পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভগঞ্জ পরলোকে নিবারণচন্দ্র দাসগুপ্ত— নিবারণচঞ্জ দাসগুপ্ত পুরুলিয়া অঞ্চলে এক জন খ্যাতনামা কংগ্রেসকৰ্ম্মী ছিলেন। তিনি বহুদিন যাবৎ অমুখে ভুগিয়া সম্প্রতি ইহধাম ত্যাগ করিয়াছেন । তিনি সরকারী শিক্ষাবিভাগে উচ্চ বেতনে চক্রি নিবারণচন্দ্র দাসগুপ্ত করিতেম। এই চাকুরি ছাড়িয়; তিনি অসহযোগ আন্দোলনে শোগদান করেন। রাজনীতিক কায্যের সঙ্গে সঙ্গে সমাজ-সেবায়ও তিনি অগ্নিনিয়োগ করিয়াছিলেন। তিনি ছোটনাগপুরের আদিম অধিবাসীদের মধ্যে শিক্ষাবিস্তার ও সংস্কার আন্দোলন চালাইয়।ছিলেন। পরলোকে সত্যেন্দ্রপ্রসাদ বস্থ - সত্যেন্দ্রপ্রসাদ বসু সম্প্রতি পয়ল্লিশ বৎসর বয়সে পরলোকগমন দেশ-ৰিদেশের কথা—বিcদশ

  • S్నహి

করিয়াছেন। তিনি এক জন উদীয়মান সাংবাদিক ছিলেন। তিনি প্রথমে ফরওয়ার্ড ও অন্তান্ত খবরের কাগজের সম্পাদকীয় বিভাগে কাৰ্য্য করেন। পরে ইউনাইটেড প্রেসের অধীনে চাকৃরি লইয়। দিল্লী গমন করেন। দিল্লী ও সিমলা হইতে তিনি সংবাদ সরবরাহ করিতেন । দীনবন্ধু এগুরুজ প্রমুখ অনেক গণ্যমান্ত ব্যক্তি র্তাহার গুণমুগ্ধ ছিলেন। পরলোকে অশ্রীমতী দেবী— সঙ্গীতজ্ঞ শ্ৰীযুক্ত গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সহধৰ্ম্মিণ শ্ৰীমতী অশ্রুমতী দেবী পরলোকগমন করিয়াছেন । তিনি শিক্ষিতা ও অশ্রুমতী দেবী সঙ্গীতজ্ঞ ছিলেন। তিনি পুত্রকষ্ঠাদের ও অস্তম্ভদের সঙ্গীত-বিদ্য৷ শিথাইয়াছিলেন। তিনি ‘সঙ্গীত কৌমুদী নামক একখানি উচ্চাঙ্গের সঙ্গীত-পুস্তক লিপিয়া গিয়াছেন। - বিদেশ ম্যালেরিয়ার তত্ত্বানুসন্ধানে বাঙালী— পৃথিবীতে ম্যালেরিয়া রোগে সৰ্ব্বাপেক্ষ অধিক লোকের মৃত্যু ঘটে। ম্যালেরিয়ার তত্ত্বাঙ্গুসন্ধান ও তাহার প্রতিকার সম্বন্ধে আলোচনা করিবার জন্ত দুইটি প্রতিষ্ঠান আছে। একটি রোম নগরে ও অপরটি সিঙ্গাপুরে। সিঙ্গাপুরের গবেষণাগার লীগ অফ নেশন্সের কত্ত্বাধীনে পরিচালিত হইতেছে। প্রাচ্য দেশগুলির চিকিৎসকগণ