পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫২ বঙ্গে সৈনিকদের ব্যয় আমরা এই মাসের বিবিধ প্রসঙ্গে আগে দেখাইয়াছি, যে, বাংলা দেশ ভারতীয় সৈন্তদলের জন্ত অনেক টীকা দিয়া থাকে, কিন্তু তাঁহা হইতে লভিবান হয় না । শুধু তাই নয় । দেখা যাইতেছে, বঙ্গে সন্ত্ৰীসক দলের দমন ও তাহীদের বিভীষিকা-পন্থীর উচ্ছেদসাধনের জন্ত যে-সব সৈন্তদল বঙ্গের নানা স্থানে রাখা হইয়াছে, তাহীদের জন্ত পুনৰ্ব্বার বাংলা দেশকে টাকা দিতে হইতেছে । তাহা কেন হুইবে ? ভারতবর্ষের সৈন্যদলের কতক দল বহিরাক্রমণ নিবারণের জন্ত এবং কতক দল অভ্যস্তরীণ শাস্তিরক্ষার জন্ত । কোথায় কখন আভ্যস্তরীণ শাস্তিরক্ষার জন্ত কত সৈন্ত রাথিতে হইবে, তাহার ফর্দ এক-এক অঞ্চলের সেনাপতিকে প্রস্তুত করিতে হয়। পঞ্জীবে, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে, বালুচিস্থানে, প্রভৃতিতে, যে-সব সৈন্যদল থাকে, তাহা কেবল বহিরাক্রমণ নিবারণের জন্ত নহে, অভ্যন্তরীণ শাস্তিরক্ষার জন্তও বটে। কিন্তু তাহার জন্ত ত ঐ ঐ স্থানের প্রাদেশিক গবন্মেণ্টগুলিকে স্বতন্ত্র টাকা দিতে হয় না, ভারত-গবন্মেণ্টই সমুদয় ব্যয় নির্বাহ করেন। অথচ ঐ সব প্রদেশ হইতে সিপাহী, সিপাহীদের অম্লচর, রসদ প্রভৃতি ংগৃহীত হয় বলিয়া তাহার। লtভবনও হইয়া থাকে। বাংলা দেশ কেবল টীকা দেয়, লভিবান কোন প্রকারে হয় ন, অথচ বাংলা দেশে আভ্যন্তরীণ শান্তিরক্ষার জন্ত সৈন্তদল দরকার হইলে পুনৰ্ব্বার টাকা খরচ করিতে হয়। বঙ্গের প্রতি গ্রহ অপ্রসন্ন ৷ এ-বিষয়ে প্রমাণাদি কেহ জানিতে চাহিলে বর্তমান এপ্রিল মাসের মডার্ণ রিভিয়ু পত্রিকায় প্রকাশিত “Cost of the troops in Bengal” #5 &iqui of go offs;a মনুসংহিতার নুতন সংস্করণ ! রাজনৈতিক হিসাবে অনগ্রসর ও সামাজিক মধ্যাদায় হীন বলিয়৷ বঙ্গের কতকগুলি জাতিকে গবন্মেণ্ট একটা তপশীলভুক্ত করেন । তাঁহাতে বাগদী, ভূইমালী, ধোবা, হাড়ী, জেলে কৈবৰ্ত্ত, ঝালোমালো, কালোয়ার, কপালী, খণ্ডাইত, কোনোয়ার, লোহার, মালা, মুচী, নাগর, নমঃপূদ্র, নাথ, মুনিয়া, ওরাওঁ, পোদ, পুণ্ডরী, রাজবংশী, সাওতাল, সান্দিপেশী, শু"ড়ী ও সুকলীর তপশীলভুক্ত হইতে আপত্তি

  • প্রবাসনা ট

\e용文 করেন । কিন্তু প্রতিবাদ সত্বেও নিম্নলিখিত জাতিগুলিকে তপশীলভুক্ত করা হইয়াছে :-বাদী, ভূইমালী, ধোব, হাড়ী, জেলে কৈবৰ্ত্ত, মালো, কালওয়ার, লোহার, মাল্লা, মুচী, নমঃপূদ্র, মুনিয়া, ওরাওঁ, পোদ, রাজবংশী, সাওতাল শুড়ী । প্রতিবাদ গ্রাহ করা গবন্মেণ্টের উচিত ছিল । আমরা সবাই রাজনৈতিক হিসাবে অনগ্রসর । সুতরাং কাহাকেও রাজনৈতিক অগ্রসরতাহীন বলিলে অপমান হয় ন। । কিন্তু সামাজিক মর্যাদি প্রত্যেক জাতিরই অন্ততঃ তাহার নিজের কাছে আছে । অতএব, কেহ যদি সামাজিক মর্যাদায় হীন বলিয়া অভিহিত হইতে না-চীয়, তাহা হইলে তাহাকে অধমশ্রেণীভুক্ত বলিবার অধিকার কাহারও নাই । আমরা যদিও কাহাকেও অধমজাতীয় মনে করি না, তথাপি প্রবাসীর কোন-না-কোন লেখা উপলক্ষ্য করিয়া অনেক বার কোন-না-কেনি লেখক কাহারও প্রতি সামাজিক হীনতা আরোপ করা হইয়াছে সন্দেহে প্রতিবাদ করিয়াছেন । গবন্মেণ্ট যে অনেক জাতির লোককে সামাজিক হিসাবে অধম বলিতেছেন, তাহার প্রতিকার এই লেখকেরা করিবার চেষ্টা করুন । বঙ্গে কাপড়ের কল চিনির কারখানার সম্পর্কে যেমন বলিয়াছি, তেমনি কাপড়ের কল সম্পর্কেও বলি, বঙ্গের লোকসংখ্যা বেশী বলিয়া এখানে কাপড় বিক্ৰী হয় বেশী কিন্তু উৎপন্ন হয় কম। বাঙালীরা জেলায় জেলায় কাপড়ের - কল স্থাপন করুন, , এবং কৃষি-বিভাগের নিকট হইতে জানিয়া লইয়া যেখানে যেখানে সম্ভৰ কপিাসের চাষ করুন । বঙ্গে ফলের চাষ ফল খাওয়া স্বাস্থোর পক্ষে ভাল এবং অবিশুক । দাৰ্জিলিঙ জেলা এবং পরোক্ষ ভাবে সিকিম বঙ্গের সামিল বলিয়৷ বঙ্গে শীতপ্রধান ও গ্রীষ্মপ্রধান দেশের বহুবিধ উৎকৃষ্ট ফল উৎপাদিত হইতে পারে। বঙ্গের কৃষি-বিভাগ ও বঙ্গের জনসাধারণ—বিশেষতঃ শিক্ষিত শ্রেণীর লোকের এ-বিষয়ে মনোযোগ প্রদান করুন । BBBBS BBB BBBBB BB BBBBS BBB BB DB BDBBB DB BBB BBB L BBBBB S