পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলা পৌষ মাসের গোড়ার | দিকের একটি সপ্তাহ ভারতের ' জাতীয় সপ্তাহ আগ পাইতে পারে । কারণ এই সপ্তাহে ভারতবর্ষে যেন । একটা জাগরণের সাড়া পড়িয়া যায়। ] ভারতের নানা সহরে এই সময়ে সভা-সমিতি ও সম্মিলনীর অধিবেশন হয়। বিশেষতঃ যেখানে নিখিল- , ভারত জাতীয় মহাসভার অধিবেশন হয়, সেই স্থানটি সভাসমিতির প্রধান কেন্দ্র হইয়া উঠে। এবার কানপুরে ; ; জাতীয় মহাসভার অধিবেশন হইয়া গিয়াছে—সেই অধিবেশনের সঙ্গে-সঙ্গে । गाबांबिनी बांश्छू. छषांबिरन९ निषिण-छांबठ ब्रtझेब्र भशनडांब गडी-छि (छांबूवांटन शृंशेठ क्रः श्रेष्ठ) 6 ՊաՑ কানপুর সহরের এক-অংশের সাধারণ দৃপ্ত সেখানে নানা প্রকারের প্রায় ৩৪টি সম্মিলনের বৈঠক বসে। আমরা এই ক্ষুত্র প্রবন্ধে কানপুর সহরের ও সেইসকল সভাসমিতির কিছু কিছু পরিচয় দিতে চেষ্টা করিব । কানপুর জাগ্ৰা-অযোধ্যা যুক্তপ্রদেশের এলাহাবাদ বিভাগের জন্তভূক্ত একটি সহয় । লক্ষ্মেী হইতে কুড়ি ক্রোশ দূরে দক্ষিণ-পশ্চিমে গঙ্গানদীর দক্ষিণ তীরে সহরটি অবস্থিত। সহরের নিকটবৰ্ত্তী নদীকূলে বহু ঈমার ও দেশী ডিঙ্গির সমাগম হয়, কারণ ইহা বর্তমানে উত্তর ভারতের প্রধানতম ব্যবসাকেন্দ্র। বহুদিন পূর্বে অযোধ্যা ও বাংলার অধিবাসিগণ উত্তর ভারতের অভিধানকারী:দিগকে বাধা দিবার নিমিত্ত এখানে একটি সেনানিবাস নিৰ্ম্মাণ করে । কানপুরের অতীত ইতিহাস অতি অল্পদিনের। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগেও কানপুর ও তৎপার্শ্ববর্তী স্থানসমূহ জনমানবশূন্ত প্রান্তর মাত্র ছিল । আহমানিক ১৭e• খৃষ্টাব্দে সচেষ্টীর রাজা হিন্দু সিংহ জন্মাষ্টৰ্মী উপলক্ষে গঙ্গা