পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বা ক্ষতিগ্রস্ত হইয়াছে এ-বিষয়ে সন্দেহ নাই। প্রায় দেড় শত বৎসর হইল ব্রিটিশরাজের প্রথম রাজধানী কলিকাতায় অবস্থানের জন্ত পাশ্চাত্য উচ্চশিক্ষা সম্বন্ধে প্রেরণা, উৎসাহ ও সুবিধালাভ করিয়া বাঙালী ইংরেজী শিক্ষায় অগ্রণী হইয়াছিলেন ; কিন্তু ক্রমে সে সুবিধা ও সুযোগ ভারতের সর্বত্র পরিব্যাপ্ত হইয়াছে। জাতীয় সংস্কৃতিতে এবং নুতন সংস্কৃতি নিজস্ব করিয়া লইবার ক্ষমতার বৈশিষ্ট্যে বাঙালী জাতির স্থান অতি উচ্চে হইলেও বিশ্ববিদ্যালয়ের সাধারণ উচ্চশিক্ষায় ভারতের অন্যান্ত প্রধান জাতি অপেক্ষা অধিকতর উন্নতির দাবি বাঙালী আর বেশী দিন করিতে পরিবেন কি না সন্দেহ। কাৰ্য্যদক্ষতা ও কৃতিত্ব হিসাবে প্রবাসী বাঙ্গালীর উচ্চতর স্থান চিরস্থায়ী থাকিবে কিনা বলা সন্দেহ। অবন্ত প্রতিভা ও সবিশেষ যোগ্যতার বলে কতিপয় বাঙালী স্ব স্ব প্রবাসভূমিতে এখনও আইন, চিকিৎসা ও অন্তান্ত ব্যবসায়ে এবং স্বাধীন কাৰ্য্যে উচ্চ স্থান অধিকার করিতেছেন ও ভবিষ্যতেও করিবেন এইরূপ আশা করা ধায় । কিন্তু অল্পসংখ্যক প্রবাসী বাঙালীর ভাগ্যেই ভবিষ্যতে রাজকীয় উচ্চপদপ্রাপ্তির সম্ভাবনা আছে । অতএব, দেখা যাইতেছে যে প্রবাসী বাঙালীর পূৰ্ব্বগৌরবের ভিত্তির উপাদানগুলির মধ্যে ইংরেজী উচ্চশিক্ষায়, ক্ষমতায় ও রাজকীয় পদগৌরবে প্রাধান্ত ক্রমশঃ অন্তৰ্হিত হইতেছে ও হুইবে । বৰ্ত্তমানে প্রবাসী বাঙালীর পক্ষে সহপায়ে ও সসম্মানে ধনার্জনের নূতন স্বাধীন পন্থা উদ্ভাবন ও অবলম্বন করা নিতান্ত আবখ্যক হইয়াছে । বাঙালীর স্বাভাবিক কৰ্ম্মনিষ্ঠ ও সাধুতাদ্বারা উপার্জনের পন্থাগুলি সম্মানার্হ করিয়া রাখিতে হইবে ; এবং আমার বিশ্বাস যে বাঙালী আপন বৈশিষ্ট্যে প্রবাসে নিজ জাতীয় মৰ্য্যাদা ও শ্রেষ্ঠত্ব রক্ষা করিবায় জন্ত নূতন নূতন ক্ষেত্র উদ্ভাবন করিতে পরিবেন। এইরূপে পূৰ্ব্বগৌরবের ভিত্তির সংস্কার করিতে পারিলে বাঙালীর জাতীয় উচ্চসংস্কৃতির গৌরব প্রবাসেও অব্যাহত থাকিবে আশা করা যায় । - প্রবাসী বাঙালীর পূৰ্ব্বগৌরবের ভিত্তির তৃতীয় উপাদান নিজেদের মধ্যে ঐক্য ও সংহভি। কিছু দিন হইতে ইহা অনেক স্থলে শিথিল হইয়া