পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অসমাপ্ত সেখানে নিগুঢ় নিবিড় কালিমা অপেক্ষা করছে মৃত্যুর হাতের মার্জনা । এই অপরিণত অপ্রকাশিত আমি এ কার জন্তে, এ কিসের জন্তে ? যা নিয়ে এল কত সূচনা, কত ব্যঞ্জনা, বহু সাধনায় বাধা হোতে চলল যার ভাষা, পৌছল না যা বাণীতে, - তার ধ্বংস হবে অকস্মাৎ নিরর্থকতার অতলে, সইবে না স্মৃষ্টির এই ছেলেমানুষী । অপ্রকাশের পর্দা টেনে কাজ করেন গুণী : ফুল থাকে কুড়ির অবগুণ্ঠনে, শিল্প আড়ালে রাখেন অসমাপ্ত শিল্পপ্রয়াসকে ; কিছু কিছু আভাস পাওয়া যায়, নিষেধ আছে সমস্তটা দেখতে পাওয়ার পথে । আমাতে র্তার ধান সম্পূর্ণ হয় নি, তাই আমাকে বেষ্টন করে এতখানি নিবিড় নিস্তব্ধতা । তাই আমি অপ্রাপা, আমি অচেনা ; অজানার ঘেরের মধ্যে এ স্থষ্টি রয়েছে র্তারি হাতে, কারো চোখের সামনে ধরবার সময় আসে নি ;– সবাই রইল দূরে,— যারা বললে "জানি”, তারা জানলো না। ፰ግ | ● | ●ና শাস্তিনিকেতন