পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মণিপুরের:cকাম ও চিরু জাতি ՏԵ-Վ) এক জন কোম । ইনি কাইরাপ, গ্রামের পুরোহিত সকল কোম লোকেরই শারীরিক গঠন ঠিক এক প্রকার নহে, তথাপি এই অঞ্চলের নাগা, কুকি ও অন্তান্ত জাতি হইতে সম্পূর্ণ বিভিন্ন। ইহা প্রথম-দৃষ্টিতেই লক্ষিত হয়। মোটের উপর কোমরা সাধারণ বাঙালী হইতে থানিকটা খৰ্ব্বীকৃতি, নাসিক চ্যাপট ও চওড়া, মুখমণ্ডল গোলাকৃতি, দাড়ি ও গোপ কিঞ্চিৎমাত্র ( নাই বলিলেই হয় ), মাথা চওড়া এবং চুল সাধারণতঃ সোজা ও শক্ত। ইহাদের গায়ের রং বিভিন্ন রকমের—একেবারে কালে হইতে সম্পূর্ণ হলদে রং । বিশেষতঃ মেয়েদের গায়ের রং ছেলেদেব গায়ের রঙের চেয়ে অনেক ফরসা এবং মঙ্গোল’ জাতির মত হলদে আভাযুক্ত। অনেক সময় মেয়েদের গায়ের রং লালচে দেখা যায় । আকৃতির দিক দিয়াও কোমদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য যথেষ্ট । কেহ কেহ ৫ ফুটের উপর দীর্ঘ, ফরসা রং, উচ্চ নাসিক এবং মুন্দর ও কোকড়ান চুলবিশিষ্ট । ইহাদের দেখিলে মনে হয় যেন ইচরি৷ অন্তান্ত কোষ হইতে সম্পূর্ণ ভিন্ন জাতির । ষ্ট সমস্ত ব্যক্তিগত পার্থক্য দেখিয়া মনে হয় যে দীর্ঘকাল ভিন্ন জাতির সহিত বর্ণদাস্কর্যহেতু বর্তমানে কোম জাতির ক্ষতি ও গঠন এই প্রকার দাড়াইয়াছে। অধিকাংশ লৈ-মেয়েদের মধ্যে মঙ্গোল জাতীয় আকার সুস্পষ্ট, শষতঃ মাথার চুলে, চ্যাপট নাকে, হলদে গায়ের রঙে থেtংলিং চীনাদের মত টানা চোথে । আর যাহারা অপেক্ষাকৃত দীর্ঘাকৃতি সুপুরুষ, মনে হয় তাহীদের মধ্যে প্রাচীন ককেশীয় জাতির রক্ত বৰ্ত্তমান । কোমদের অনেকের গায়ের রং রীতিমত কালে । সম্ভবতঃ ইহা ভারতবর্ষের আদিম নিবাসী প্রাকৃ-দ্রাবিড় জাতির সহিত সংমিশ্রণের ফল جابة وي ঐকটি চিরু-গ্রামের "জলবুক' কোমরা পাহাড়ের উপরে ত্রিশ-চল্লিশ ঘর একত্র? হইয়। ছোট ছোট বস্তীতে বসবাস করে । এই সকল বস্তী দূর হইতে খুব সুন্দর দেখায়। চারিদিকে