শ্রণৰণ সখারাম বাবু মহামতি রাণাডে ও লোকমান্ত তিলকের একান্ত ভক্ত ছিলেন। স্বরাটের কংগ্রেস দক্ষযজ্ঞে পরিণত হইলে স্বরেজবাবু প্রমুখ মধ্যপন্থীরা বলেন যে, লোকমান্ত তিলকের অমুচরদের গুওমির জন্তই কংগ্রেসের স্বরাট অধিবেশন পণ্ড হইয়াছে, সুতরাং তিলককে নিলা করিয়া সংবাদপত্রে আন্দোলন করিতে হইবে । কবিরাজ ৮দেবেন্দ্রনাথ সেন ও ৮উপেন্দ্রনাথ সেন স্বরেক্সবাবুর মতাবলম্বী ছিলেন । র্তাহারা হিতবাদী"তে তিলকের নিজাস্থচক প্রবন্ধ লিখিবার জন্ত সখারাম বাবুকে আদেশ করিলে সখারাম বাবু হিতবাদীর সংস্রব ত্যাগ করেন। পশ্চিমের ষাত্রী g\,R हिडबांगैौ डाां८१ीब्र श्रृंब्र, उषांर्नेौख्न छांभंनांण करणछ बां छांउँौब्र বিদ্যালয়ে বাংলা ভাষা ও ইতিহাসের অধ্যাপকের কার্ধ্য গ্রহণ করেন। সেই সময় তাহার একমাত্র পুত্ৰ—পঞ্চমৰীয় जिंक्त बांलांछौ करणब्रl cब्रां८णं पञांक्लांख् इहेब्र भांब्र बांग्र । পুত্রবিয়োগের বোধ হয় দুই বৎসর কি আড়াই বৎসরের মধ্যেই সখারাম বাবুর পত্নীবিয়োগ হয়। শেষজীবনে সখারামৰাৰু বড়ই কষ্টে পড়িয়াছিলেন । পুত্ৰশোক ও পত্নীশোক, নিজের দীর্ঘকালব্যাপী পীড়া, অর্থকষ্ট প্রভৃতি র্তাহাকে একেবারে চুর্ণ করিয়া দিয়াছিল। তাহার শেষछौबटनब्र कथा षtन झहे८ण बङ्कहे कछे झग्न । পশ্চিমের যাত্রী জীমুনীতিকুমার চট্টোপাধ্যায় বোম্বাইয়ের পথে—বোম্বাই ইঞ্জিনের বঁাশী বাজল, বন্ধুদের বিদায়-কলরবের মধ্যে ট্রেন शंफ्ण । जैौ अब्र शृङ्ग-कछांब्र श्राऊँौरङ छूण निष्ठ এসেছিল ; লোকজন হৈ-চৈ দেখে এর সকলেই একটু ভ'ড়কে গিয়েছে, কিন্তু ছেলে-মেয়ের বাবার গলার ফুলের মালা পেয়ে মহা খুশী, তারা তাদের মায়ের পাশে নানা আত্মীয়-বন্ধু আর চেনা-অচেনা লোকের গাড়ীর কাছেই প্লাটফমের মধ্যে এক ধারে চুপ করে দ্বাড়িয়ে ; প্রণামের পাল একটু আগেই শেষ হয়েছে। ভীড়ের মধ্যে বহু शtङ क्रमांण नांफ़, कांक भूष श्रांब्र dळ्न यांब नl, त्रांश সেকেণ্ডের মধ্যেই, তবু ষ্টেশনের তীব্র আলোর মধ্যে বিস্তর রুমাল ন’ড়ছে—শেষ মুহূর্তটুকু পৰ্য্যন্ত প্রিয়জনকে ছুয়ে থাকবার কি অব্যক্ত আকুলি-বিকুলি থেকে বিদায়কালে এই রুমাল-নাড়ার রীতির উত্তৰ t ষ্টেশনের বিরাট লোহার আলোকিত গহবর থেকে বাইরের খোল মাঠের মধ্যে ট্রেন-অজগর ফেসি-ফোস করতে করতে গজরাতে१छब्रां८ठ cबब्रिएब्र श्र'ड़ण ? ७थन७ थॉनिक? •थ दिखर्जौद्र আলোয় উজ্জ্বল,—ষ্টেশনের ভিতরকার আলোক-কুও থেকে যেন কতকগুলো আলোর ফিনকি ছিটকে বেরিয়ে এসে আলোক-স্তম্ভগুলির মাথায় মাথায় জলছে । তের বছর পরে আবার পশ্চিম-যাত্ৰা । তখন ষে আশা-আকাঙ্কণ উৎসাহ নিয়ে গিয়েছিলুম, এখনও তার অনেকট আছে, কিন্তু জীবনে অনেক পরিবর্তন এসেছে, দৃষ্টি-কোণও কোনও কোনও বিষয়ে কতকটা বদলে গিয়েছে। ইউরোপে নানা রকমের উপজব ওলট-পালট চলেছে, তার দু-একটা জনশ্রুতি খবরের কাগজে আমাদের কাছে পৌছায় । সত্য সত্য কি ঘটিছে তা সেখানে থেকে না দেখলে বুঝতে পারা যাবে না ; কিন্তু সব তলিয়ে বোঝবার জন্ত সময় আমার কোথায় ? আমার প্রধান উদ্দেশ্য, আবার এক যুগ পরে ইউরোপের জ্ঞান-তপস্বীদের সংস্পর্শে আর একটু আসি, তাদের অনুপ্রাণনায় নবীন উৎসাহে নিজের কাজে আবার লেগে ঘাই ; আর সঙ্গে সঙ্গে ষে বিচিত্র আর অপ্রতিহত ভাবে মানুষ ইউরোপের বিভিন্ন দেশে আপনাকে প্রকাশ করবার চেষ্টা করেছে
পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।