£、芷 fyyá☾ *ಿಚ್ಟೆ! জগতের মাঝে শ্রেষ্ঠ গোলাপরতন, যাহার মাধুর্য্যে মুগ্ধ এ তিন ভুবন ॥ বিধাতার স্বস্ট আরো নানা ফুল আছে, কিন্তু সবে হার মানে গোলাপের কাছে ॥ একাধারে রূপ গুণ কিছুতেই নাই, যাহার তুলনা দিয়া গোলাপ বুঝাই । মনোমুগ্ধকর গন্ধ ; প্রতিফুল্ল হার, প্রেমিকের উপহার প্রেম-পারাবার ॥ দেব-পূজা বিবাহাদি শুভকাৰ্য্য যত, সকল কাজেতে আছে গোলাপ নিযুত ॥ সব জাতি সমভাবে গোলাপেরে হেরে, বিশেষ ইংরেজ তারে বড় স্নেহ করে ॥ বৈদ্যনাথে মেল থামে গোলাপের তরে, ঠিকানা— বাগান, মানিকতলা, কলিকাতা । গাজীপুর ইস্তাম্বুলে ( কনষ্টাণ্টিনোপল) সবাই অাদরে ॥ ঔষধেও গোলাপের আদর সমান, গুলকন্দ, গোলাপজল বিশেষ প্রমাণ ॥ নিত্য উপকারী বস্তু গোলাপ যখন, বাগানে রাখহ তারে করিয়া যতন ॥ রোপণের এই হয় প্রশস্ত সময়, হেলায় বসিয়া দিন করিও না ক্ষয় ॥ পারিজাত নাশরিতে পাইবে কলম ॥ সাড়ে তিন শত আছে বিভিন্ন রকম। সবিশেষ বিবরণ জানিবার তরে, নাম ধাম স্পষ্ট করে জানাও আমারে ॥ ঘরে বসি বিনামূল্যে কর দরশন, সুন্দর তালিকাবহি নয়ন-রঞ্জন ॥ অফিস হারিংটন ষ্ট্রট, কলিকাত । সত্বাধিকারী—ঐসুশীলচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এফ, জার, এইচ, এস
পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/২৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।