পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মান্দ্রাজ গৰন্মেষ্ট আর্ট স্কুলের ঘাষিক প্রদর্শনী ۹A بموt ভগবান বুদ্ধ- শিল্পী খ্ৰীগোপাল কৃষ্ণন ভবকে রূপ দিতে পারেন তবে সেই বিদেশী শিল্পশৈলীকে আমাদের গ্রহণ ও আত্মসাৎ করিয়া লইতে দ্বিধান্বিত হওয়া উচিত নয়..•সৌন্দৰ্য্যন্থটিই শিল্পীর উদ্দেশ্য, তাহার নিকট দেশী-বিদেশীর ভেদ নাই ।” মাস্ত্রীজের আর্ট স্কুলের গত প্রদর্শনীর কয়েকটি চিত্র ও মূৰ্ত্তির প্রতিলিপি মুদ্রিত হইল। এই বিদ্যালয়ের কারু-বিভাগও শ্ৰীবীরভদ্র চিত্রার শিক্ষকতায় বিশেষ উন্নতি লাভ করিতেছে। শ্ৰীযুক্ত চির ভেীর-- শিল্পী প্রতানিচলম্ শাস্তিনিকেতনে ঐনন্দলাল বম্বর ও লক্ষ্মেীতে ঐঅসিতকুমার হালদারের শিক্ষকতায় চিত্রে ও কারুকৰ্ম্মে বিশেষ দক্ষতা অর্জন করিয়াছেন। তাহার পরিকল্পিত কতকগুলি গৃহসজ্জাদ্রব্যের প্রতিলিপি দেওয়া হইল। আমাদের দেশে গৃহসজ্জায় সাধারণত রুচিঙ্গান সৌন্দর্য্যবোধ বা পরিমাণবোধের কোন পরিচয় একান্ত দুলভ ; আমাদের পারিপাশ্বিকের সহিত বেমানান গৃহসঙ্গার পরিবর্তে শ্ৰীযুক্ত চিত্রার পরিকল্পনাগুলি বহুলভাবে প্রচারিত হইলে আননের বিষয় হইবে । ان کے پہS<ح؟ " ר ל- 3 צל