পড়িয়াছে বা পড়িতেছে এরূপ এদথা যায় । আমাদের বর্তমান আর্থিক ও সামাজিক ও SNー3ー অন্তান্ত প্রকার অবস্থা-বিপৰ্য্যয়ের দিনে ঐক্য ও সংহতি আরও দৃঢ়তর হওয়া যে একান্ত প্রয়োজন এ-কথা বলা বাহুল্য। প্রবাসী বাঙালী-সমাজকে পুনরায় দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ করিবার জন্ত বিভিন্ন স্থানের বাঙালী-সমাজের নেতৃগণকে পারিপার্থিক সামাজিক অবস্থা বিবেচনা করিয়া যথাযথ উপায় অবলম্বন করিতে হইবে । প্রবাসে আমাদের পূর্ব গৌরবের ভিত্তির চতুর্থ উপাদান স্ব স্ব প্রবাসের প্রাক্তন জনসাধারণের সহিত প্রবাসী বাঙালীদের সম্ভাব ও তাহদের হিতকল্পে প্রবাসী বাঙালী নেতাদের নিঃস্বার্থ পরিশ্রম ও প্রচেষ্টা । যদিও প্রবাসী বাঙালী নেতাদের স্থানীয় জনসাধারণের শুভকামনা ও লোকহিতকর অনুষ্ঠানের উদ্দেশ্যে নিঃস্বার্থ ঐকাস্তিকী প্রচেষ্টার হ্রাস হয় নাই তথাপি সাধারণ প্রবাসী বাঙালীর মধ্যে কাহারও কাহারও মনে প্রাক্তন অধিবাসীদের প্রতি শুভেচ্ছা ও সহানুভূতির হ্রাস হইতেছে এরূপ লক্ষণ দেখা যায়। ইহা বস্তুতঃ অত্যন্ত পরিতাপের বিষয় । প্রবাসী বাঙালীদের কাহারও মনে যদি কোনও প্রকার আস্তপ্রাদেশিক অসদ্ভাব বা ঈর্ষার উন্মেষ হইয়া থাকে, সমস্ত আনুপূৰ্ব্বিক অবস্থা বিবেচনা করিয়া তাহ অঙ্কুরে বিনষ্ট করা প্রয়োজন । প্রাদেশিক সঙ্কীর্ণতা বাঙালী জাতির উদার স্বভাবের বিরুদ্ধ | জাত্যভিমানপ্রস্থত ঔদ্ধত্য পরিহার করা ও নিজ প্রেমদ্বারা অপরের দ্বেষভাব বিনষ্ট করা শ্রীচৈতন্তদেবের স্বজাতীয় বাঙালীরই পক্ষে সমীচীন । আমাদের বর্তমান আর্থিক অবস্থার অবনতি নিবারণের জন্ত নুতন উপায় উদ্ভাবনের কথা পূৰ্ব্বেই বলিয়াছি। এইরূপে বাঙালীর পূর্বগৌরবের ভিত্তির সংস্কার করিতে পারিলে বাঙালীর জাতীয় উচ্চসংস্কৃতির গৌরব প্রবাসেও অব্যাহত থাকিবে আশা করা যায় । আর এখন আমাদের পূর্বগৌরবের ভিত্তির অবশিষ্ট । উপাদান দুইটির অর্থাৎ চরিত্রের উৎকর্ষের এবং পরহিতব্ৰতে ঐকান্তিকী নিষ্ঠার উপর সবিশেষ গুরুত্ব আরোপ করা প্রয়োজন। প্রবাসী বাঙালীর পূর্বনেতার চরিত্রের যে উচ্চ আদর্শ স্থাপন করিয়া গিয়াছেন এবং তঁহাদের পদাঙ্ক অনুসরণ করিয়া খে-আদর্শ সাধারণতঃ প্রবাসী বাঙালী