৫ম সংখ্যা । ] প্রবাসী । २ ०१ এবং খনিজান্বেষণ’ বিষয়ক প্রবন্ধদ্বয়ের বিশেষ প্রশংসা ও ক্ষুদ্রকায় হইতেছে। গাভীরাও পূর্বের মত অধিক পন্ধি করিয়াছেন । আমাদের দেশে দয়ার অভাব নাই । কিন্তু অনেক সময় ইহা জীবনের সকল বিভাগে সমভাবে পরিলক্ষিত হয় না । হিন্দুস্থানে হিন্দু ও জৈনদিগের মধ্যে পিপীলিকাদিগকে খাদ্যদানের রীতি প্রচলিত আছে । এপ্রদেশে অনেকের বিশ্বাস সহস্র পিপালিকাকে ভোজ্য দানে সহস্র ব্রাহ্মণ ভোজনের ফল হয় । প্রাতে অপরাঙ্গে পথের ধীরে প্রায়ই কোন না কোন লোককে কিছু চিনি বা আট। লষ্টয়া পিপীলিকার গৰ্ত্ত খুজিতে ও তাছার নিকটে উছা কিন্তু তারাই হয়ত দ্বারে ছড়াইলা দিতে দেখা দায় । ভিক্ষুক দেখিলে বিরক্ত হন, চাকর বাকরের সহিত কর্কশ ব্যবহার করেন, গৃহপালিত পশ্বাদির যত্ন করেন না । শেষোক্ত বিষয়ে বাঙ্গালীরা বোধ হয় এদেশের লোক অপেক্ষাও অধিক নিলাহ । গোবধ মহাপাতক বলিয়া পরিগণিত, কিন্তু অযত্নে ও অনাহারে যদি গোর মারা যায়, তাহা হইলে তাহাতে নিষ্ঠুরতা বা পাপ হয়, কয়জন বাঙ্গালী কৃষক বা গৃহস্থ এরূপ মনে করেন ? এই কারণে আমাদের দেশে গবাদির সংখ্যা কমিতেছে, তাহারা দুৰ্ব্বল মাণে দুগ্ধ দেয় না । ভারতবর্ষের দারিদ্র্যের ইহা ও একটি পরোক্ষ কারণ । আমরা দেখিয়া সুখী হইলাম যে Annalen der Chemie নামক সুপ্রতিষ্ঠিত জৰ্ম্মান রাসায়নিক পত্রে অধ্যাপক প্রফুল্লচন্দ্র রায় মহাশয়ের পারদঘটিত গবেষণা ও আবিক্রিয়া সমূহের একটি বৃত্তান্ত বাছির হইয়াছে । এই পত্রের সম্পাদকগণ বিখ্যাত রাসায়নিক । তাহারা অধ্যাপক রায়ের গবেষণা ও আবিক্রিয়া সমূহের অপূৰ্ব্বত্ব স্বীকার করিয়াছেন। বরোদার মহারাজা ঐসয়াজীরাও গায়েকোয়াড় একজন আদশ দেশীয় নুপতি কোন কোন বিষয়ে তিনি ইংরাজ গবর্ণমেণ্টকে ও পশ্চাতে ফেলিক্স যাইতেছেন । তিনি গত বৎসর বিলাত হইতে ফিরিয়া আসিয়া বারশত নুতন বিদ্যালয় স্থাপন করিয়াছেন । তাহার ইচ্ছা আছে, ক্রমে ক্রমে পাশ্চাত্য অনেক সুসভ্য দেশের স্যায় নিজ রাজ্যে সকল প্রজাকেই শিক্ষালাভ করিতে বাধ্য করিবেন, এবং বিনাবেতনে সকল ছাত্র ও ছাত্রীকে প্রাথমিক শিক্ষা দিবেন । র্তাহার রাজ্যে শিল্প শিক্ষার জন্ত কলাভবন এবং সাধারণ উচ্চশিক্ষার স্ববন্দো বস্ত আছে। মহারাণী বালিকাদের শিক্ষাদানে বদ্ধপরিকর । বরোদারাজ্যে কৃষিব্যাঙ্ক স্থাপিত হুইয়াছে । ইহার সাহায্যে একদিকে দরিদ্র কৃষকগণ চাষ বাস করিক্তে সমর্থ হইবে, অপর দিকে সুদখোর মহাজনদিগের হস্ত হইতে পরিত্রাণ পাইবে । সমাজসংস্কার কার্য্যেও মহারাজ खडौ झहेग्रांtछ्न । ङिनि प्रब्रांtछ, दिक्षदांविवाह आहेनসঙ্গত করিবার চেষ্টা করিতেছেন । یا بیسویپبہت بہم ہم -- ستم ، ممماسہ ۔
পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/২৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।