পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যৈষ্ঠ জন্মস্বত্ব ॐ ●@ বলায় এটাও দেখা দরকার । এ সকলই আয়াসসাধ্য । কিন্তু চামীর প্রকৃত কল্যাণ সাধন করবার কোনও সহজ পথ নেই । চান্ধীকে আমরা অনাত্মীয় মনে করি, এই জন্তেই তাদের দুঃথদৈন্তে আমাদের মন সাড়া দেয় না । দেশের লোক বলতে ভদ্রবেশধারী এবং ভদ্রবেশধারিণীদের মুক্তিই আমাদের মনে আসে । যেখানে উৎপাদন হচ্ছে, সৃষ্টি চলেছে, সেখানে আমাদের মন যায় না । তাই বলি আমাদের মন ফিরলেই কৃষিসঙ্কট, কৃষিসমস্ত এ সবেরই সমাধান হবে । মুক্তিকাই আমাদের মাতৃদেবী, মাটিই আমাদের ম-ট, একথা ভুললে চলবে না । কবি তাই লিখেছেন,— ছে বন্ধথে ! জীবশ্রোত কত ৰাৱম্বার তোমায়ে মণ্ডিত করি আপন জীবনে গিয়েছে ফিরেছে, তোমার মৃত্তিকাসনে মিশায়েছে অস্তরের প্রেম, গেছে লিখে কত লেখা, বিছায়েছে কত দিকে দিকে ব্যাকুল প্রাণের আলিঙ্গন, তারি সনে আমার সমস্ত প্রেম মিশায়ে যতনে তোমার অঞ্চলখানি দিব রাঙাইয়! • সজীব ৰয়ণে ; আমার সকল দিয়া সাজাৰ তোমায়ে . *

  • কলিকাতা তালতলা সাহিত্য-সম্মিলনীর তৃতীয় অধিবেশনে ধনবিজ্ঞান-শাখার সভাপতির অভিভাষণ ।

জন্মস্বত্ব ঐসীতা দেবী 5 বামিনীর বিবাহ হইয়াছিল তাহার মায়ের মৃত্যুর মাসখানেক পরে । খুব ধুমধাম বা আমোদ-আহাদ ষে তাঁহাতে হয় নাই, তাহ বলাই বাহুল্য । সুরেশ্বর ব্রাহ্মসমাজের মেয়ে বিবাহ করায় তাহার পরিবারেরও কেহ খুশী হয় নাই, কেহ যোগও দেয় নাই বিবাহে । সুতরাং বৌভাতও করা হয় নাই । ছেলেমেয়ের অন্নপ্রাশনও তেমন কিছু ঘটা করিয়া করা হয় নাই, কারণ যামিনীর উৎসব-কোলাহল ভাল লাগিত না, একলা অপটু হাতে বড় কাজ গুছাইয়া করাও শক্ত । সুরেশ্বরের ছোটভাই শিশির মায়ের মন বাধিয়া ঘোরতর সনাতন হিন্দু পরিবারের মেয়ে বিবাহ করিয়াছিল। তাছারা পারতপক্ষে তাহার বাড়ির ছায়া মাড়াইত না । সুতরাং এ বাড়িতে বড় উৎসৰ এত দিন পর্য্যস্ত কিছুই হয় নাই। মমতা এবং সুজিতের জন্মদিনে আত্মীয়-স্বজন এবং ছেলেমেয়ের বন্ধু-বান্ধব দুই চাfর জন শাসিত, এই পৰ্য্যস্ত । পাস করার পর এবার কিন্তু মমতা মাকে জোর করিয়া ধরিয়াছে, তাহfর সকল বন্ধুবান্ধবকে খুব ঘটা করিয়া খাওয়াইতে হইবে । যামিনীও রাজীই হইয়াছেন, এমন কি তাহার যেন খানিকট উৎসাহই বোধ হইতেছে । সুরেশ্বর উৎসবের কারণটাকে মোটেই আমল দিতেছেন না— মেয়ে পরীক্ষায় পাস করিয়াছে, তাহ লইয়া এত লাফালাফি কেন ? তবে অtমোদ-আহলাদ, লোকজন মাসা, তাহfর খুব ভালই লাগে, কাজেই ব্যাপারটাতে তিনি বাধা দেন নাই। স্বজিত খুব সকরুণ অবজ্ঞা ভরে ব্যাপারটাকে দুর হইতে দেখিতেছে । মমতার সঙ্গে যাহারা পরীক্ষা দিয়াছিল তাঁহাদের সকলের নিমন্ত্রণ হইয়াছে। স্কুলের অন্ত যে-সব মেয়ের সঙ্গে তাহার ভাব আছে, তাহদের সে বাদ দেয় নাই । শিক্ষয়িত্রীরাও নিমন্ত্রিত হইয়াছেন। আত্মীয়-বন্ধু ষে যেখানে আছেন, সুরেশ্বর ও যামিনী মিলিয়া সকলকেই প্রায় নিমন্ত্ৰণ করিয়া বসিয়াছেন । খাওয়া হইবে রাত্রে, কারণ গুমোট গরমের দিন, দুপুরবেলা এত খাটুনি খাটা বাড়ির লোকের অসাধ্য। ছাতের