পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] শ্ৰীমতী সরোজিনী নাইডু কিন্তু যে কবিত্বশক্তি আমি তাহার ও আমার মায়ের ( ম যৌবনে কয়েকটি চমৎকার গীতি-কবিতা রচনা করেন ) নিকট হইতে উত্তরাধিকার-স্বত্রে লাভ করিয়াছিলাম, তাহা অদম্য হইয়া উঠিল । আমার এগার বৎসর বয়সে একদিন বীজগণিতের একটি অঙ্ক লইয়া মাথ৷ ঘামাষ্টতে-ঘামাইতে একটি সম্পূর্ণ কবিতা লিখিয়া ফেলিলাম। সেই মুহূৰ্ত্ত হইতে আমার কাব্য-জীবনের इश्क्रjङट्टेज ।।' এই কবি-প্রতিভার প্রথম উন্মেষ যেন তাহার নিঝরের স্বপ্ন-ভঙ্গ’ । যে ধৈবী-শক্তি লইয়া ভিনি জন্মিয়াছেন, ভাগ এইবার বাহিরে অধিবার পথ খুজিয়া পাইল এবং তাহার কিশোর চিত্তের প্রবল অন্তভূতি লইয়াই তিনি কাব্য রচনা করিতে সুরু করিলেন । ইহার পর আর সন্দেহম’ত্র রঃি ল না ষে, সরোfজনাব কfবপ্রতিভা তাহার জন্ম- ও মজ্জাগত। র্তাহার হৃদয়-মালঞ্চে তখনই যেন কবিত্বের কোরক ধরিল, কিন্তু তাহা প্রস্ফুটিত হইল অনেক পরে। প্রবেশিকা পরীক্ষার পর তিনি ইংরেজী ভাষায় একটি ক্ষুদ্র নাটিকা—‘মেহের মুনির রচনা করেন । এই নাটকটি সম্ভবতঃ তাহার ফাসী শিক্ষার ফল। অঘোরনাথ তাহার প্রিয় কম্ভার এই প্রথম চেষ্টাটি সম্বত্বে প্রকাশিত করেন। এই নাটকের একখানি স্বগীয় নিজামের হাতে ১৮৯৫ সালে দেওয়া হয় । তিনি সরোজিনীর কবিপ্রতিভা ও মানসিক শক্তির পরিচয় পাইয়া তাহাকে উৎসাহিত করিবার জন্তু যে-কোনো প্রার্থিত পুরস্কার দিতে সম্মত হন। সরোজিনী বিদেশ যাইবার জন্য একটি বৃত্তি প্রার্থনা করেন । সদাশয় নিজাম বাহাদুরও র্তাহাকে বাৎসরিক ৩•• শত পাউণ্ডের একটি বৃত্তি দিয়া সম্মানিত করেন। সরোজিনী দেবী ১৮৯৫ সালে শিক্ষার্থী হুইয়া ইংলও যাত্রা করেন । মাত্র ষোল বৎসরের বালিকা সরোজিনী একাকী বিদেশ যাত্রা করিলেন—ক্টহা কম সাহসের পরিচয় নহে। বন্ততঃ তিনি ভয় কাহাকে বলে জানেন না । তিনি বোম্বাইয়ে একটি পরিচিত পরিবারের সক্ষলাভ করেন ও তাহাজের সঙ্গেই সমুদ্র যাত্রা করেন। সরোজিনী ইংলণ্ডে গিয়া ভারতহিতৈর্ষিণী বিখ্যাত মিস ম্যানিংয়ের কর্তৃভা ●"=○○ GRS ধীনে তাহারই বাটীতে থাকিবার স্বধোগ পাইলেন । এখানে বই বিখ্যাত সাহিত্যরথীর সমাগম হুই" । এইথানেই বিখ্যাত সাহিত্য-সমালোচক এডমাণ্ড গসের সহিত সরোজিনীর পরিচয় ঘটে ; ইনি পরবর্তী কালে সরোজিনীর কাব্যপ্রতিভা-উম্মেসে বিশেব সহায়তা করেন। এখানেই তাহার, নাট্য-সমালোচক উইলিয়াম অৰ্চার, পুস্তক-প্রকাশক হাইনমেন প্রভৃত্তিব সঙ্গে আলাপের স্বত্রপাত হয় । & Fitnagāts 5tētoitsita ষোড়শবর্ষীয় বালিকা সরোজিনী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রবেশাধিকার পাইলেন না। কারণ, অষ্টাদশ বর্ষ পূর্ণ না হইলে কাহাকেও এ সম্মান দেওয়ার প্রথা নাই। স্বতরাং বাধ্য হুইয়াই উহাকে লওনের কিংস কলেজে ভক্টি হইতে হইল। বয়স পূর্ণ হইলে তিনি কেমব্রিজের গার্টন কলেজে প্রবেশ করেন, কিন্তু ছাত্রজীবনের আইনকান্থনের মধ্যে জিনি যেন ইপিাইয়ু উঠিলেন এবং পাঠ্য পুস্তক ছাড়িয়া কবিতা চর্চা ও রচনায় কালাতিপাত করিতে লাগিলেন । অল্পদিনেই তাহার. দুৰ্ব্বল শরীর ভাঙিয়া পড়িল ও র্তাহার কেম্‌ব্রিজের শিক্ষা অকালে সমাপ্ত হইল।