পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

هو في سوا উপরে-ডেনের সাধারণ গু, মধ্যে—জলারসমূহ, নীচুে-পেষ্ট অফিস বে শুধু জল আর জল দেখে মনটা মাঝে মাঝে কি রকম করে । ২১শে জুন । এই দু-দিনের মধ্যেই আমরা কায়রো শহর দেখতে যাবার জন্য টিকিটের বন্দোবস্ত করে ফেললুম। দেশে যেখানে যা চিঠি পাঠাবার ছিল ১৯শে জুন তারিখেই জাহাজের পোষ্ট অফিসে জমা দিয়েছিলুম। জাহাজের যাত্রীদের এই সব দেখানো-শোনানোর বন্দোবস্ত টমাস কুক কোম্পানীই ক’রে থাকে। এর জন্য স্বতন্ত্র টিকিট জাহাজেই পাওয়া গেল। . জাহাজ সুয়েজ-খালে ঢুকলে, সেখান থেকে নেমে আমাদের কায়রো যাবার কথা ছিল । সেই জন্য রাত্রে খাবার পরসিনেমা দেথে শুতে যাবার সময় আমাদের কেবিন-বয়কে ডেকে বল্লুম, রাত্রে জাহাজ যখন হুয়েজ-খালে ঢুকবে সে যেন আমাদের ডেকে দেয়। * সে বললে জাহাজ এখনই স্বয়েভের কাছাকাছি পৌছে গেছে । কাজেই বিছানার মায় পরিত্যাগ ক’রে তাড়াতাড়ি একটা ছোট স্বটকেসে আমাদের দু-জনের ছাড়বার মতন জামা কাপড় ও দুইটি ছোট তোয়ালে, ছোট এক কৌটা মশল, একটি সাবান, ছোট এক শিশি আয়ডিন,গোট-কয়েক তুলেজড়ান কাঠি, এক শিশি হেয়ার লোশন, এক শিশি রোরোদক ও মাথার চিরুণী ও বুরুশ ইত্যাদি কয়েকটি জিনিষ নিয়ে, গরম কোট পরে ও হাতে ছাতা নিয়ে তৈরি হয়ে পোষ্ট আপিসের সামনে চেয়ারে বসে রইলুম। আমাদের মতন অনেকেই সেখানে তৈরি হয়ে দাড়িয়ে রইলেন। সঙ্গে কিছু. ঈজিপিয়ান টাকাকড়ি নেওয়া