পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“गङायू निदम्। সুন্দরমূ” “নায়মাত্মা বলহীনেন লভ্যঃ” ৩৫শ ভাগ } বৈশাখ, ১৩৪২ { ১ম সংখ্যা ১ম খণ্ড অসমাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবেসে মন বললে “আমার সব রাজত্ব দিলেম তোমাকে।" অবুঝ ইচ্ছাটা করলে অত্যুক্তি ; দিতে পারবে কেন ? সবটার নাগাল পাব কেমন করে ? ও যে একটা মহাদেশ, সাত সমুদ্রে বিচ্ছিন্ন। ওখানে বহুদূর নিয়ে এক বিরাজ করছে নিৰ্ব্বাকু অনতিক্রমণীয়। তার মাথা উঠেছে মেঘে ঢাকা পাহাড়ের চুড়ায় তার পা নেমেছে আঁধারে ঢাকা গহবরে । এ যেন অগম্য গ্রহ এই আমার সত্তা, বাষ্প আবরণে ফঁাক পড়েছে কোণে কোণে, দূরবীনের সন্ধান সেইটুকুতেই । যাকে বলতে পারি আমার সবট, তার নাম দেওয়া হয় নি, তার নক্সা শেষ হবে কবে ?