পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وR\عواولا\ ঢাল ও বর্ষীধারী নগ্নপদ হাবসী সৈন্ত আমেরিকার পররাষ্ট্র-বিভাগের সচিব মিঃ ফিলিপ আমেরিকার মনোভাব ব্যক্ত করিয়াছেন ; শাস্তির মধ্যে এই বিবাদের মীমাংসা হউক ইহা তাহদের অভিপ্রায় ; এই ঘটনা প্রধানতঃ ইউরোপীয় সমস্তা ; মৃতরাং ইহাতে র্তাহারা হস্তক্ষেপ করিবেন না। সেক্রেটরী কর্ডেল হালও ইউরোপীয় প্রতিনিধিবর্গের সহিত এই বিষয়েরই না-কি আলোচনা করিয়াছেন। জাপানও আবিসনিয়ার সহিত সংশ্লিষ্ট আছে এইরূপ প্রকাশ পাইয়াছে। তবুও কিছুদিন পূর্বে এই দুই দেশের মধ্যে যে বৈবাহিকসম্বন্ধ ঘনীভূত হইবার সম্ভাবনা ছিল তাহা ইউরোপীয় শক্তিবর্গের বিরোধিতায় ছিন্ন হইয়াছে এবং জাপ-সম্রাটের হাবসীদের প্রতি যে সহানুভূতির কথা সংবাদপত্রে প্রকাশিত হইয়াছিল তাহ। সরকারীভাবে অস্বীকৃত হইয়াছে। "* প্রকাশুভাবে জাপানের নিকট হইতে , : সম্রাট অস্ত্র-আমদানীর জন্য চুক্তি । করিয়াছেন ; বোধ হয় সেই জন্ত । জাপানের বিখ্যাত “ব্ল্যাক ড্রাগন" সমিতি মুসলিনীর পরিকল্পনার তীব্ৰ । প্রতিবাদ জানাইয়াছেন ; তাহারই ফলে ইতালী ন-কি একটু দমিয়া গিয়াছে এবং রাষ্ট্র-সঙ্ঘের মধ্যস্থত মানিয়া লইতে রাজী হইয়াছে। তথাপি বর্তমানে মীমাংসার স্থানীয় গভর্ণর ও সম্ৰান্ত ব্যক্তিগণ কত্ত্বক রক্ষিত ইয়ূরেগুলার সৈন্তগণ ১ € ® ই কথাবার্তার মধ্যেও উভয় পক্ষই যথাযথ ভাবে যুদ্ধার্থ প্রস্তুত হইতেছেন। আবিসনিয়া না-কি সমরায়োজনে অধিকতর উৎসাহী বলিয়া মুসোলিনী স্থির করিয়াছেন যে আবিসনিয়ার সীমাস্তে আরও সৈন্য সমাবেশ করিতে হইবে । তদনুসারে আরও হাজার হাজার সৈন্যের তলব হইয়াছে। সম্ভবতঃ নয় লক্ষ সৈন্য যুদ্ধের জন্য প্রস্তুত। মুসোলিনী আপনার বিমানপোতে চড়িয়া ইরিটিয়া গমন করিবেন ও স্বয়ং সৈন্ত-পরিদর্শন ও সৈন্যগণকে উৎসাহ প্রদান করিবেন বলিয়া জানা গিয়াছে। বিখ্যাত আল্লাইনী সৈন্যদলকে আফ্রিকায় পাঠাইবার ব্যবস্থা হইয়াছে । বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিদ্যায় পারদর্শী ১৫ হাজার লোককে মজুত রাখা হইয়াছে এবং ১০ খানি সাবমেরিন নিৰ্ম্মাণের ব্যবস্থা হইয়াছে। বোমাবর্ষণকারী তিন শত বিমানপোত শীঘ্রই আফ্রিকায় রওনা হইবে । উক্ত বিমানপোতগুলি সহকারী-সমরসচিব জেনারেল ভালির অধিনায়কত্বে পরিচালিত হইবে ; বিমানপথ হইতে আবিসনিয়াকে অনায়াসে বিপৰ্য্যস্ত ... . . . . . . . of R:: - , সম্রাটের আহবানে সৈন্তদলে যোগ দিয়াছে । ইহার ইউরোপীয় যুদ্ধ-প্রথায় অশিক্ষিত