পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S్సరీశ్రీ সুবিধা হয়, একাগ্রতা-প্রযুক্ত কাজও ভাল হয়। এই জন্ত আমরা নিরক্ষরতা দূরীকরণের ভীর অরাজনৈতিক কোন সমিতির লওয়ার পক্ষপাতী । রাজনৈতিক প্রচেষ্টার উদ্দীপনা, উত্তেজনা ও উন্মাদনা সৰ্ব্বগ্রাসী হইয়া থাকে। এই জন্ত তৎসংপৃক্ত শিক্ষা-প্রতিষ্ঠানগুলি অবহেলিত হয়। দু-একটি দৃষ্টান্ত লউন। বঙ্গবিভাগজনিত আন্দোলনের সঙ্গে সঙ্গে অনেক “জাতীয়” শিক্ষাপ্রতিষ্ঠান জন্মগ্রহণ করিয়াছিল। তাহার অধিকাংশই লুপ্ত হইয়াছে । বtfচয়া আছে কেবল সেই অতি অল্প কয়েকটি বাহার প্রধান কৰ্ম্মীর রাষ্ট্রনৈতিক আন্দোলন হইতে আপনাদিগকে নির্লিপ্ত রাখিয়াছেন । যেমন ধাদবপুরে এঞ্জিনিয়tfরং প্রতিষ্ঠানটি । অসহযোগ আন্দোলনের সঙ্গে সঙ্গেও কিছু শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপিত হইয়াছিল। সেগুলিও লুপ্ত হইয়াছে । অবগু, কেবলমাত্র একনিষ্ঠ কৰ্ম্মীর অভাবেই যে এই সব প্রতিষ্ঠান লোপ পাইয়াছে, তাহা নহে। রাষ্ট্রনৈতিক উদ্দেশ্যে পরিচালিত প্রচেষ্টার সহিত তৎসমুদয়ের যোগ থাকায় গবন্মেণ্ট সেগুলির প্রতি সন্তুষ্ট ছিলেন না, সুতরাং পুলিস তাহীদের পিছনে লাগিয়াই ছিল । তাঁহাদের শিক্ষক ও ছাত্রেরা পুলিসের অতিরিক্ত মনোযোগ বশতঃ তাহাদিগকে বাচাইয়া রাখিতে পারে নাই । ইহাও বলা উচিত, তাহদের শিক্ষক ও ছাত্রের রাজনৈতিক কৰ্ম্মে যোগ দেওয়ায় পুলিস তাহাদিগকে বিব্রত কfরবার যথেষ্ট সুযোগ *ांझेब्रांछ्जि । অবষ্ঠ সম্পূর্ণ অরাজনৈতিক কোন সমিতি নিরক্ষরতা দূর করিবার কাজে লাগিলেই ধে পুলিস ঘুমাইবে, সমিতির লোকদের চালচলনের প্রতি দৃষ্টি রাথিবে না, এবং স্থানে স্থানে এই লোকদিগকে বিপন্ন হইতে হইবে না, এমন নয়। কৰ্ম্মীরা বtহাতে নির্বিল্পে ও একাগ্রতার সহিত কাজ করিতে পারেন, প্রথম হইতে বখাসাধ্য তাহার উপায় অবলম্বন করা উচিত বগিয়া আমরা অরাজনৈতিক শিক্ষাসমিতির প্রয়োজন নির্দেশ করিয়াছি। মহাত্মা গান্ধী তাহার প্রতিষ্ঠিত নিখিলভারতীয় “গ্রামসংগঠন” সমিতিকে যথাসাধ্য রাজনৈতিক প্রচেষ্টা হইতে স্বতন্ত্ৰ করিবার চেষ্টা করিয়াছেন, এবং ইহা প্রকাশও করিয়াছেন, যে, কংগ্রেসের রাষ্ট্রনৈতিক কাৰ্য্যাবলীর সহিত

iu=ה= r* °空可瓦防e

SN23学. ইহার কোন সম্পর্ক নাই। এই “গ্রামসংগঠন” সমিতির কৰ্ম্মাদিগকে তিনি রাজনৈতিক সৰ্ব্ববিধ আন্দোলন ও কৰ্ম্মের সহিত সম্পর্ক ত্যাগ করিতে বলিয়াছেন । তথাপি, ইহার সম্বন্ধে গবন্মেন্টের যে সাকুলার বাহির হইয়াছে, তাহ ভারতীয় ব্যবস্থাপক সভায় আলোচিত হওয়ায় সৰ্ব্বসাধারণের গোচর হইয়াছে। সুতরাং কোন একটি সমিতিকে অরাজনৈতিক বলিলেই গবন্মেণ্ট তাহাকে অরাজনৈতিক বলিয়া মানিয়া লইবেন, এরূপ বিশ্বাসে আমরা কিছু লিখি নাই । - সমগ্র বাংলা দেশের জন্ত একটি বৃহৎ শিক্ষাসমিতি, এমন কি এক-একটি জেলার জন্যও এক-একটি শিক্ষাসমিতি স্থাপন করিতেই হইবে এমন নয়। প্রত্যেক গ্রামে ও শহরে অtলাদা আলাদা চেষ্ট হইলেই চলিবে । একাগ্র চেষ্টাই আবগুক, নামে কিছু আসিয়া যায় না। যদি বাংলা দেশে এমন একটি মৃত্রি গ্রাম দুই-এক বৎসরের মধ্যে দেখান খায় যাহার পাঁচ বৎসরের অধিকবয়স্ক প্রত্যেক পুরুষ ও নারী লিখন-পঠনক্ষম, তাহাও বিশেষ আশা ও উৎসাহের কারণ হইবে। আর কেহ না করুন, ছাত্রছাত্রীরা নিজ নিজ গ্রামকে এইরূপ গ্রাম করিবার নিমিত্ত আগামী গ্রীষ্মবিকাশেই লাগিয়া যান । প্রাদেশিক রাষ্ট্রীয় সম্মেলন ও বঙ্গের প্রতি অবিচার ও অবহেলা দিনাজপুরে বঙ্গীয় প্রাদেশিক রাষ্ট্রীয় সম্মেলনের আগামী অধিবেশনে, দেশের লোকেরা স্বাবলম্বন দ্বারা স্বয়ং লোকহিতকর যাহা করিতে পারেন, তদ্রুপ বিষয়সমূহের আলোচনার প্রয়োজনীয়তার উল্লেখ আগে করিয়াছি। সরকারী রাজস্ব আমাদেরই দেওয়া করের সমষ্টি । তাহ বিদেশ হইতে আগত বৈদেশিক ধন নহে । তাহ চাওয়া ভিক্ষণ নহে । তথাপি, আত্মনির্ভর-পরায়ণতা ও তজ্জনিত কৃতিত্ব কেন অবিগুক, তাহার আভাস আগে দিয়াছি। প্রাদেশিক সম্মেলনে সেই সকল বিষয় ছাড়া অন্ত কতকগুলি বিষয়ের আলোচনা করাও অবিশুক । সরকারী যে-সকল আইনে ও ব্যবস্থায় সমগ্র ভারতের অসুবিধা ও