পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 e প্রবাসী - বৈশাখ, లిలిపి মাকুয—কামান दैन्छ মৃত্যুদূত পশু-নর যত— খুজিতেছে অবিরত মরণ-মারণ ; হৃত-মঙ্গুষ্যত্ব চাহে মৃত্যু অকারণ ! মূহুৰ্ত্ত তিষ্ঠিতে নারে কেহ, তাড়না তোমার মোহু দুৰ্নিবার ফেলেছে মোহান্ধ বিশ্বে ঘোর ঘূর্ণাপাকে, শাজি, প্রেম, বন্ধুপ্রীতি পিছে প’ড়ে থাকে । এই তব গতিবেগ শ্রান্তিহীন প্রবাহের মাঝে আমি ব’সে অাছি মোর ভীত চিত্তে বাজে অতীতের বিশ্বভ-রাগিণী । হে সভ্যতা, হে কাল-নাগিনী তব বিষজাল বিশ্বদেহ করিছে জর্জর, তব ওষ্ঠাধর ম্পর্শ করিতেছে যাহা বিষ-দগ্ধ নীল তাহ;— মরিতেছে বিষাক্ত মরণ, যুগাস্থের শিক্ষাদীক্ষা লভিছে অনন্ত বিস্মরণ ! g সচকিত, উজলিত ত্যজিয়া প্রাস্তর বাহি’ পথ চক্রেতে মুখর অতীতের স্নিগ্ধ-স্মৃতি গঙ্গাতীরে দাড়াইকু আসি, নয়ন-সম্মুখে গেল ভাসি’ কত শত শতাব্দীর শ্রাম শাস্তু ছবি ! বিশ্বকবি ক্ষণেকের তরে শুনাইল অতীতের গান! অমনি শিহরি’ উঠে প্রাণ - স্বন্দরের দুৰ্গতি হেরিয়া ; গিরিকস্তা জাহ্নবীরে ফেলেছে ঘেরিয়া শুষ্ক কাষ্ঠ প্রস্তর কঠিন— স্মৃতি ক্ষীণ স্মরণে জানিছে তা’র অতীতের প্রিয় ইতিহাস । দেখিলাম দুই তীরে ফেলিতেছে কৃষ্ণ ধূম্ৰশ্বাস [ ২৫শ ভাগ, ১ম খণ্ড शङ्ख-टैंजडा श्रृङ অবিরত ধূম্রোদগারে—শুন্ত বক্ষ আকাশের কালো হয়ে আসে, শীর্ণগঙ্গা মান হয় ত্ৰাসে । ফিরিয়া আসিন্ধু আমি ক্লাস্তৰেহে চিন্তাশ্রান্তমনে বসি’ মোর ক্ষুদ্র গৃহ-কোণে চিত্তে ব্যথা জাগে— তীক্ষু দস্তাঘাতে তব পীড়িতের বক্ষরক্তরাগে ধরণী করিছ রাঙা, হে সভ্যতা, রাক্ষসী, দানবী ! করাল কবলে তব মানব মানবী এ উহার করে অকল্যাণ ধরাবক্ষ হয়েছে শ্মশান ; অবিশ্বাস ঘরে-ঘরে ; তোমার দুর্জয় ঝড়ে বিশ্বাসের দৃঢ় ভিত্তি করে টলমল ! হে বীভৎস, হে মহাপ্রবল, তব বাঞ্চী গর্জনের মাঝে রোগযন্ত্রণার আর দুর্ভিক্ষের হাহাকার বাজে । লোভীর লুন্ধত বাড়ে, শক্তিমান অশক্তের চিত্ত বিত্ত কাড়ে, দারিদ্র্য ফিরিছে পথে-পথে পিষ্ট নিপীড়িত হয়ে সৰ্ব্বধ্বংসী তব জয় রথে তোমার পেষণ-যন্ত্ৰ চলিছে নিয়ত ; ভাগ্যহত শ্রেমিকের দেহ-রক্ত-কণা বিন্দুমাত্র দেহে রহিল না ; পূর্ণ করি’ স্বরাপাত্র লুব্ধ বণিকের মিটাইছে তৃষ্ণ ক্ষণিকের । জাতিতে-জাতিতে আর সোদরে-সোদরে হানে পরম্পরে অবিশ্বাস-লুব্ধতার বিষাক্ত কুঠার । পরিপূর্ণ ভাণ্ডার যাহার নিতেছে সে ছলে বলে প্রবঞ্চনা মিথ্যার কৌশলে