পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*আরসোলাও পক্ষী” ? “অল্পবেতনভোগী । জাপানী প্রধান মন্ত্রীও মন্ত্ৰী” ? ভূদেব মুখোপাধ্যায় মহাশয়ের সম্বন্ধে একটি গল্প শোনা যায়, যে, তিনি স্কুল-ইন্সপেক্টররূপে একবার এক জন ধনী ও প্রভাবশালী জমিদারের সহিত দেখা করিতে যান। জমিদারটি বুঝিতে পারেন নাই স্কুল-ইন্সপেক্টর কি প্রকারের কৰ্ম্মচারী। পরে বেতনের কথা যখন স্বধাইলেন, তখন উত্তরে বুঝিলেন ভূদেব বাৰু দেড় জন বা ছু-জন হাকিমের বেতন পান। বেতনের পরিমাণ হইতে জমিদার মহাশয়ের ধারণা হইল ষে ভূদেব বাবুকে সন্মান দেখান উচিত। তখন মোড় জানিতে হুকুম হুইল ও ভূদেব বাবুকে বসিতে বলা হইল। এই গল্পটি সম্পূর্ণ বা অংশত সত্য বা মিথ্যা হইতে পারে। কিন্তু ইহা ঠিক, অনেকেই মানুষের বেতন বা অন্তবিধ আয় হইতে তাহার মূল্য ও মধ্যাদা নির্ণয় করে—বিশেষতঃ আমাদের মত দেশে । স্বতরাং ভাত্রের প্রবাসীতে (পৃ. ৭e• ) পাঠকেরা যখন পড়িলেন জাপান সাম্রাজ্যের প্রধান মন্ত্রীর বেতন মাসিক SC e o ĮR • • • টাকা, তখন . কেহ কেহ ভাবিয়া থাকিবেন, “এ আবার কি রকম মন্ত্রী, কি রকম প্রধান মন্ত্রী ? কথায় . বলে, “আরসোলাও পক্ষী, খৈও জলপান ! এও দেখছি তাই । মাসে বেতন ত পান দেড় ছু-হাজার টাকা--তিনি নাকি আবার প্রধান মন্ত্ৰী!” কেহ যদি এরূপ ভাবিয়া থাকেন, তাহা হইলে তাহার আরও বিস্ময়ের কারণ ঘটাইতে যাইতেছি । আমরা যখন ভাজের প্রবাসীতে জাপানী প্রধান মীর বেতনের পরিমাণ ঐরুপ লিখিয়াছিলাম, তখন আগে তাহার মাসিক বেতন ষে এক হাজার ইয়েন ছিল এখনও তাই জাছে মনে করিয়া এবং জাপানী মুত্র ইয়েনের > >8ー->リア বর্তমান বাজার-দর বিবেচনা না করিয়া লিখিয়াছিলাম। সম্প্রতি আমরা এ বিষয়ে কলিকাতায় জাপানের কন্সল জেনার্যালকে চিঠি লিখিয়াছিলাম। তিনি তাহার ২৮শে ও ৩১শে আগষ্টের চিঠিতে জানাইয়াছেন, যে, জাপানের প্রধান with coso, or tifos of: (“revised scale” ) অনুসারে, মাসিক ৮০০ ( আট শত ) ইয়েন। গত ৩১শে আগষ্ট কলিকাতার মুদ্রাবিনিময়ের বাজারে এক শত ইয়েনের দাম ছিল গড়ে ৭৮০ ( আটাত্তর টাকা চারি জানা ) । তাহা হইলে জাপানের প্রধান মন্ত্রীর মাসিক বেতন ৬২৬২ ( ছয় শত ছাব্বিশ ) টাকা । কলিকাতাস্থিত জাপানী কন্সলজেনার্যাল ইহাও জানাইয়াছেন, যে, জাপানের প্রধান মন্ত্রী বেতন ছাড়া কোন ভাতা পান না । জাপানের প্রধান মন্ত্রীর বেতন কম বটে, কিন্তু জাপানের শক্তি ও সম্মান কত অধিক ! জাপানের প্রধান মন্ত্রী মহাশয়ের বেতন এই রকম কমই বটে। কিন্তু বেতনের আয়তায় তাহার পদমৰ্যাদার কিছুই লাঘব হয় না । জাপান ষে শিক্ষায়, জ্ঞানে, বাণিজ্যে, শিল্পে, জলে স্থলে আকাশে আত্মরক্ষাসামর্থ্যে ও পরাক্রমে এবং রাষ্ট্রসমূহের মধ্যে সন্মানে এত বড়, তাহার একটা কারণই এই, যে, সেই স্বাধীন দেশে খুব বেশী দায়িত্বের দেশের কাজ করিবার নিমিত্ত ধোগ্যতম লোকও অল্প বেতনে পাওয়া যায়। র্তাহারা মাতৃভূমির সেবা করিয়াই ধন্ত । ভারতবর্ষের অবস্থা ভাবুন। - খাস জাপানের আয়তন ১,৪৭,৫৯৩ বর্গ-মাইল এবং লোৰসংখ্যা ৬,৪৪,৫•,••• । ভারতবর্ষের আয়তন ১৮,৪৮,৬৭৯ বর্গ-মাইল এবং লোকসংখ্যা ৩৫,২৮,৩৭,৭৭৮। জাপান স্বাধীন। ভারতবর্ষ ব্রিটেনের অধীন। ভারতবর্ষের গবক্সেণ্ট 2 彰 >