পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ولا هيخ ও কলেজগুলি অপেক্ষণ অন্তর শিক্ষণ ভাল ស៊ួ বঙ্গে রাজনৈতিক হুজুক ও চিত্তবিক্ষেপের অস্তান্ত বেশী : কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পাস করা বহু বৎসর অপেক্ষীকৃত সহজ হইয়া যাওয়ায় ও অন্তান্ত কারণে বাঙালী ছেলেরা শ্রমবিমুখ হইয়াছেঃ সমগ্রভারতীয় পরীক্ষাগুলিতে পরীক্ষকদের মনেও বাঙালীদের সম্বন্ধে বিরুদ্ধ ভাব থাকিতে পারে ; মৌখিক পরীক্ষণ এরূপ ভাবে গৃহীত হইতে পারে যাহাতে বিরাগভাজন পরীক্ষার্থীদের প্রতি আবিচার হইতে পারে ; ইত্যাদি নানা কারণে বাঙালী যুবকের প্রতিযোগিতামুলক পরীক্ষাসমূহে সফলতা দেখাইতে না-পারিয়া থাকিতে পারে। অন্ত দিকে, আমরা করেক বার দেখfইয়াছি, ধে, জার্মেনীতে ভারতীয় ছাত্রদিগকে গুণানুসারে যে-সব বৃত্তি দেওয়া হয়, বাঙালী ছাত্রছাত্রীরা তাঙ্গ কম পায় না, বরং বেশীই পায় এবং এই সব ভারতীয় ছাত্রের মধ্যে বাঙালী ছাত্রের কম কৃতিত্ব দেখায় না । এ-বৎসর সিবিল সাবিস পরীক্ষণয় বাঙালীর কৃতিত্ব এ-বৎসর ভারতীয় সিবিল সাধিস পরীক্ষার ফলে দু-জন হিন্দু ও দু-জন মুসলমান ছাত্র মনোনীত হইয়াছে। হিন্দু দুটি ছাত্রই বাঙাণী ; মুসলমান ছটি কোন প্রদেশের, নামের দ্বারা বুঝা যায় না । প্রথম স্থান অধিকার করিয়াছেন শিশিরকুমার বন্ধ্যোপাধ্যায়, তৃতীয় স্থান অধিকায় করিয়াছেন ব্ৰহ্ম:দব মুখোপাধ্যায়। ইহার উভয়েই এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র । সুতরাং, বাঙালীদের ইহাতে সন্তোষের কারণ থাকিলেও বঙ্গের বাঙালীদের কিংবা কলিকাতা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইহাতে গৌরব করিবার কিছু নাই। ইহার আগেকার বৎসর ও এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র প্রথম স্থান অধিকার করিয়াছিলেন । বস্তুতঃ, প্রবাসী বাঙালীর শিক্ষার জোরেই বঙ্গের বাহিরে প্রতিষ্ঠিত হইতে পারিয়াছিলেন বলিয়া ও শিক্ষণ ব্যতিরেকে তাহার টিকিয়া থাকিতে পারেন না বলির বাস Sురిg్చ এবং বাঙালীরা (মহাত্মা গান্ধীর ভাষায় । “শিক্ষণ-পাগল” বলিয়া, প্রবাণী বাঙালী ছাত্রছাত্রীরা অনেক স্থলে বেশ কৃতিত্ব প্রদর্শন করে। পাটনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান বৎসরের পরীক্ষার ফল হইতে তাহার কিছু প্রমাণ পাওয়া যায়। "বেহার হেরাল্ড' লিখিয়াছেন, বি এ অনাস পরীক্ষায় ইংরেজীতে ও অর্থনীতিতে ছুটি বাঙালী ছাত্র তৃতীয় স্থান অধিকার করিরছে ; ইতিহাসে প্রথম শ্রেণীর ছুটি ছেলেই বাঙালী এবং দ্বিতীয় শ্রেণীর প্রথম দু জন বাঙালী ; পদার্থবিজ্ঞানে একটি মাত্র ছাত্র প্রথম শ্রেণীস্থ এবং সেটি ব'ঙালী ; এবং রসায়নীবিদ্যায় একটি ব ভালী ছাত্র প্রথম শ্রেণীতে স্থান পাইয়াছে। আই-এ পরীক্ষার একটি বাঙালী ছেলে প্রথম স্থান অধিকার করিয়াছে এবং আই এস সি.ত নীলিম মুখোপাধ্যায় তৃতীয় স্থান অধিকার করিয়াছে। বেহারের ম্যাট্রিকুলেশন পরীক্ষাতেও বাঙালী ছেলের ভাল পাস করিয়াছে। একটি বাঙালী ছেলে প্রথম স্থান অধিকার করিয়াছে, এবং "বেহার হেরাল্ড' বলেন, যে ৫৬টি পরীক্ষার্থী প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হইয়াছে তাছার মধ্যে ২২ জন বাঙালী, যদিও বিহারে মোটামুটি শতকরা ছয় জন মাত্র বাঙালী । কিন্তু বঙালী ছাত্রছাত্রীর বিহার-গবন্মেন্টের নিকট হইতে গুণানুসারে বিদ্যার্জনে উৎসাহ ও সাহায্য পায় না । অধ্যাপক অভয়চরণ মুখোপাধ্যায় এলাহাবীদের অধ্যাপক অভয়চরণ মুখোপাধ্যায় মহাশয়ের মৃত্যুতে আগ্ৰা-অযোধ্যা প্রদেশ এক জন শ্রেষ্ঠ শিক্ষাভিজ্ঞ ব্যক্তির সেবা হইতে বঞ্চিত হইছে। তিনি খুষ মেধাৰী ছাত্র ছিলেন। ম্যাটিকুলেগুন হইতে এমূ-এ পর্য্যস্ত তিনি প্রত্যেক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়াছিলেন । সরকারী শিক্ষণ-বিভাগে প্রবেশ করিয়া তিনি প্রাদেশিক প্রধান সরকারী কলেঙ্গ মিওর সেন্টাল কলেজের প্রধান ইংরেজী সাহিত্যাধ্যাপক হইয়াছিলেন। পরে তিনি সেকেণ্ডারী ও ইন্টারমীডিয়েট এডুকেশন বোর্ডের সেক্রেটরী হইয়াছিলেন ।