পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ولما8:9 জাপানের পুঞ্জাখিণী এখানে না ব'লে থাকতে পারলাম না । কোন জিনিষের মধ্যে থেকে সে জিনিযকে বিচার করা বড় শক্ত—আমরা দেশের মধ্যে দেশেরই এক জন হয়ে থাকি ; দেশকে দেশবাণীকে আলাদা ক’রে দেখতে পারি না । এবার বিদেশী অবিহাওয়ায়, বিদেশী লোকের মাঝে নিজের দেশের লোককে যথার্থভাবে দেখবার সুযোগ পেয়েছি। তাঁর মধ্যে সবচেয়ে চোখে পড়েছে ভারতবাসীদের একাত্ত অতিথিবৎসলভা । হংকং-নিবাসী ত্রযুক্ত দেবের সঙ্গে स्रांभांtनग्न ¢कांननिन छांनtc*ांनी छिण न-पञांभब्र তার স্বদেশবাণী—জাহাজে যাচ্ছি সংবাদ পেয়ে তিনি ও র্তার স্ত্রী রাত্রে জাহাজে এসে আলাপ করলেন । তার পর প্রৰণসী మN98R সকালবেলা ঐযুক্ত দেব নিজের মোটর এনে আমাদেয় ধরে নিয়ে গিয়ে সমস্ত হংকং পাহাড় ও কাউলুন ব’লে আর একটি জায়গা প্রায় দেড় শত মাইল ঘুরিয়ে যা কিছু দর্শনীয় সব দেখালেন। আমাদের নিয়ে ব্যস্ত থাকবেন জেনে তিনি পূৰ্ব্বে হ’তেই সেদিনটা ছুটি নিয়েছিলেন। শ্ৰীমতী দেব সকাল এবং রাত্রি দুই বেলাই আমাদের জন্ত অনেক রকম দেশী তরকারী নিজে রান্না করেছিলেন ; আমরা দুই বেলাই তার কাছে খেলাম। আমার বাবা সাধারণতঃ কোনও নিমন্ত্রণ গ্রহণ করতে চা’ন ন. কিন্তু শ্ৰীমতী দেবের অনুরোধ তিনিও এড়াতে পারেন নি। তার পরদিন ভোরবেলা ক্রযুক্ত ও শ্ৰীমতী দেব দুই জনেই আমাদের জাহাজে এসে যতক্ষণ না জাহাজ ছড়িবার ঘণ্টা পড়ল ততক্ষণ ছিলেন, এবং এত করার পরেও যাবার সময়ে স্বামী স্ত্রী দু-জনেই বার-বার বলতে লাগলেন যে সময় অল্প তাই কিছুই করতে পারেন নি, যেন অপরাধ না নিই। যতক্ষণ না জাহাজ দৃষ্টিপথের বাইরে চলে এল, ততক্ষণ র্তারা সেই দ্বিপ্রহরের রৌদ্রে জেটিতে দু-জনে দাড়িয়ে ছিলেন। আমাদের দেশের এই অনাড়ম্বর ও আন্তরিক আতিথ্যের দৃষ্টান্ত যে কেবল এই একটিমাত্রই দেখেছি, তাও নয়—সিঙ্গীপুরে, কোবেতে টোকিওতে যেখানেই আমাদের ভারতবর্ষীয় কোনও লোক সন্ধান পেয়েছেন যে আমরা গিয়েছি সকলেই অযাচিত ভাবে এসে সৰ্ব্বরকমে সাহায্য করেছেন । এই থেকে বোঝা बाणांनौ मश्लिः अठिषि८क असिवांघमृ कब्रिrstइन