পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᏩ8 통 | | & n ১৩৪২ * مية কাচা মাংস খায় ওরা অসহ্য ক্ষুধায়, কেউবা খায় নিজের জঙ্ঘা থেকে মাংস কেটে । গাছের ছাল, গাছের ডাল গুড়ো করে তাই দিয়ে বানায় রুটি । নরক যন্ত্রণায় কাটল আট মাস । মোগলের হাতে পড়ল গুরদাসপুর গড়। মৃত্যুর আসর রক্তে হোলো আকণ্ঠ পঙ্কিল। বন্দীরা চীৎকার করে “ওয়াহি গুরু, ওয়াহি গুরু,” আর শিখের মাথা স্থলিত হয়ে পড়ে দিনের পর দন । নেভাল সিং বালক ; স্বচ্ছ তরুণ সৌম্যমুখে অস্তরের দীপ্তি পড়েছে ফুটে । চোখে যেন স্তব্ধ আছে সকাল বেলার তীর্থযাত্রীর ভজন গান ! সুকুমার উজ্জল দেহ, দেবশিল্পী কুঁদে বের করেছে বিহ্বাতের বাটালি দিয়ে। বয়স তার আঠারো কি উনিশ হবে, শাল গাছের চারা, উঠেছে ঋজু হয়ে তবু এখনো হেলতে পারে দক্ষিণের হাওয়ায় । প্রাণের অজস্রতা দেহে মনে রয়েছে কানায় কানায় ভরা ।