পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অশ্বিন পোনে অবস্থিত সেই মংপু গ্রামটি ভারি তিক্ত। এবং যদি মনে করেন, যে, সেখানকার প্রত্যেকটি মনুষও তদ্রুপ, তাহ হইলে আরও বেশী ভুল কর হুইবে । বাস্তবিক কিন্তু মংপু একটি অতি স্বন্দর ক্ষুদ্র গ্রাম। ইঙ্গর নৈসৰ্গিক শোভা অতি মনোহর। ইহার মনোজ্ঞতা এত অধিক, যে, প্রকৃতি-দেবী যেন ইহার প্রতি পক্ষপাতিত্ব করিয়াছেন, এইরূপ মনে হইতে পারে। ইহা সমুদ্রপৃষ্ঠ গুহঁতে ৪০০০ ফুট উচ্চ একটি পৰ্ব্বতের উপর অধিষ্ঠিত। দুটি নদী ইহার দুই দিক্‌ ধৌত করিয়া প্রবাহিত। কিছু দুরে তাহার মিলিত হইয়! বিশাল তিস্তার বক্ষে গিয় পুড়িয়াছে। দক্ষিণের দিকে দৃষ্টিপাত করিলে দেখা যায়, গুদায়তন জলরাশির মত বিস্তুত সমতল ভূমি দিগ বলয় স্বাস্থ প্রসারিত হইয়। রহিয়াছে। উত্তর, উত্তর-পূর্ণ ও উত্তরপশ্চিমে স্তরে স্তরে পর্বতমালা সজ্জিত হইয়৷ রহিয়াছে। তাহাদের মধ্যে মেঘশিশুগুলি লুকোচুরি খেলিতেছে —মনে হয় যেন পৰ্ব্বতশিখরসমূহও মধ্যে মধ্যে সেই ক্রীড়ায় যোগ দিতেছে । আরও উদ্ধে দৃষ্টিনিক্ষেপ করিলে, দেখিতে পাওয়া যায় । }বশেষত: মেঘমুক্ত দিবসে তুষারাবুত পৰ্ব্বতচূড়া একটির উপর একটি, তদুপরি আরও একটি মস্তক উত্তোলন পরিয়া দণ্ডায়মান, প্রাতে স্বযকিরণে উজ্জল বর্ণের মত ীেপ্যমান, সন্ধ্যার প্রাক্কালে রজতাভ। পৰ্ব্বতগাত্র অল্পৰ্ব্বর প্ৰসিাণসমষ্টি নহে, পরস্তু নানা উদ্ভিদের সমবায়ে নয়নানন্দদায়ক কেই মংপুর সিঙ্কোনাক্ষেত্র ও কুইনাইন কারখানা b~g‘A হরিদ্বর্ণে রঞ্জিত। রক্তাভ পত্ৰশোভিত বিস্তৃত সিঙ্কোনক্ষেত্রের পরেই নানাবিধ অন্যান্য বৃক্ষের অরণ্যানী, তাহার পর আবার সিঙ্কোনা-ক্ষেত্র, তাহার পর আবার বনানীর কত বনস্পতি, কত ক্ষুদ্রায়তন বৃক্ষরাজি, কত লতা, কত ফল ধর্শকের চক্ষুকে তৃপ্ত করে । স্থানটি শান্তিপূর্ণ ও নিস্তব্ধ । এখানে বড় একটি কারখানা প্রতিষ্ঠিত থাকিলেও কারখানাপ্রধান শহরের মত কোলাহল ও পাপ-অশুচিত। এখানে নাই । শ্রমিকরা এথানে ঘেযাঘেমি করিয়া কতকগুলা লম্বা চালায় থাকিতে বাধ্য হয় না। তাহার পরিবারী হইয়া বাস করে । প্রত্যেক পরিবারের আলাদা কুটার এবং আহাৰ্য্য উৎপাদন ও পশুপালনের জন্য তৎসংলগ্ন ভূখণ্ড আছে । ইহার প্রধানতঃ নেপালী । ইহাদের জীবনধাত্র-প্রণালী খুব সাদাসিধে। একবার প্রাতে ও একবার মধ্যাহ্নে কয়েক মুঠ ভাজা ভূট্ট এবং একটা বড় বাটি চ। ইহাদের প্রধান ভোজ্যপানীয়। অধুনা তাহারা—বিশেষতঃ নারীরH–পরিচ্ছদ ও বেশভূষায় একটু বেশী মন দিতে আরম্ভ করিয়াছে । সততা তাহাদের প্রধান গুণ । তাহার প্রধানতঃ হিন্দু, অল্পসংখ্যক বৌদ্ধও আছে। কালীপূজ। তাহাদের প্রধান পৰ্ব্ব । - মংপুর কুইনাইন কারখানার শ্রযুক্ত ডক্টর মনমোহন সেন কর্তৃক লিখিত ইংরেজী প্রবন্ধ অবলম্বন করিয়! এই প্রবন্ধ লিখিত হইল। মূল ইংরেজী প্রবন্ধটি মডার্ণ রিভিয়ুতে মুদ্রিত হইবে। ] -