পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশষাড় সিকক্ষর ॥ (মনে মনে) রূপসম কণ্ঠস্বর অতি মনোরম ৷ কি কুন্দর অঙ্গজ্যোতিঃ ! বয়সে যোড়শী । বেগমের যোগ্য বট । ( প্রকাশ্যে ) তুমি অন্দরে যাও । রামী ॥ আমরা কারো ঘরে থাকি না । সিকদের ॥ তবে বাগিচার মধ্যে অট্টালিকায় থাক । রাণী ॥ আমি এক থাকব না, চণ্ডীদাস ও ভক্তের থাকবেন । সিকলার ॥ বাঙ্গাণীর পদ নাই, এই বড় দুঃখ । রামী ॥ স্বভাবতঃ বঙ্গালী সুশীল । তাদিকে এক বাগানবাড়ী দেওয়া হ’ল, নদীর সাহ তার রক্ষক। র্তার। সেখানে গেলেন । চণ্ডীদাস সাবধানে থাকলেন । সিকনার ॥ উজীর, “ধৰ্ম্মপথে কণ্টক যে জন । ত:হারে নাশিলে হয় ধৰ্ম্মের রক্ষণ ॥ ** পুজার সামগ্রী জর মৃত্তিক পাথর। ধ্যানধারণfর বস্তু হয় জার নর ॥” তাকে বধ করলে পুণ্য হয় । উল্পীর সায় দিলেন না, রহমনকে তলব হ’ল । সিকদের ॥ এই জে ভরিত মোরা কৈলু অধিকার । এদেশের নানা ধৰ্ম্ম হেতুমাত্র তার ॥ ধদি হিন্দুদিকে ইসলামী করতে পারি, তা হ’লে এই সোনার তারত চিরদিন আমার থাকবে । আমি নানা স্থানে মোওলানা পাঠিয়ে ধমপ্রচার করাচ্ছি। শুনলাম দক্ষিণপশ্চিমে নামুরে এক চণ্ডীদাস রাধাকৃষ্ণ নাম করে’ বাধা দিচ্ছে। তাকে হত্যা করা বিনা উপায় নাই। রহমন। তা হ’লে, মোগল পাঠানে যুদ্ধ কেন হয়? জুন খণ** কেন পিতৃহত্য করলে ? সেখ সৈয়দ মোগল পাঠান পরম্পর কেন হিংসা করে ? বাদসাহ ! ( সক্রোধে ) নিমকহারাম ! চণ্ডীদাসের মাথা কেটে আন । রহমন ॥ আমি চণ্ডীদাসকে এনে দিচ্ছি, আপনি স্বহস্তে মুণ্ড ছেদন করুন। ( সিকন্দর কুপিত, রহমনকে কাটতে উষ্ঠত । সেনাপতি ওসমান সেনাসহ প্রবেশ করলে। এক ভীম ভৈরবীর সঙ্গে সেনার যুদ্ধ ও পরাজয়, ভৈরবীর অস্তধান । ) _ऽ२) हिीतः श्लडोन ब्रूहे । श्वन्न निनी नञ्च । আমার হুকুম, চণ্ডীদাস-চরিত రిఫ్చిS সিকন্দর ॥ দেখছি, লোকটা জাদু জানে । পরদিন সিকন্দর-সাহ সাহিজাদা ( বাদসহি-পুত্ৰ ) ও এক ঘাতককে ডেকে চণ্ডীদাসের বধের আজ্ঞা করলেন । তারা চণ্ডীদাসের মুণ্ড কেটে এনে বাদসহিকে দেখাবে। তারা গভীর রাত্রে বাগানবাড়ীতে গেল, চণ্ডীদাস ধ্যানমগ্ন । তারা তাকে এক শ্মশানে বয়ে নিয়ে গেল । চণ্ডীদাসের চৈতন্ত ফিরে এল । "আমাকে বধ ক’রবি, কি ? আমি অমর । “চিরস্থির আমি মে’র কৰ্ম্মের ভিতর ” তার কথা শুনে সাহিজাদা পাগলের মত ছুটে পালাল । এদিকে বাদসহি পুত্রকে ধন্য ধন্ত ব’লছেন। বেগম কারণ শুনে, ‘হা ধিক্ হা ধিক্‌ ! প্ৰভু চণ্ডীদাসকে সংহার করেছে!’ ( বিষাদে ও রোষে পাগলিনীপ্রায় )। সিক্ষনার ॥ ( মনে মনে ) “কেবল ধৰ্ম্মের পথে রমণী কণ্টক ৷” ( বেগমের অনুসরণ ) সিকনার পাত্রমিত্র নিয়ে বসে’ছেন । রহমন ॥ যার জন্তে পাণ্ডুমা নগর কঁদিছে, তুমি ইরস্ত সয়তান, চোরাঘাতে বধ করালে ? ( আসি তুলে সিকদরকে বধোদ্যত । ) চণ্ডীদাস বিদ্যুৎ বেগে রহমনের হাত ধরে ফেললেন। রাণী উন্মাদিনী । “পাপিনী পাপিনী আমি বড়ই দুঃশীল ।” রহমন, আমাকে আগে বধ কর । চওঁীদাস ॥ কেন মাতী হও ব্যঞ্জ এত । আমিই সেই চণ্ডীদাস তোমার আশ্রিত ॥ স্বধৰ্ম্মে মন্ত্রণ পণ করি আী নৃমণি। তার চেয়ে কেৰা অাছে প্রকৃত ইসলামী । জবে মাত মিলে দুটি প্রবাহ আসার । কাকাব্য কি কয়ে আগে পরে একাকার । রাজা । আমি কে বা, তুমি কেমন ! “ধর কি পাপিষ্ঠে টানি চুম্বকের মত।” ( নেপথ্যে ) किसृ! ४ भिल्लन शोठे ! গভীর কূপের অন্তরতমে রবির কিরণ-ছটা । আমার তমসে পূর্ণমাসী শশী হাসি সুধারাশি ঢালিছে।... রাজার অনুতাপ । রাজা ও রাণীর মিত্রত । পুত্র পিতৃ দ্রোহী পাণ্ডুআয় অনেক কাণ্ড হয়েছিল । ২১) এটি ইতিবৃত্তির সত্য।