পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ፃ8 প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩৩২ [२4न उभ, २ब १७ অনাচরণীয় জাতি নিত্য তাহার সম্মুখে পড়িতেছে, ऎशंब्रि बाष्ठांक्ष-वारश्ांब्र cभिश्च उांश्ांग्काङ्ग७ चाष्ठांङ्गব্যবহার রীতি-নীতি কেমন—এবং সমাজে তাহাদের স্থান কোথায়, সেসবই—কল্পনাবলে সে অনেকটা বুঝিয়া লইতে পারিত। যে-আকাঙ্ক্ষা লইয়া যে আজ এই বিশুদ্ধ জ্ঞান ও নিৰ্ম্মল চরিত্রলাভে সমর্থ হইয়াছিল, এইসব দেখিয়াশুনিয়া পূজাগৃহে যাইবার এবং রান্নাঘরে ঢুকিবার ছেলেবেলাকার সেই প্রবল আকাঙ্ক্ষাটা আপন হইতে তাহার হৃদয়ের কোন দূরদেশে যাইয়া থিতাইয়া পড়িয়াছিল। বরং এই ব্রাহ্মণ পরিবার ধে তাহার কত-কত অন্তায় ও অত্যাচার নীরবে সহ করিয়া তাহাকে ঘরের ছেলের মতন আদরে যত্নে মাতুব করিয়া তুলিয়াছেন, তাই ভাবিয়া নিয়ত তাহাদের চরণের ধূলি হইয়া থাকিতে डॉझांद्र हेछ् इहेष्ठ । কানাইলালের মুনে এইরূপ ভাবাস্তুর উপস্থিত হওয়ায়, সে এই ব্রাহ্মণ-পরিবারের কাস্থে সৰ্ব্বদা হীন জাতির মতন अभन गझल्लिङ श्झेब्रा . कनि:छ चाब्रछ कब्रिण cर, ७३ শিক্ষিত ও শিষ্ট যুবকের তেমন ব্যবহার পাইয়া সকলে লজ্জা পাইতেন। আপনার পদোচিত মৰ্য্যাদা ভুলিয়া অধস্তন কৰ্ম্মচারীদিগকে জাতির হিসাবে কানাইলাল যেরূপ সমাদর করিয়া চলিত, তাহাতে র্তাহারাই সময়সময় কুষ্ঠিত ও বিত্রত হইয়া পড়িতেন । বাগদী-জাতি নীচ, মনে-মনে ইহা ধারণা করিয়া লইলেও সে জাতি-হিসাবে যে কত নীচ—কত হীন তাহা স্বচক্ষে দেখিবার ও ভালো করিয়াবুঝিবার তাহার দৃঢ় সংকল্প ছিল। তাহার এই উচ্চ পদ এবং নিৰ্ম্মল চরিত্র এই দু’য়ে মিলিয়া-মিশিয়া'তাহাকে এ-বিষয়ে আরও অধিকতর অন্ধ করিয়ারাখিবার স্বযোগ দিয়াছিল ; কেননা গ্রামের কোনো লোকই কোনোদিন তাঙ্গার জাতি-সম্বন্ধে ঘাটাঘাটি করিয়া डांशब्र निकई cग}ि ~हे रुब्रिध्ना फूशिाउन ना। दब्र তাহাকে যথেষ্ট সম্রম ও সন্মান করিতেন । এবং সে যে স্বাক্ষণ-পরিবারের ঘরের ছেলের মতন প্রতিপালিত হইয়াও আপনার জাতির বিশিষ্টতাটুকু রক্ষা করিয়া চলিতেছে ইহা ভাৰিয়া সকলে বিম্বিত ও পুলকিত হইতেন। তাহার चाक्लङ्ग१ cशथिइ। cक्श्रे नृकिएउ गाब्रिाउन न ८६, ७३ যুবক তাহার জাতি স্বন্ধে নিতান্ত অন্ধ। । একদিন স্থধেন্দু কহিলেন, কানাই ! তুমি জমিদারির কাজকৰ্ম্ম সব দেখ ছ - অথচ তোমার নির্দিষ্ট আসনে তুমি বলো না। সাধারণ কর্মচারীদের মধ্যে ব'লে কাজকৰ্ম্ম দেখাশুনা করে—এমন করলে তোমার সন্মান ধাকৃবে কেন ? - কানাই হাসিয়া কছিল, "আঙ্গে সম্মান দিয়ে কি হবে ? কাজ চললেই হ’ল। ধারা আমায় সম্মান করবেন, র্তাদের প্রাপ্য সস্থানটুকু ন দিয়েও ত পারিনে।” স্বখেদু কহিলেন, “তুমি ছেলেমান্বষ, বোঝে না, এসব কাজে একটু রাশপসার রাখতে হয়।” কানাই কহিল, "কিন্তু নিজেকে সকলের কাছে একটা ভয়ের বস্তু ক’রে তোলাও উচিত নয়। তাতে অনেক সময় প্রাণের কথা প্রাণেই থেকে যায় - কাজ ভালো হয় না ।" স্বখেলু কিয়ংকাল নীরবে থাকিয়া কহিলেন, "ছখুড়োর স্বদের টাকাটা নাকি বেবাক ছেড়ে দিয়েছ ?” কানাই ক’ঃ ল, “ই। আসলই তার দেবার চাড় নেই। আমি নিজেই দেখেছি, পাচ-সাত দিন অন্তর তার প্রায়ই একআধদিন উপোষ খায়। তবে আসল টাকাটা পড়বে না। আমি পঞ্চাশ টাকা দিয়ে তাকে একখানা মুণীখানার দোকান করে দিয়েছি। তিনি লাভের টাকা থেকে মাসে-মাসে পাঁচ টাকা ক'রে আসলের বাব। দেবেন ।” স্বখেদু একটু হাদিলেন, কিছু বলিলেন না। মহেশ্বরীর গ্রাণেও একটা আন্দোলন উপস্থিত হইয়াছিল। কানাইলালের বয়স হইয়াছে- সে শিক্ষায় স্বভাবে সকল বিষয়েই কৃতী হইয়াছে। তাছাকে সংসারী করিতে মহেশ্বরীর প্রাণে প্রবল ইচ্ছা । কিন্তু অতি কদৰ্ধা चांफ्रांब्र-बादशद्र cश्-छाडिफ़ेब्र अश्-िभव्याघ्र छफ़िउ इदेशा আছে, তাহাজের গৃহ হইতে একটা ম্লেচ্ছ বস্তাকে জানিয়া কি করিয়া তাহার জীবনসঙ্গিনী করিয়া দিবেন ? সেই cभाग्न िस्वनि इहेउ ऊ cवश्व इझेउ । কানাইলাল মজুমদার-উপাধিই লিখিত। সেই