مصر أسسوا উৎপন্ন করিতে লাগিল। অনেক সময় খামখেয়ালী সরকারী কৰ্ম্মচারীর হিসাব কৃষকের পরিবারিক প্রয়োজনের অনেক নীচে পড়িতে লাগিল, ইহাতে কৃষকেরা খাদ্যভাবে ক্রুদ্ধ হইয়া উঠিতে লাগিল ; দেশে দুর্ভিক্ষের সঙ্গে বিদ্রোহের ছায়া দেখা দিল । গতিক দেখিয়া লেনিন কমিউনিজমের কড়া আইন কিছু কিছু পরিবৰ্ত্তিত করিলেন । ১৯২১ সালের গ্রীষ্মকালে লেনিন কমিউনিষ্ট দলকে মতপরিবর্তনে বাধ্য করাইলেন । অতঃপর কৃষকেরা নূতন নিয়ম অনুসারে (N. E. P. ) নিজেদের উৎপন্ন দ্রব্য নিজেরাই পাইল, কুটিরশিল্পীরা নিজেদের শ্রমে প্রস্তুত দ্রব্যাদি বাজারে বিক্রয় করিয়া ব্যক্তিগত ব্যবসায়ের অধিকার পাইল, কক্ষ্মীর কাজের যোগ্যতা অনুসারে বেতন পাইতে লাগিল । শুধু বড় বড় শিল্প, বাণিজ্য ও কলকারখানা সরকারের অধীনে চালিত হইতে লাগিল । কমিউনিজমের কড়া আইনের বদলে মধ্যপন্থা অবলম্বিত হইল । লেনিন ইহার নাম দিলেন ‘ātoā-stfos Rol' (State Capitalism ) গুপ্তপ্রবাসী;ঠe S్సNరి8$్చ পুরোহিত টিখন - দেশের অবস্থা যখন নিজেদের করায়ত্ত হইয়া আসি ও অস্তবিদ্রোহের পরিসমাপ্তি ঘটিল সেই সময় বলশেভিকরা ধৰ্ম্মের বিরুদ্ধে সজোরে আঘাত করিল। দেশের লোককে তাহারা এই বলিয়া উত্তেজিত করিল যে, প্রচুর ধনৈশ্বৰ্য্য গির্জাগুলির হাতে অনর্থক আটকাইয়া আছে ; তাহার উপর জারের আমলে ধৰ্ম্মযাজকদের পরামর্শে ( ঘুেমন রাসপুটিন ) রাজত্ব চালিত হইত এজষ্ঠ রেড স্কোয়ার-সেণ্ট বেসিল গির্জা ধৰ্ম্মযাজক তথা ধৰ্ম্মের উপর সহজেই জনসাধারণকে উত্তেজিত করিয়া তোলা সম্ভব হইল । সমগ্র রাশিয়ার ধৰ্ম্মগুরু ও মস্কোর প্রধান পুরোহিত টিখনকে বলশেভিক সরকার গির্জার অধীনস্থ সমস্ত অর্থ ও সম্পত্তি সরকারের হাতে দিবার আদেশ দিল, কিন্তু টিখন গির্জার অর্থ সরকারকে দিতে অস্বীকার করায় বন্দী হইলেন । রেড স্কোয়ারে সেণ্ট বেসিল চার্চ দেশের প্রায় সমস্ত গির্জাগুলিকে এইভাবে লুণ্ঠন করা হইল ও পুরোহিতদিগকে বিতাড়িত করিয়া গির্জাগুলিতে
পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।