পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

see প্রবাসী Sees ৰাসন, ঢাকার শাখ, রংপুরের সতরঞ্চ, মেদিনীপুরের ऊछेद्भ নীলরতন ধরের গবেষণা মাছুর, শ্রীহট্টের শীতলপাটি, ত্রিপুর জেলার বাশ এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক-বিভাগের প্রধান ও বেতের কাজ, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের , রেশমী কাপড় ও গোপীনাথপুরের ছিট তসরের কাপড় ও বাফতা— এইরূপ কত জিনিষ ক্রমশঃ লোপ পাইতেছে । বাংলা দেশের বাঙালী মুচি চামড়া কব-করা ও জুতা তৈরি করার কাজ হইতে তাড়িত হইতেছে। শ্ৰীযুক্ত সতীশচন্দ্র দাস গুপ্ত মহাশয় ট্যাংরার উল্পত অথচ অল্পমূলধনসাধ্য উপায়ে যে চামড়া কষ-করার কাজ শিখাইতেছেন, তাহ তাছার অন্ত অনেক কাজের মত অতীব প্রশংসনীয় । এক একটি করিয়া বঙ্গের নানা শিল্পের উল্লেথ ও বর্ণনা একটি দীর্ঘ প্রবন্ধেও করা কঠিন, “বিবিধ প্রসঙ্গে” ত হইতেই পারে না । সম্ভবতঃ মহাত্মা গান্ধীর সমিতির বঙ্গীয় শাখার ভারপ্রাপ্ত ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ মহাশয় একটি তালিকা প্রস্তুত করিয়া ফেলিয়াছেন । ভারতবর্ষে ও বঙ্গে এখনও কুটিরশিল্পজাত:যত সামগ্রী প্রস্তত হয়, তাহার অনেকগুলির বিদেশে কাটতি আছে ও হইতে পারে। আমেরিকার শিকাগো শহরে ভারতীয় গন্ধদ্রব্য ও ৰূপধুনা ব্যবসায়ী ডাঃ সতীশচন্দ্র ঘোষ কিছু দিনের জন্ত এদেশে আসিয়াছিলেন । তিনি আমেরিকা ফিরিয়া যাইবার আগে দেখা করিতে আসিয়া বলিতেছিলেন, কতকগুলি খুমুচি লইয়া যাইতে চান, ফরমাইস দিয়াছেন, যথাসময়ে পাইবেন কিনা বুঝিতে পারিতেছেন না । বিদেশে বে-সব জিনিযের কাটতি হয় বা হইতে পারে, তাহার বাজারের সন্ধান লওয়া ও দেওয়া গবষ্মেন্টের কর্তব্য, আমাদের বণিক- সমিতিগুলির কৰ্ত্তবা, এবং রপ্তানিব্যবসায়ীদেরও কৰ্ত্তব্য. বিহার-উড়িষ্যার গবন্মেণ্ট ঐ প্রদেশের শিল্পজাত দ্রব্যসমূহ বাহিরে বিকীর জন্ত ছাব্বিশ জন দক্ষ এজেন্ট নিয়োগ করিয়াছেন । র্তাহাদের চেষ্টায় তথাকার লক্ষাধিক টাকার জিনিষ ইউরোপ ও অষ্ট্রেলিয়ায় বিক্ৰী হইয়াছে । বাংলা-গবন্মেণ্ট কি করিতেছেন ? অধ্যাপক ডক্টর নীলরতন ধর গবেষণা ও পরীক্ষণ দ্বারা প্রমাণ করিয়াছেন, গো-শালার সার প্রয়োগ দ্বারা বা এমোনিয়াম সলফেট ( এক প্রকার নিশাদল ) প্রয়োগ দ্বারা যে-সব জমির উর্বরতা সম্পাদন করা হয়, তাহাতে গুড় প্রয়োগ করিলে উৰ্ব্বরতা হ্রাস পায় না, লুপ্ত হয় না, বরং বুদ্ধি পায় । কেন এরূপ হয়, তাহার রাসায়নিক কারণও তিনি প্রদর্শন করিয়াছেন - এই বিষয়ে আরও গবেষণা করিবার জন্ত অধ্যাপক ধরকে পাঁচ বৎসরের জন্ত ছত্রিশ হাজার টাকা দিতে আগ্রাঅযোধ্য প্রদেশের গবন্মেণ্ট ইস্পীরিয়্যাল কৌন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চকে অনুরোধ করিয়াছেন। ডক্টর ধর প্রশংসনীয় কাজ করিয়াছেন । র্তাহাকে উৎসাহ দেওয়া অবশুকর্তব্য । বঙ্গেও দু-এক জন রাসায়নিক গবেষক কাজ করিতেছেন। বাংলা-গবন্মেণ্ট তাহাদিগকে স্বয়ং কি উৎসাহ দেন, এবং কৃষিগবেষণার ইস্পীরিয়্যাল কৌন্সিল হইতেই বা কত টাকা সাহায্য আদায় করিয়া দেন বা তজন্ত সুপারিশ করেন ? অন্যান্য প্রদেশ হইতে বাংলা-সরকারের শিখিবার বিষয় আগ্রী-অযোধ্যা প্রদেশে শিক্ষিতদের মধ্যে বেকারসমস্ত সমাধানের জন্ত স্তর তেজ বাহাদুর সাপ্রকে সভাপতি করিয়া একটি কমীটি তথাকার গবন্মেণ্ট নিযুক্ত করেন। কর্মীটির সাক্ষ্যগ্রহণ ও অন্ত অনুসন্ধান শেষ হইয়াছে । স্তর তেজ বাহাদুর অন্ত কাজে বিলাত গিয়া সেখান হইতেও বেকার-সমস্ত সমাধানের হদিস সংগ্ৰহ করিতেছেন । ৰঙ্গে এরূপ কিছু হয় নাই । মধ্যপ্রদেশের গবন্মেণ্ট মদ্য বিক্রয় ক্রমে ক্রমে কমাইবার জন্ত উপায় নিৰ্দ্ধারণার্থ সরকারী ও বেসরকারী সভ্য লইয়া একটি কর্মীটি নিযুক্ত করেন। এখন তথাকার গবঙ্গেটি