পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/২৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ, ৭ম সংখ্যা । ] ●धंबांजौ । ૨ર છે রাজার মৃত্যু। সেই অভিশাপ আজি ফলিবে নিশ্চিত, কছি বিবরণ তার, শুন সবিস্তরে । রাম-নিৰ্ব্বাসনের বণ্ঠ রজনীতে মহারাজ। দশরথ রামের জন্ত বিলাপ *বহু দিবসের কথা কহি, রাণি ! তোমা । করিতে করিতে কৌশল্যার গৃহে প্রাণত্যাগ করেন। ] ছিমু যবে যুবরাজ গৰ্ব্বিত, উদাম, ষষ্ঠ রজনীতে নৃপ অতীব কাতর, ८षोदःनब्र भमख८झ, निब्रभ्रूंश्यः, शनि, রামের প্রবল শোকে কণ্ঠাগতপ্ৰাণ ; মদমত্ত করী সম, তোমারে তখন কাতরা কৌশল্য রাণী, সশঙ্কমানস, করিনি বিবাহ ; সদা কামের উন্মাদে সাধ্যমতে তুষে নৃপে প্রবোধ বচনে । ফিরিতাম বনে বনে, মৃগের পশ্চাতে, নীরব, নিস্তন্ধ সব, গভীরা যামিনী ; মৃগয়াতে রত মন । সেই পুরাকালে, নিশি জাগরণে ক্লান্ত ঘুমায় সকলে ; নিদাঘের অস্তে যবে একদা তপন কেবল কৌশল্য জাগে বসি পতিপাশে, তাপিয়া ধরণী বক্ষ গেল অস্তাচলে, বিনিদ্র কাতর চক্ষে, আকুলিত মনে । ছাইল করাল মেঘ আকাশমণ্ডল সহসা উঠিল পুনঃ শোকের উচ্ছ,াপ সুপ্রসন্ন, দেবাসুর সংগ্রামের কালে, নৃপতির বক্ষোমাঝে ; ঝটিকার দিনে, অসুরবাহিনী যথা বৈজয়ন্ত ধাম ঝঞ্চাবায়ু বহে ঘথা রহিয়া রহিয়া, বেড়িলা ভীষণ দপে, ত্রাসিয়া অমরে ! ভীষণ প্রবল বেগে, উলটি পালটি’ অ’াধারে আচ্ছন্ন দিক্‌, চমকে চপল বৃক্ষলতা, পুষ্প-ফল-পল্লব ছি'ড়িয়া । মুহুমুহু, ভীমরূপে ঝলসি নয়ন। আছাড়িয়া পড়ে ভূমে তেমতি নৃপতি বজের নির্ঘোষে কাপে চকিত ধরণী ; শোকের আবেগে ; হায়, কাদে মুক্ত রবে সভায় আশ্রয়মুখে ছুটে হাম্বারবে “হ রাম, হা রাম” বলি ; কৌশল্য মহিষী উদ্ধপুচ্ছ গাভী ; নীড়ে লীন বিহঙ্গম ; তুলে ধরে নৃপবরে নিজ বক্ষোপরে, রুদ্ধগৃহে নরনারী সশঙ্ক মানস t উত্তপ্ত অশ্রুর ধারা বরষি নীরবে । ক্ষণপরে মহারব তুলিয়। ঝটিকা ক্ষণকাল পরে রাজা লভিয়া চেতন বৃষ্টি বজ্রনাদ সহ, আসিলা সবেগে, বাম্পাকুল নেত্রে বলে, “হ প্রিয়ে মহিলি ! নোয়াইয়। তরুশির, শাখা আন্দোলিয়া । বৃথা তব যত্ন চেষ্টা, বৃথা এ প্রয়াস ; মূষলের ধারে বৃষ্টি পড়ে অবিরাম । রাম-শোকে আর আমি বাচিব না, হায়, চপল চমকে ঘন, নিনাঙ্গে অশনি হেরিব না এ জীবনে আর প্রাণাধিক । ভীমরাবে, কৰ্ণে নাহি পশে আন্তরৰ । কমললোচন রামে, নয়নাভিরাম । মুহূর্তে হইল পৃথী যেন জলময়ী ! শুনিব না কৰ্ণে আর সুমধুর ৰাণী উখলি উঠিল বাপী, দীর্ঘী, সরোবর ; রামের বদন হ’তে, ৰেণুরব সম । ক্ষুদ্র গিরিনদীচয় স্ফীতবক্ষে ছুটে রামশোকে প্রাণ মম বাহিরিবে আজি, কর্দমাক্ত জল বহি, সরযু সঙ্গমে, এ দেছ পঞ্জর ছাড়ি, কছিন্থ নিশ্চিত । মহোরগসম, যেন গৈরিকরঞ্জিত ! উদিল মানসে, দেৰি, সহসা আমার, - ধারাপাতে গিরিগাত্ৰ হ’য়ে জলময়, ঋষি-অভিশাপ, হায়, কঠোর ভীষণ, উচ্চতেীয়রাশি সম শোভিলা অদূরে ! इकृठिब्र कण मम, गूक चन्नहिंठ । “খামিল বৃষ্টির ধারা পৃথী শীতলিয়া ।