পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

AలS মরুভূমির বিরুদ্ধে অভিযান ‘উট মরুভূমির অধীশ্বর" । কারণ সাধারণতঃ উটের পিঠে চড়িয়াই মরুভূমির পথে গমনাগমন করিতে হয়। স্মরণতীত যুগ হইতে ব্যবসায়ীরা উটে চড়িয়া মরুভূমি অঞ্চল দিয়া যাতায়াত করিত । ইদানীং কিন্তু উটের আর সে কদর নাই । যন্ত্রদানব মরুভূমিকেও করায়ত্ত করিয়া ফেলিয়াছে ! নারা পুতুল--- নারা পুতুল জাপানীদের বড়ই আদরের। শিল্পী কাঠ হইতে এইরূপ পুতুল তৈরি করে। ১৯৩২ সালে নবেম্বর মাসে নিপ্পন-সম্রাট নারা শহর পরিদর্শনকালে দুইটি পুতুল পছন্দ করেন । এই চিত্রটি সেই পুতুল দুইটির প্রতিলিপি । জাপানে বৃহত্তম বুদ্ধমূৰ্ত্তি— টােকিও শহরের উত্তর দিকে পাহাড় কাটির বিরাট বুদ্ধমূৰ্ত্তি নিৰ্ম্মিত হইতেছে । ইহার মস্তক এখন পৰ্য্যস্ত তৈরি হইয়াছে । মস্তকটি প্রায় বাইশ হতে উঁচু। SN°8女 পাহাড় গাত্র কাটিয়া বুদ্ধমূৰ্ত্তি তৈরি হইতেছে। মস্তকই थांब्र वॉरें★ शंठ üक्ल