্যতীত ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ হইতেও বহু স্বনামধন্ত মহিলার আগমন হইয়াছিল। নারীজাতির কল্যাণ-সংক্রান্ত বহু বিষয় এই অধিবেশনে জালোচিত হয়। .* جیعیینه আন্তজাতিক নারী-সংসদ ১৮৮৮ খ্ৰীঃ আন্ধে আমেরিকার " প্রতিষ্ঠিত হয়। ইহার উন্তে নারীগ্রগতির উঞ্জি প্রসার-ক্ষেত্রে নারীর স্থান দৃঢ়তর করিয়া তোলা। ভিন্ন ভিন্ন মহিলা.প্লতিষ্ঠানের মিলন-কেন্দ্র এই আন্তজাতিক নারী-সংসদের সহিত পৃথিবীর প্রায় সকল দেশের, সকল ধর্থের এবং সকল আদর্শের বহু নারী-প্রতিষ্ঠান সংযুক্ত আছে। বর্তমানে, ১৮৮৮ খ্ৰীষ্টাৰে স্থাপিত সেই ক্ষুদ্র সংসদ ক্রমশঃ বিষ্কৃত হইয়া ৪৯টি বিভিন্ন জাতীয় নারী-সংঘের কেন্দ্র স্বরূপ হইয়া ট্রাড়াইয়াছে। এই সকল জাতীয় সংঘেরও প্রত্যেকেরই বহু শাখাপ্রশাখা আছে। এইরূপে বর্তমানে আন্তজাতিক নারী-সংসদের সহিত ৪ কোটী নারী-সভোর সংযোগ আছে। সকলেরই মূল আদর্শ শান্তি ও সামাজিক উন্নতি। প্রত্যেক পাঁচ বৎসর পরে পরে এই সংসদের পঞ্চবার্ষিক অধিবেশন হয়। ইহাতে নানান ক্ষেত্রের কার্যবিবরণী আলোচিত হয় এবং ভবিষ্যতে কোন দেশে নারীর কল্যাণার্থ কি প্রয়োজন ऊांश मिर्दांब्रन कब्रां ह्छ । अर्डौरङग्न बह जख्निब चांश-1, বাহা পরে সর্বজনস্বীকৃত বলিয়া গ্রাঙ্ক হইয়াছে, এই জাভজতিৰ নারী-সংসদের অধিবেশনে প্রথম প্রচারিত হয়। যখ, ১৯৯৪ সালে বার্লিনে নরনারীর নৈতিক আদশের সাম্যবাদের প্রস্তাব প্রথম গৃহীত হয় এবং ঐ অধিবেশনেই নারী ও শিশুর ক্রয়-বিক্রয় সৰ্ব্বদেশে নিবারণ করিবার জন্য চেষ্টার স্বচনা হয়। অন্যাবধি এই ক্ষেত্রে পূর্ণ তেজে সংগ্রাম চলিতেছে। ঐ অধিবেশনেই নারীদিগের রাষ্ট্রীয় ও নাগরিক অধিকারে পুরুষের সহিত সাম্য দাবি করিয়া এক আন্তজাতিক afúsà (International Alliance of Women for Suffrage and Equal Citizenship) of Rs & ইহার কার্য এখনও চলিতেছে। স্বতরাং দেখা যাইতেছে ষে জাতি, ধৰ্ম্ম, দেশ নির্বিচারে নারীর আর্থিক, নৈতিক, রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিষ্ঠা ও প্রগতি এই সংসদের লক্ষ্য। কোন সঙ্কীর্ণ মতবাদ অথবা সাম্প্রদায়িকত সমর্থন না করায় সংসদের শক্তি ও প্রতিপত্তি অক্ষুণ্ণ রহিয়াছে। ভারতবর্ষের জাতীয় মহিলা-সংসদ আন্তজাতিক মহিলাসংসদের অন্তর্গত এবং সকল অধিকারে অন্যান্ত জাতির নারীসংঘগুলির সহিত সমকক্ষ। আমাদের জাতীয় নারী-সংসদ ব্ৰহ্মদেশ লইয়া ছয়টি প্রাদেশিক শাখ+সংঘে বিভক্ত। এই প্রাদেশিক সংঘগুলির সহিত বহুসংখ্যক নারী-প্রতিষ্ঠানের সংযোগ আছে। অতএব ক্ষুদ্রতম কোন প্রতিষ্ঠানের বিশেষ কোন সমস্যাও শেষ অবধি আন্তজাতিক কেন্দ্রে আলোচিত হইতে পারে। আন্তজাতিক সংসদের অধিবেশন নানা দেশের রাজধানীতে ইতিপূৰ্ব্বে অঙ্গুষ্ঠিত হইয়াছে। এ বৎসর এই অধিবেশন কলিকাতায় হইয়াছে। কলিকাতার অধিবেশনে নিম্নলিখিতরূপ প্রতিনিধি সমাগম হয়। বহির্দেশের ২৪ জন, ভারতবর্ষের অপরাপর প্রদেশের ১৯ জন ও বাংলার ৩০ জন প্রতিনিধি। ইহা ছাড়া নানা স্থান হইতে অনেক দর্শক আসিয়াছিলেন। কোন দেশ হইতে কত জন প্রতিনিধি আসিয়াছিলেন তাহানিয়निषिड डॉनिक श्रेष्ठ बूका बाहेरद। जांबद्रणाe s,