পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88३ ভারতবর্ষের সকলের চেয়ে সংখ্যাবহুল সম্প্রদায় এবং ধন বিস্তাবুদ্ধি জনহিতৈষিণী সাৰ্ব্বজনিক কাজে উৎসাহ দেশসেবার জন্ত স্বাৰ্থত্যাগ ও দুঃখবরণ প্রভৃতিতে কোন সম্প্রদায় অপেক্ষা নিকৃষ্ট নহে, তথাপি তাহাদিগকে ভারতীয় ব্যবস্থাপক সভায় তাহাদের সংখ্যানুযায়ী প্রতিনিধি না দিয়া তাহাদিগকে কাৰ্য্যতঃ সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত করা হইয়াছে। ছয় নম্বর ন্যায্য ব্যবস্থা এই, যে, বদিও অধিকাংশ ইউরোপীয় ভারতবর্ষজাত নহে, ভারতবর্ষের স্থায়ী বাসিন্দাও নহে, তথাপি তাহাদিগকে ভারতীয় ও প্রাদেশিক ব্যবস্থাপক সভাসমূহে প্রতিনিধি পাঠাইবার অধিকার দেওয়া হইয়াছে। সাত নম্বর ন্যায্য ব্যবস্থা এই, যে, যদিও তাঁহাদের সংখ্যা অত্যস্ত কম, তথাপি তাহাদিগকে উভয়বিধ ব্যবস্থাপক সভায় সংখ্যার তুলনায় অত্যন্ত বেশী প্রতিনিধি দেওয়া इहेख्नitछु । আট নম্বর স্তায্য ব্যবস্থা এই, যে, যদিও মুসলমান সম্প্রদায় ব্রিটিশ-ভারতের লোকসমষ্টির পুরা লিকি অংশও নহে, তথাপি তাহাদিগকে ভারতীয় ব্যবস্থাপক সভায় ব্রিটিশ-ভারতীয় প্রতিনিধিসমূহের এক-তৃতীয়াংশ প্রতিনিধি দেওয়া হইয়াছে। নয় নম্বর ন্তায্য ব্যবস্থা এই, যে, যদিও প্রদেশগুলির মধ্যে বঙ্গের লোকসংখ্যা সকলের চেয়ে বেশী, তথাপি বাংলা দেশকে অন্ত প্রত্যেক প্রদেশের চেয়ে বেশী কিংবা তাহার লোকসংখ্যার অনুষায়ী প্রতিনিধি দেওয়া হয় নাই, পরস্ত কয়েকটি প্রদেশকে লোকসংখ্যার অনুপাতে প্রাপ্য সংখ্যা অপেক্ষ অধিকসংখ্যক প্রতিনিধি দিবায় নিমিত্ত বাংলাকে সৰ্ব্বাপেক্ষা বেশী পরিমাণে স্তায্যংখ্যক প্রতিনিধি হইতে বঞ্চিত করা হইয়াছে, এবং অন্তান্ত কোন কোন প্রদেশকেও বঞ্চিত করা হইয়াছে । দশ নম্বর হ্যাঘ্য ব্যবস্থা এই, যে, আগ্ৰা-অযোধ্যা, মন্দ্রিীজ, বিহার, বোম্বাই, মধ্যপ্রদেশ-বেরার, আসাম ও উড়িষ্যায় মুসলমানের সংখ্যালঘু বলিয় তাহাদিগকে তাহাজের সংখ্যানুসারে প্রাপ্য প্রতিনিধি অপেক্ষা অনেক বেশী প্রতিনিধি দেওয়া হইয়াছে। কিন্তু বঙ্গে ও পঞ্জাবে হিন্দুর সংখ্যালঘু হইলেও, তাহাদিগকে অতিরিক্ত প্রতিনিধি

  • {{ প্ৰবাসী 39e

$NesR দেওয়া দূরে থাক, তাহাদের লোকসংখ্যা অনুসারে যত জন প্রতিনিধি প্রাপ্য হয়, তাহা অপেক্ষাও কম দেওয়া ङ्क्ष्ब्रोUछ् । r এগার নম্বর ন্তাধ্য ব্যবস্থা এই, যে, দেশীয় ও ইউরোপীয় খ্ৰীষ্টিয়ানদিগকে যে-ধে প্রদেশে স্বতন্ত্র প্রতিনিধি দেওয়া হইয়াছে, তথায় তাহাঁদের সংখ্যা অনুসারে যত প্রাপ্য হয়, তাহা অপেক্ষা বেশী দেওয়া হইয়াছে । আরও বিস্তর স্বব্যবস্থা বিলটিতে আছে । কিন্তু সকলগুলির উল্লেখ করিবার সময় নাই, স্থানও নাই । যাহা লিথিয়াছি, তাহাম্বারাই উহার স্বষ্টিকৰ্ত্তার বা স্বষ্টিকৰ্ত্তাদের নিখুত ন্তায়পরায়ণতা প্রমাণিত হইবে। ধন্য ব্রিটিশ স্বাৰ্থত্যাগ ! গত ৪ঠা জুন স্তর সামুয়েল হোর সাড়ে সাত বৎসর পুৰ্ব্বে ধে সাইমন কমিশনের কাজ আরম্ভ হয় তাহার উল্লেখ করিয়া পালেমেণ্টে বলেন – “Since then there had been no halt and no remission in our labours. Twenty-five thousand pages of report, 4,000 pages of Hansard, 600 ရွှံ့မြုံ့ ... by Mr. Butler aud myself, 15,50,000 words publicly spoken, written and reported bear, witness to the toil and tromble behind today's debate.” তাৎপৰ্য্য। সাইমন কমিশনের সময় হইতে আমরা খামি নাই, জামাদের পরিশ্রমে কোন বিয়াম হয় নাই। ২৫,••• পৃষ্ঠা পরিমিত রিপোর্ট, হান্সার্ডের ৪,••• পৃষ্ঠা পালেমেন্টের রিপোর্ট, মি: বাটলায়ের ও আমার ছয় শত বক্তৃতা, এবং সাড়ে পনর লক্ষ প্রকাপ্তভাৰে কথিত, লিখিত ও প্রতিবেদিত শব্দ আদ্যকার তর্কৰিতর্কের পশ্চাত্তী পরিশ্রম ও কষ্টস্বীকারের সাক্ষ্য দিতেছে । তিনি নিজেদের পরিশ্রমের এইরূপ একটা আত্মাঘাপুর্ণ বর্ণনা দিয়া তাহার পর পালেমেণ্টে বিলটার বিয়োধীদিগকে তাহাদের ধৈর্য্যাদি গুণের জন্ত ধন্তবাদ প্রদান করেন । তদনন্তর বলেন – “I hope our Indiau friends will note the devotion of the Imperial Parliament to Indian affairs— particularly the self-sacrifice of . many British public men of all parties who, following the example of Sir John Simon and his colleagues seven and a half years ago, sacrificed private , avocations, ... convenience and time in this Herculean task of building a constitntion for India.” তাৎপৰ্য্য। আমি আশা করি আমাদের ভারতীয় ৰন্ধুর ভারতৰীয় ব্যাপারসমূহে সাম্রাজ্যিক পালেমেন্টের আত্মনিয়োগ লক্ষ্য कब्रिरबन, विप्नद कब्रिब्रा जक्रा कब्रिप्दन मार्रुखानिक कांप्र्ष बांशृष्ठ সকল দলের সেই সব ব্রিটিশ লোকদের স্বাৰ্থত্যাগ র্যান্থার স্তর জন