পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্ষামঙ্গল রবীন্দ্রনাথ ঠাকুর গান S বরষণ-মুখরিত শ্রাবণ রাতি । স্মৃতি বেদনার মালা একেলা গাথি । হায় আজি কোন ভুলে ভুলি আঁধার ঘরেতে রাখি তুয়ার খুলি, ” মনে হয় বুঝি আসিবে সে মোর তুখ-রজনীর সার্থী ॥ আসিছে সে ধারাজলে মুর লাগায়ে, নীপবনে পুলক জাগায়ে । যদিও বা নাহি আসে তবু বুথ আশ্বাসে ধুলি পরে রাখিব রে মিলন-আসনখানি পাতি ॥

মনে হোলো যেন পেরিয়ে এলেম অস্তবিহীন পথ আসিতে তোমার দ্বারে, মরুতীর হতে সুধাশু্যামলিম পারে । পথ হতে অামি গণথিয়৷ এনেছি সিক্ত যুর্থীর মালা সকরুণ নিবেদনের গন্ধ ঢালা, লজ্জা দিয়ে না তারে ॥ সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বলে, • পথহারানোর বাজিছে বেদনা সমীরণে । দূর ত’তে আমি দেখেছি তোমার ঐ বাতায়ন-তলে নিভৃতে প্রদীপ জ্বলে, আমার এ আঁখি উৎসুক পার্থী ঝড়ের অন্ধকারে ।