পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b~\Lo প্রবাসী SNరి8= পক্ষিগৃহের অভ্যন্তর (আংশিক দৃষ্ঠ ) তাহ ফুটিয় উঠে,--শুধু যে রূপে, সঙ্গীতে, লীলাঞ্চিত গতিভঙ্গীতে ইহা ব্যক্ত হয় তাহনহে, দাম্পত্য জীবনের চারি পাশ্বের অভাব আকাঙ্ক্ষা লইয়া স্বাৰ্ণান্ধ পক্ষিমিথুন আত্মরক্ষাপ্রবৃত্তির তাড়নায় অপরিসীম হিংসাকলহপরায়ণ হইয় পড়ে। পার্থীর মধ্যে পরস্পর খাদ্যপাদক সম্বন্ধও আছে, আপাতদৃষ্টিতে ইহ অনেক সময় বুঝা যায় না । একবার ক্ষুদ্র জাতির ধনেশ ( Grey Hornbill ) সম্পর্কে ধারণা লইয়৷ আমাকে ঠকিতে ও ক্ষতিগ্ৰস্ত হইতে হইয়াছে। কতকগুলি ছোট পার্থীর সঙ্গে আমার পক্ষিগৃহের একটি সঙ্কীর্ণ প্রকোষ্ঠে তিনটি ধনেশ ছয় মাস যাবৎ রক্ষিত ছিল ; ছোট পার্থীর প্রতি তাহদের দুর্ব্যবহার ক্ষণেকের জন্যও আমি লক্ষ্য করিতে পারি নাই । তাহাদিগকে নিরীহ মনে করিয়া আমি পক্ষিগুহের প্রশস্ত হলটিতে নানা ছোটবড় বিহঙ্গের সঙ্গে একত্রে ছাড়িয়া রাখিতে যখন সাহসী হইলাম তখন আমার কণামাত্র সন্দেহ হয় নাই যে তাইারা তাহদের সুবৃহৎ চঞ্চুপুটে ছোট পার্থী ধরিয়া গিলিয়৷ থাইবে । অল্প দিনের মধ্যেই কিন্তু আমার এই নিদারুণ অভিজ্ঞতা লাভ হইল ; স্বচক্ষে যদিও আমি তাহাদিগকে পার্থী ধরিয়া গিলিয়৷ খাইতে দেখি নাই, প্রতি দিনই আমার ছোট পার্থীগুলির সংখ্যা হ্রাস পাইতে লাগিল। তাহদের মধ্যে অনেক মুঞ্জ পাণী ছিল, তাহার এমন ভাবে অন্তহিত হইতে লাগিল যে সেই ধনেশ ব্যতীত তাহার হেতু বুঝিয়া উঠা কঠিন। ধনেশকে পুনরায় স্বস্থানে আটুকাইয়া রাখার সঙ্গে সঙ্গে যখন আর কোন ক্ষতি ঘটিল না তখন চক্ষুষ প্রমাণাভাব সত্ত্বেও ধনেশকে দায়ী না করিয়া থাকা যায় না। পক্ষিপালনের অভিজ্ঞতা বাস্তবিক এক্ষেত্রে আমার প্রীতিকর হয় নাই। এইমাত্র জীবের জীবনসংগ্রামের উল্লেখ করিয়াছি। নৈশবিহারী, হিংস্র জীবজন্তু অন্ধকারের সুযোগ গ্রহণ করিয়৷ লোকচক্ষুর অন্তরালে আহার অন্বেষণে ঘুরিয়া বেড়ায়। আমার পক্ষিগুহের অভ্যস্তরে সযত্বরক্ষিত পাপীগুলি স্বতঃই এই সমস্ত জীবজন্তুর লোলুপ দৃষ্টি আকর্ষণ করে ; ইহার বাহির হইতে পাণীর ভীতি উৎপাদন করিতে সমর্থ হয়, অনেক সময় সম্বন্ত পার্থীগুলি স্থানভ্রষ্ট হইয়া ভয়ে প্রাণ হারায় । পক্ষিগৃহরচনায় গৃহের আভ্যন্তরীণ সাজসজ্জা পাগীর জীবনধারণের অন্তকুল বা প্রতিকূল হিসাবে যথেষ্ট বিবেচিত হইলেই চলিবে না, জীবের জীবনসংগ্রামের দিক হইতে পক্ষিগৃহের অভ্যস্তরে আহরনিরঙ্ক পাপী পক্ষিগুহের আভ্যন্তরীণ বাধাবিপত্তি সম্বন্ধে যেমন ভাবিয়া দেখা দরকার, বাহিরের পারিপাশ্বিকের মধ্যেও পক্ষিসংরক্ষণের প্রতিকূল উৎপাত ও বিপদের অবশুম্ভাবিতার প্রতিকার সম্বন্ধে অবহিত হওয়া আবশুক । অামার ব্যক্তিগত প্রতিষ্ঠানটি সম্পর্কে পক্ষিগৃহরচনার খুঁটিনাটি