বড়বাজারে ইরাসিন মিঞার মেওয়ার দোকানের হুমুখে আসিয়া দাড়াইল । ইয়াসিন মুচকি হাসিয়া শুধাইল,—কি রে নটু কিছু कांभांकि ? হালক হাসিয়া নটবর উত্তর দিল—কই আর হচ্ছে দাদা ? শা-বাবুরা আজকাল বডড ধড়িবাজ হয়েছে । ব্যাটার টাকা-পয়সাগুলো যে কোথায় রাখে তার স্রেফ *ांडीझे १७ब्रां यांबू नीं । একটু পরেই আবার সলজ্জভাবে ঘাড় চুলকাইতে চুলকাইতে বলিল,--আর সেই দুঃখেই ত আসা দাদা । ইয়াসিন-চাচা, গোটা-দুই কমলা আর কিছু জাঙ্গুর বদি দিতিল তো ভারি উপকার হত। দু-দিন থেকে ছোড়াটার ভারি অনুখ চলছে । মৃদ্ধ হাসিয়া ইয়াসিন জিনিষগুলি উহার হাতে দিয়া বলিল,—লে, লিয়ে যা । কিন্তু আর এক দিন আবার ঐ চণ্ডু বানিয়ে থাওক্ষাতে হবে, বুঝলি ? ফলগুলি হাতে পাইয়া নটবর খুশীতে উপচাইয়া উঠিল,—আসিস। এই মাল-বারে. তুই ছু-ভরি আফিম নিয়ে আসিস । আমি চোস্ত ক’রে বানিয়ে দেবে! এখন । ঘরে ঢুকিয় হাতড়াইয়া নটম্বর কুপি ও দিয়াশলাই জোগাড় করিল। একবার ছেলের নাম ধরিয়া ডাকিল,— কি রে, কেমন আছিস এখন ? - কোন উত্তর নাই । ঘুমাইয় পড়িয়াছে হয়ত । নটবর বাতি জ্বালাইতেই দেখে জলের ঘড়ার পাশেই ছেলে তাহার উপুড় হইয়া পড়িয়া আছে । কপালে ঈষৎ আঘাত লাগিয়া কাটিয়া গিয়াছে। রক্ত পড়িয়া সারামুখে জমির আছে । গোটা মেঝে বমিতে থৈ-থৈ করিতেছে । পিপাসার তাড়নায় ছেলেটি তক্তাপোষ হইতে নামিয়া निcछहे छण श्रृंक्लfश्झ जहेtउ शिंष्ट्रांश्णि रुग्नष्ठ । शप्लांब्र কাছে আদিয়া মাথা ঘুরিয়া পড়িয়া যাওয়াতেই বুঝি কপালের খানিকট কাটিয়া গিয়াছে। সংজ্ঞাহীন অবস্থায় কখন যে সে বমি করিয়া ফেলিয়াছে তাহা বোধ হয় সে নিজেই Gitन न ! পরদিন সকালেই নটবর বাবা বিশ্বন্তরের নাম লইয়। இ\988 BB BBBS BB BBBB BBB ee SBBBBS করিতে হইবে । খেfকাকে আজি দুধ না দিলে আর বীচান যাইবে না। পরের কাছে হাত পাতিলে হয়ত তাহার সমধর্মীদের মধ্যে কেহ কেহ সাহায্য করবে। কিন্তু নটবরের আত্মসন্মানজ্ঞান প্রবলভাবে মাথা নাড়া দিল । ধার চাহিবার মত নগ্ন-দীনতার কল্পনা নটবর করিতে পারে না । আজ আর হাওড়ার দিকে নয় । খুব শিক্ষা হইয়াছে । নটবর চলিল দক্ষিণেশ্বরের পথে । সেখানে আজ কি-একটা উৎসব আছে । বহু লোক আসিবে । মা কালী করিলে মোটারকমই কিছু হাতাইতে পারে । অসংখ্য যাত্রীর ভীড় । নটবরও দলের মধ্যে মিশিয়া গিয়াছে। এক জন প্রৌঢ়বয়স্ক ভদ্রলোকের পাশ দিয়া ধীরে চলিতে চলিতে নটবর ভদ্রলোকটিকে উদ্দেশ করিয়া প্রশ্ন করিল,—আচ্ছা, ওই যে, ওই সাধুরা ও-দিকে ব’লে আছেন—ওরা সবাই খুব সিদ্ধপুরুষ, না ? ভদ্রলোক সেদিকে চাহিয়া দেখিতেই নটবর তাহার বাম-পকেট হইতে মনি-ব্যাগটি চট করিয়া তুলিয়া লইয়া জনতার মধ্যে গা-ঢাকা দিল । কিছু দাও মারিয়াছে যাহোক। প্রফুল্লচিত্তে নটবর একটি অপেক্ষাকৃত জনবিরল স্থানে গিয়া গভীর ঔৎসুক্যে ব্যাগটি খুলিল। একটি আনি, তিনটি পয়সা ও কঁচি-মার্ক সিগারেটের একটি সষত্ব-রক্ষিত কুপন ! নটবর ভবিল,— हॉग्न cब्र ! কিন্তু ব্যর্থতার অপশোষ আর বেশী ক্ষণ থাকিল না । কোন পল্লীগ্রাম অঞ্চল হইতে আগত এক তীর্থযাত্রীর কাছে নটবর তাহার দু-শ টাকা দামের ‘মাল’-টি বেচিয়া নগদ তের টাকা পাইয়া গেল । to লোকটি প্রথমে কিছুতেই লইবে না। ছশ টাকা দামের যে-ঞ্জিনিব পঞ্চাশ টাকায় পাওয়া ধায় তাহার নিষ্কলুষতা সম্বন্ধে সন্দেহ সবারই হয়। নটবর বলিয়াছিল যে সে এই ভীড়ের মধ্যেই সোনাটি কুড়াইয়া পাইয়াছে। ওজনে আধপোরা ত হইবেই। বিক্ৰী করিলেই দু-তিন-শ টাকা আসিয়া যায়। কিন্তু—গভীর দুঃখের সহিতই নটবর वणिज-किर्दु डांहांटमब्र क्रांब्रिव८भद्ध विध्न °रम wicन ?
পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।