»ፃ e প্রবাসী । [ ১ম ভাগ । যে, যদি কোন গ্ৰহ ভগ্ন হইয়া খ গুণ কারে পরিণত হয়, এবং ঐ সকল খ গুগ্রহ স্বর্যাকে বেষ্টন করিয়া পূৰ্ব্বকালীয় অখ গু গ্রকের দ্যায় চলিতে থাকে, তাহা হইলে সৌর জগতের যে স্থলে ঐ খণ্ডোৎপাত ঘটিয়াছিল, উক্ত প্রত্যেক থগু-গল্প স্ব স্ব আবৰ্ত্তন ক্ষেত্রে বিচরণ করিতে গিয়া, ঐ থা গুtৎপাত স্তল দিয়া গমন করিবে । অর্থাৎ সকল খণ্ডগ্রহের গতিপথ পরস্পরকে একই বিন্দুতে (যে বিন্দুতে খগুেtংপাত ঘটিয়াছিল, ) ছেদন করিবে । পঞ্চম ‘পলাতক’ আবিষ্কারের পর এ পণ্যস্ত দেখা গিয়াছে যে, তাহ|দের কক্ষপথ কোন এক বিন্দুতে পরস্পরকে ছেদন করিতেছে না । ইহা হইতে স প্রমাণ হয় যে, ক্ষয়ত গতিবিজ্ঞান মিথ্যা, নতুবা উপরোক্ত ক্ষুদ্র পলাতক’ জনন বিষয়ক निकोलु प्रिशा ! গতিবিজ্ঞান অকাটা সিদ্ধান্ত, অতএব তাহা মিথা নছে । কিন্তু উপরোক্ত সিদ্ধান্ত কল্পিত মাত্র ; অতএব তাছা পরিত্যাগ করিতে হইতেছে । যে পর্য্যন্ত অন্য কোন সিদ্ধান্ত প্রতিপন্ন করা না হয়, সে পৰ্য্যন্ত পলাতক’ ধরা যেমন চলিতেছে, তেমনই চলিতে থাকিবে । কেবল পাঠকগণ ইহা জানিয়া আশ্বস্ত হইবেন যে, যদি ও একটা মিথ্যা অভিযোগ সাজাইয়। এতগুলি পলাতক ধরা হইল, তথাপি পলাতক গুলি যে ধরা পড়িয়াছে এবং তাঁহার যথার্থ ই 'পলাতক’ ইহা কেহ অস্বীকার করিতে পারিবেন না । পুলিসের কায়দাই এরূপ যে, মিথ্য মোকদমাতে কোন আসামী ধরা পড়িলে, পরে তাহার অন্ত কোন অপরাধ সাব্যস্ত হইলে, প্রথম অপরাধ মিথ্যা বলিয়। সেই আগামী নিস্কৃতি পাইতে পারে না । নীতিবাদীরা যাহাই বলুন না কেন, জগতে মিথ্যার ও উপযোগিত রহিয়াছে । বিধাতার রাজ্যে একটা মিথ্য সমস্যা ও বৃথা যায় না ! আt কাশ হইতে যে সকল উল্ব ধরা তলে পড়িতে দেখ। গিয়াছে, তাহার প্রায়ই বিসদৃশ আকার বিশিষ্ট । ক্ষুদ্র গ্রন্থগুলিও, অপর গ্রহদিগের স্থায় বস্তু,লাকার কিম্ব। বৰ্ত্ত লাভালাকার ( Spheroidal ) ai q«tēņi, Gęstą ন্যায় বিসদৃশ আকার বিশিষ্ট দেখাইয় থাকে। একারণ ইহাদিগকে উল্কার সমজাতীয় মনে করা যায় । কিন্তু উল্কামালা যেরূপ ঝণক বান্ধিয়া আকাশে চলে, ইহার। তাহা না করিয়া পরস্পর স্বতন্ত্র ভাবে আপন আপন পথে ক্র্যাকে বেষ্টন করিয়া চলিতেছে, এই জন্য ইহা দগকে “গ্রহ” শ্রেণীভূক্ত করা হইয়াছে । ইহাদের ক্ষুদ্র কায় এবং সংপ্যার আধিক্য হেতু আমি ইহাদের “গ্রন্থকঙ্কর” নামকরণ কfরলাম । ইহাদের পথ এত জটিল যে কোন একটী “কঙ্কর” অপর বহুসংখাক "কঙ্করের” পথ অতিক্রম না করিয়া চলিতে পারে না । অথচ এই শত বৎসরের পর্যবেক্ষণ দ্বারা জান। যাইতেছে, যে, ইহার কখনও একটা অপটার গায়ে পড়িতেছে না । এইরূপ আশ্চর্য ঘটনা কেবল বিশ্ববিধাতার বিচিত্র বিধানেরই পরিচায়ক ! ঐঅপূৰ্ব্বচন্দ্র দত্ত । V বঙ্গসাহিত্যের দ্বিতীয় যুগ। নেত্ৰ সকল মহাত্মার চেষ্টায় বাঙ্গাল ভাষা ও বাঙ্গাল সাহিত্যের বর্তমান উৎকর্ম সাধিত হইয়াছে, তাহাদিগকে পাচটা শ্রেণীতে এবং তাছাদের যুগসমূহকে পঞ্চযুগে বিভক্ত করা যাইতে পারে । বৰ্ত্তমান বাঙ্গাল সাহিত্যের সৃষ্টির ইতিহাস, পুথী সৃষ্টির পৌরাণিক ইতিহাস অপেক্ষা অধিকতর আমোদ ও আনন্দজনক ; বাইবেলের “জেনেসিসের" সৃষ্টি প্রকরণ হইতে ইহা অধিকতর কৌতুকাবহ এবং অধিকতর প্রয়োজনীয় ; কিন্তু দুঃখের বিষয় বর্তমান প্রস্তাবে এই সকল বিস্তৃত কথার বিশদরূপে আলোচনা করিবার স্থান এবং সময় নাই । আমরা কেবল দ্বিতীয় যুগের একটা সংক্ষিপ্ত বিবরণ দিবার জন্তই এই প্রস্তাবের অবতারণা করিয়াছি। যাহাদিগকে আমরা কবিওয়াল, যাত্রাওয়াল, তজ্জাচ"র, ঝুমুরওয়াল, কথক, পাচালিকার প্রভৃতি উপাধিতে অভিহিত করিয়া থাকি, বঙ্গসাহিত্যের দ্বিতীয় যুগের র্তাহারাই অধিকৰ্ত্তা। ঝুমুর, তর্জা, “কবি” প্রভৃতির নামে অনেকেই বিরক্ত হইতে পারেন, সত্য ; বিরক্ত হুইবার কারণও আছে, স্বীকার করি ; কিন্তু ইহারা বাঙ্গাল ভাষা ও বাঙ্গালা সাহিত্যের উৎকর্ষ সাধন পক্ষে-বাঙ্গ+ লীর চিন্তাশীলতা বৃদ্ধি করিবার পক্ষে - যে সহায়তা কল্পিয়াছে, তাহার সহিত তুলনায় ইহার সামান্ত অশ্লীলতা
পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/২১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।