পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SX8 মুসলিনীর মরু-বাহিনী—বিশ্রামের অবকাশে সহকারী ঘটনা-পর্য্যবেক্ষণের জন্ত শিবিরের বাহিরে আগমন করেন তখন সহসা তিনি ইতালীয়-বাহিনীর গুলিবর্ষণের ফলে আহত হন । ইত্যাদি । ইতালী আবিসিনিয়ার এই অভিলেীগ অস্বীকার করিয়া জানাইয়াছে যে, তাহারা বোমা নিক্ষেপ করেন নাই এবং তাহারা পুনরায় সীমান্তনিৰ্দেশ করিতে রাষ্ট্ৰী আছেন যদি আবিসিনিয়া ওয়ালওয়ালে ইতালী:ক অস্থা আক্রমণ করিয়া সে ক্ষতি করিয়াড়ে তাহীর জন্ত ও উভয় প্রদেশের এবং রাষ্ট্ৰসম্বের চুক্তিপত্রের যে মর্যাদাহানি হইয়াছে তাহার জন্ত যথারীতি ক্ষতিপূরণ ও ক্ষমাপ্রার্থনা করে । অবিসিনিয়াও উত্তরে ঘোষণা করিয়াছে র্তfহীদের দোষ সাব্যস্ত হইলে তাহারা ইতালীর ক্ষতিপূরণ করিতে সম্মত আছেন। ৩রা জানুয়ারি অাবিলিনিয়া ইতালী কর্তৃক পুনরাক্রমণের কথা জানাইয়া সন্সের ১১ নং সৰ্ত্তানুসারে উক্ত অঞ্চলে শাস্তিপ্রতিষ্ঠার অনুরোধ জানাইয়াছে । যাহা হউক ইত্যবসরে ইহা ব্যতীত পূৰ্ব্ববৰ্ত্ত আরও কয়েকটি ঘটনার প্রাসঙ্গিক আলোচনা হইলে এ-বিষয়ে অনেক নূতন আলোকগল্পত হইবে বলিয়া আশা করা যায়। ইহা দ্বারা আবিলিনিয়ায় বিভিন্ন বৈদেশিক রাষ্ট্রের কিরূপ অপূৰ্ব্ব সমন্বয় ঘটিয়াছে তাহার ধারাবাহিক ইতিহাস জানিতে পারা যাইবে । Pঞ্জ গ্রীবাচনা &; SNご8ー。 ইতালী-আবিসিনিয়ার প্রথম চুক্তির কথা সৰ্ব্বাগ্রে আলোচনা করা উচিত । ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে ইতালীই সৰ্ব্বশেষে আফ্রিকায় রাজ্য-সম্প্রসারণ নীতির অনুসরণ করে ; সুতরাং ফ্রান্স ও ইংলও যে-রাজ্যের জন্ত আদৌ ব্যগ্রতাপ্রকাশ করে নাই, ইতালী সেই আয়াসবহুল, শৈলসমাবৃত, মরুভূমিসদৃশ ত্রিপলিটিনিয়া, ইরিটিয়া ও দক্ষিণসোমালিল্যাণ্ড লইয়াই খুশী হইল । দুর্ভাগ্যবশতঃ এই তিনটির কোনটিই ইউরোপীয়গণের বসবাসের উপযুক্ত স্থান নহে । ইরিটুিম আবিসিনিয়ার উত্তরে এবং দক্ষিণ-সোমালিল্যাও দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত থাকায় সমস্ত ইহীর অঞ্চলটি আছে : ইতালীর তিন গুণ স্থান অধিকার করিয়া তদুপরি এই অঞ্চল নানা ধাতব পদার্থ সমুদ্ধ ও - + . - ينابيعي - * ইভালীর দেশীয় বাহিনী । ইহার সোমালিল্যাণ্ডের অধিবাসী ইতালীর নিকটবৰ্ত্তী হওয়ায় এখানকার অসংখ্য নিরীহ কৃষ্ণজাতির উপর প্রভুত্ব করিবার ইতালীর একটি সুবর্ণ সুযোগ মিলিয়া গেল। নানা কারণে ইংরেজ ও ফ্রান্স ইহা অভুক্ত রাথিয়ছিল, ইতালী তাহা গ্রাস করিতে উদ্যত হইয়াছে। ১৮৬৮ সালে ইংরেজ অনায়াসে উহা অধিকার