পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোরিয়ান নৃত্য জাপানের কলা-রসিকেরা ভারতের উদয়শঙ্কর, পেরুর হেলবা হুয়ারা, আর্জেন্টান এবং এস্ক,ডেরে (স্পেন ) প্রভৃতির নৃত্যকলায় আশ্চৰ্য্য সফলতার ইতিহাস আগ্রহের সহিত পর্যবেক্ষণ করিতেছেন। বিদেশীয় নৃত্যকলভিজ্ঞদের তাহাদের অভিনন্দন জানাইয়া জাপানের “নিপ্পন” পত্র কোরিয়ার সাই-শো-কির নৃত্যের একটি সুন্দর সচিত্র বিবরণ দিয়াছেন। সাই-শো-কির নৃত্যলীলায় যে শক্তি ও দীপ্তির প্রকাশ দেখা যায় তাহাতে কোরিয়ান নৃত্য বিষয়ে আমাদের প্রাচীন ধারণ আমরা সম্পূর্ণরূপে পরিত্যাগ করিতে বাধ্য হত। পূৰ্ব্বকালে কোরিয়ান নৃত্য মনকে শোকভারাক্রান্ত ও স্বজনবিরহকাতর করিয়া তুলিত বলিয়াইলোকে মনে করিত। বিগত পাঁচ শত বৎসর ধরিয়া কোরিয়ানের ভ্রাস্ত রাজনীতির ফল ভোগ করিয়া আসিতেছে । কিন্তু তাহার পূৰ্ব্বে কোরিয়ানরা এমন নিজাব থাকা দূরে থাকুক নৃত্যগীত ও চিত্রকলায় সৰ্ব্বদাই সগৰ্ব্বে আপনাদের শ্রেষ্ঠতার দাবি ঘোষণা করিয়া আসিয়াছে। শুধু ঐতিহাসিকের সাক্ষ্যের সাহায্যেই তাহাঁদের শ্রেষ্ঠতা প্রমাণিত হয় না, তিন হাজার বৎসর ধরিয়া তাহার যে-সকল চিত্র, মৃৎশিল্প ইত্যাদির অপুৰ্ব্ব निमभन जक्षिठ कब्रिड्रां श्रांनिष्ठtछ् उांशंtउहे ठांशंcमत्र নৈপুণ্য প্রকাশ পায় । কোরিয়ানের নৃত্য ও গীতের একান্ত ভক্ত। স্বজাতীয় নৃত্যে যোগ দিবার জন্ত সন্ত্রাস্ত বংশের লোকেরাও স্বচ্ছন্দে সাধারণ লোকদের সঙ্গে মেলামেশা করেন । কিন্তু গত পাচ শত বৎসর ধরিয়া নৃত্যকে লোকে অবজ্ঞার চক্ষে দেখাতে ইহ কেবল পেশাদার নর্তকীদের হাতে পড়িয়া হীনাবস্থা প্রাপ্ত 8 د حس-ه به হইয়াছে। কাজেই ইহার উন্নতির পথ বহু কাল রুদ্ধ ছিল ; কিন্তু তবুও আজ পর্য্যন্ত কোরিয়ান নৃত্যকলা তাহার বহু শতাব্দী অর্জিত বিশিষ্টতা হারায় নাই । কোরিয়ান নৃত্যকে চারি ভাগে ভাগ করা যায় । ( প্রথম ) রাজদরবারের নৃত্য ? ( দ্বিতীয় ) রঙ্গমঞ্চের ও ভ্ৰাম্যমাণ নৰ্ত্তক-সম্প্রদায়ের (সা-তাং-পে ) নৃত্য ; (তৃতীয় ) ८कॉब्रिग्नांन बूठा চাষা, জেলে প্রভৃতির গ্রাম্য নৃত্য ; (চতুর্থ ) দেবমন্দিরের নৃত্যপূজা । ইহার ভিতর প্রথম শ্রেণীর দরবারী নৃত্য আয়ত্ত করিতে হইলে প্রাচীন লি-রাজবংশের প্রবর্তিত সঙ্গীতবিভাগের শিক্ষাধীনে বহু কাল সাধনা করিতে হয় । কিন্তু