૨ প্রবাসী—বৈশাখ, ১৩৩২ [ ২৫শ ভাগ, ১ম খণ্ড ২৮ ডিসেম্বর ১৯২৪ সান ইসিড্রো পূর্ণতার সাধনায় বনস্পতি চাহে উৰ্দ্ধপানে ; পুঞ্জ পুঞ্জ পল্লবে পল্লবে নিত্য তার সাড়া জাগে বিরাটের নিঃশব্দ আহবানে, মন্ত্র জপে মৰ্ম্মরিত রবে । ধ্রুবত্বের মূৰ্ত্তি সে যে, দৃঢ়তা শাখায় প্রশাখায় বিপুল প্রাণের বহে ভার। তবু তার শু্যামলতা কম্পমান ভার বেদনায় আন্দোলিয়া উঠে বারস্বার ॥ দয়া কোরো, দয়া কোরো, আরণ্যক এই তপস্বীরে, ধৈর্য্য ধর, ওগো দিগঙ্গনা, ব্যর্থ করিবারে তায় অশান্ত আবেগে ফিরে ফিরে বনের অঙ্গনে মাতিয়ো না । একি তীব্র প্রেম, এ যে শিলাবৃষ্টি নিৰ্ম্মম তুঃসঙ্গ,— দুরন্ত চুম্বন-বেগে তব ছিড়িতে ঝরাতে চাও অন্ধ মুখে, কহ মোরে কহ, কিশোর কোরক নব নব ? অকস্মাৎ দস্থ্যতায় তারে রিক্ত করি নিতে চাও সৰ্ব্বস্ব তাহার তব সাথে ? ছিন্ন করি লবে যাহা চিহ্ন তার রবে না কোথাও, হবে তারে মুহূৰ্ত্তে হারাতে । যে লুব্ধ ধুলির তলে লুকাতে চাহিবে তব লাভ সে তোমারে ফাকি দেবে শেষে । লুণ্ঠনের ধন লুঠি সৰ্ব্বগ্রাসী দারুণ অভাব উঠিবে কঠিন হাসি হেসে ॥
পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।