838 কুমারী এম. শিম্পে লেস্ এনজিলিজে অলিম্পিক ক্রীড়ার বর্ষা-ছোড়া প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার কষ্টিয়াছেন ক’রে এত অল্প সময়ে এত উন্নতি সম্ভব হ’ল, তাই জানবার জন্তই জাপানে আসবার আগ্রহ আরও বেশী ছিল—কিন্তু সময় এত অল্প যে তার মধ্যে ওদের স্কুল-কলেজ, মন্দির, দোকান ইত্যাদি দেখাও সব হয়ে উঠল না। তবে টোকিওতে শ্ৰীমতী লীলা মজুমদার নিজে আমাদের সঙ্গে ক’রে জাপানী ভদ্র পরিবারের বাড়ি নিয়ে গিয়েছিলেন, জাপানী রেস্তে"রাতে খাইয়েছিলেন, জাপানের মস্ত ইণ্টারপ্তাশনাল লাইব্রেরীতে নিয়ে গিয়েছিলেন..তাই অত অল্প সময়ের মধ্যে, যতটা দেখা সম্ভব তা আমরা দেখতে পেয়েছি। ঐযুক্ত ও শ্ৰীমতী মজুমদার প্রায় পচিশ বৎসর জাপানে আছেন—জাপানী ভাষা তাদের মাতৃভাষার সামিল হয়ে গেছে । আমরা ভ না ভাষা বুঝি, না সেখানকার কোনো জায়গা চিনি— শ্ৰীমতী মজুমদারের সাহায্য না পেলে আমরা টোকিওতে যা-যা দেখিছি, তার অনেক কিছুই দেখা সম্ভব হ’ভ না । কোনও একটি জাপানী পরিবারের সঙ্গে আলাপ করবার আমার বড় ইচ্ছা দেখে তিনি স্থানীয় এক সম্রাস্ত পরিবার প্রৰণসী SN°●受 ♚यूख निमिङ्कब्र वांफ़ि श्रांभांप्नब्र निरब्र शिंtब्रश्रिणन । গৃহস্বামী তখন অনুপস্থিত ছিলেন ; গৃহকী ও তার বালিকা-কন্ত আমাদের বারবার অভিবাদন ক’রে ভিতরে নিয়ে গিয়ে বসলেন। জাপানী গৃহে সৰ্ব্বদাই জুতা খুলে ঢুকতে হয়। ওদের মাদুর-মোড়া ঘরের মেজেতে কোনথানে একবিন্দু ধুলা যাতে না যায়, তার জন্ত ও দর সাবধানতার অস্ত নেই। বাড়ির ভিতরটা এত আশ্চর্ষ। পরিষ্কার যে সেখানে বসে ভারী তৃপ্তি বোধ হয়। মেজের উপর বড় বড় তাকিয়ার আসন বিছিয়ে আমাদের জন্ত বসবার স্থান নির্দিষ্ট করা ছিল—তরই মধ্যে সব চেয়ে ভাল আসনটি গৃহস্বামিনী আমার বাবার জন্ত রেখেছেন বললেন । জাপানেও আমাদের দেশের মত বয়সের সম্মান অত্যন্ত বেশী—এটা দেখে এশিয়ার লীক আমর, ওদের সঙ্গে নিজেদের একত্ব অনুভব করলাম। অতিথিকে দেবতা জ্ঞান করা আমাদের দেশেরও ধৰ্ম্ম, তবে বাহিক আড়ম্বরটা জাপানে অত্যস্ত অধিক, তাই সেটা বেশী চোখে পড়ে । জাপানে অতিথিকে অভিবাদন করবার, সন্মান প্রদর্শন কুমারী মিছাত অলিম্পিক সম্ভৱণ-প্রতিযোগিতায় দ্বিতীয় इन यषिकाँड्र कब्रिब्रांरहन
পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।