পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مصر أسسوا উৎপন্ন করিতে লাগিল। অনেক সময় খামখেয়ালী সরকারী কৰ্ম্মচারীর হিসাব কৃষকের পরিবারিক প্রয়োজনের অনেক নীচে পড়িতে লাগিল, ইহাতে কৃষকেরা খাদ্যভাবে ক্রুদ্ধ হইয়া উঠিতে লাগিল ; দেশে দুর্ভিক্ষের সঙ্গে বিদ্রোহের ছায়া দেখা দিল । গতিক দেখিয়া লেনিন কমিউনিজমের কড়া আইন কিছু কিছু পরিবৰ্ত্তিত করিলেন । ১৯২১ সালের গ্রীষ্মকালে লেনিন কমিউনিষ্ট দলকে মতপরিবর্তনে বাধ্য করাইলেন । অতঃপর কৃষকেরা নূতন নিয়ম অনুসারে (N. E. P. ) নিজেদের উৎপন্ন দ্রব্য নিজেরাই পাইল, কুটিরশিল্পীরা নিজেদের শ্রমে প্রস্তুত দ্রব্যাদি বাজারে বিক্রয় করিয়া ব্যক্তিগত ব্যবসায়ের অধিকার পাইল, কক্ষ্মীর কাজের যোগ্যতা অনুসারে বেতন পাইতে লাগিল । শুধু বড় বড় শিল্প, বাণিজ্য ও কলকারখানা সরকারের অধীনে চালিত হইতে লাগিল । কমিউনিজমের কড়া আইনের বদলে মধ্যপন্থা অবলম্বিত হইল । লেনিন ইহার নাম দিলেন ‘ātoā-stfos Rol' (State Capitalism ) গুপ্তপ্রবাসী;ঠe S్సNరి8$్చ পুরোহিত টিখন - দেশের অবস্থা যখন নিজেদের করায়ত্ত হইয়া আসি ও অস্তবিদ্রোহের পরিসমাপ্তি ঘটিল সেই সময় বলশেভিকরা ধৰ্ম্মের বিরুদ্ধে সজোরে আঘাত করিল। দেশের লোককে তাহারা এই বলিয়া উত্তেজিত করিল যে, প্রচুর ধনৈশ্বৰ্য্য গির্জাগুলির হাতে অনর্থক আটকাইয়া আছে ; তাহার উপর জারের আমলে ধৰ্ম্মযাজকদের পরামর্শে ( ঘুেমন রাসপুটিন ) রাজত্ব চালিত হইত এজষ্ঠ রেড স্কোয়ার-সেণ্ট বেসিল গির্জা ধৰ্ম্মযাজক তথা ধৰ্ম্মের উপর সহজেই জনসাধারণকে উত্তেজিত করিয়া তোলা সম্ভব হইল । সমগ্র রাশিয়ার ধৰ্ম্মগুরু ও মস্কোর প্রধান পুরোহিত টিখনকে বলশেভিক সরকার গির্জার অধীনস্থ সমস্ত অর্থ ও সম্পত্তি সরকারের হাতে দিবার আদেশ দিল, কিন্তু টিখন গির্জার অর্থ সরকারকে দিতে অস্বীকার করায় বন্দী হইলেন । রেড স্কোয়ারে সেণ্ট বেসিল চার্চ দেশের প্রায় সমস্ত গির্জাগুলিকে এইভাবে লুণ্ঠন করা হইল ও পুরোহিতদিগকে বিতাড়িত করিয়া গির্জাগুলিতে