পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাপানে কয়েক দিন ঐপারুল দেবী আমি, আমার বাবা, অমর স্বামী ও আমার মেয়ে, এই কয় জনে কলিকতা থেকে "সিদ্ধান' জাহাজে ১৪ই মার্চ জাপানের জন্ত ছড়িলাম। বি, আই, এস, এন কোম্পানীর ছোট জাহাজ ; তার কেবিনের মাপ দেখেই প্রাণটা ইপিয়ে উঠুল যে কি ক’রে ঐটুকুর মধ্যে বাস করা যাবে। কিন্তু অভ্যাস এমনই জিনিষ যে ১৬ দিন পরে হংকঙে যখন আমরা সে জাহাজ থেকে পি-এও-ও কোম্পানীর 'রাচি’ বলে মস্ত জাহাজে উঠলাম তখন মনে হ’তে লাগল এটুকু জায়গাই মানুষের প্রয়োজনের পক্ষে যথেষ্ট ছিল । রাচি জাহাজের লম্বা ও প্রশস্ত ডেকের পাশে পাশে বসবার ঘর, খেলবার ঘর, ধূমপানের ঘর, চিঠি লেখবার ঘর ইত্যাদি নানা-প্রকার ধরের ভিড়ে প্রথম কয়েক দিন আমি তো কেবলই হারিয়ে ({丐可日 যাহোক, আমরা কলিকাতা ছেড়ে রেমুন, fপনাং, সিঙ্গাপুর, হংকং এবং শাংঘাইয়ে থামত থামতে ১২ই এপ্রিল জাপানের প্রথম বন্দর কোবেতে এসে পৌছলাম। প্রায় এক মাস জাহাজে থেকে, ক্রমাগত সমুদ্র দেখে দেখে, আমরা छत्रांद्र छौद, उत्रांद्र नांभदtब्र सञ्छ ठाश्द्रि झूरग्न ऊँप्टैक्षिणांम, তাই প্রথম দিন জাহাজ আসতেই আমরা নেমে হোটেলে টলে গেলাম। ঐযুক্ত দাস কোবের এক জন পুরাতন বাসিন্দী, তিনি আমাদের আসবার সংবাদ পেয়ে বন্দরে মামাদের নিতে এসেছিলেন । তিনিই অনুগ্রহ ক’রে আমাদের হোটেলে পৌছে দিলেন, এবং যে কয় দিন কোবেতে ছিলাম, বথেষ্ট সাহায্য করেছেন। আগে শুনেছিলাম জাপানে অনেকেই ইংরেজী বোঝে, কিন্তু দেখলাম সেটা সত্য নয়। সাধারণ লোকে ইংরেজী বোঝেও

  • t ७ष९ cब{३ cए ऐंद्रकांब्र उों-७ भtन कrब्र न । उॉषां ময়ে তাই জাপানে আমাদের এত গোলমালে পড়তে ইয়েছিল যে ইউরোপের ফ্রান্স বা জাৰ্ম্মানী কোনথানে এ রকম হয় নি। আমরা কোবেতে ইয়ামাত্তে হোটেলে

جه صمد ياون গিয়ে নামতেই জাপানী মেয়ের ছুটতে ছুটতে এসে জাপানী প্রথtয় নত হয়ে অভিবাদন ক’রে আমাদের জিনিষপত্র ভিতরে জাপানী মহিলা নিয়ে গেল ও তখনই ফিরে এসে আমাদের ভিতরে নিয়ে গিয়ে বিশ্রম-কক্ষে বসিয়ে হলদে রঙের এক রকম জাপানী