পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/২৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&9● সহমৃতা হইবার জন্ত আদেশ করিয়া যায়, কিম্বা নিজের উত্তরাধিকারাদিগকে বলিয়া যায় যে, যেন তাহারা তাহাকে সহমৃতা হইবার জন্য জেদ করে।” “৭ই ফেব্রুয়ারী । অদ্য প্রাতে গবৰ্ণরের দরবারে উপস্তিত হইবার জন্ত কলিকাত। গিয়াছিলাম । ইহাতে কলিকাতার প্রধান প্রধান দেশী লোক, এবং দেশীয় রাজাদের “উকীল”দের উপস্থিত থাকি বার কথা । * * * আমরা এইরূপ আরও অনেক লোককে অতিক্রম করিয়া গেলাম, যাহার কেবল দ্রুত নয়, অধিকন্তু সুন্দরন্ধপে ইংরাজী বলিতে সমর্থ। ইঙ্গাদের মধ্যে আমরা বাবু রামচন্দ্র রায় ও তঁtহার চারি ভ্রাতাকে দেখিলাম । তাহারা সকলেই সুন্দর, পুণ্ঠদেহ, দীর্ঘকায় পুরুষ । জ্যেষ্ঠ ভ্রাতা শীঘ্রই কৰ্ম্মনাশা নদীর উপরে শেক্সপীয়র সাহেবের অন্যতম রজুসেতু নিৰ্ম্মাণ করিবেন ।” ইহাদের বংশধরেরা এখন কোথায় বাস করেন ? কৰ্ম্মনাশার উপর এই সেতু নিৰ্ম্মিত হইবার পর হীধর লেখেন যে, এই জনহিতকর কায্যের জন্য রামচন্দ্র স্বদেশবাসীদিগের অনুরাগভাজন হইবেন । ইহাতে যে কেবল লোকদের যাতায়াতের সুবিধা হইবে, তাহ নয়, তীর্থযাত্রীদিগের এক মহা উদ্বেগ নিবারিত হইবে । “এই নদীটির নামের ‘অর্থ সংকৰ্ম্ম বিনাশকারী । পুরাকালে একজন তপস্বী তপস্তাবলে ইন্দ্র ত্ব অপেক্ষা ও উচ্চ স্থান লাভ করেন । কিন্তু শিব তাহাকে উদ্ধপদ ও অধোমুখ করিয়া স্বৰ্গ হইতে মৰ্ত্তো নিক্ষেপ করেন । কিন্তু তাহার তপস্যার প্রভাবে অদ্ধ পথে আসিয়া ঠিকৃ এই নদীটির উপর তিনি শূন্যে ঝুলিতে থাকেন । তাহার মুখনিস্থত নিষ্ঠ বন এই নদীর জলে পড়িয়া ইহাকে এরূপ অপবিত্র করিয়াছে, যে, কেহ যদি ইহাতে স্নান করে বা ইহা স্পশ করে, তাহা হইলে সে তাহার সমুদয় পুণ্য কম্মের ফল হইতে বঞ্চিত হয়, অথচ পাপের সম্পূর্ণ ফলভাগ থাকিয়া যায় । অনেক সুবিখ্যাত তীর্থস্থানে যাইতে হইলে ইহা পার হইতে হয় । যে সকল ব্রাহ্মণকে ইহা পার হইতে হয়, তাহার। অত্যন্ত ভীত হন। র্তাহার} কখনও মানুষের কাধে চড়িয়া, কখনওবা নৌকা করিয়া ইহ পার হন । কিন্তু তৎকালে এক বিন্দু জলও ছিটা প্রবাসী । ASAAAAS AAASASAeMASAeAAA AAAA SAAAA AAAA AAAA SASAASAAAS ইয়। তাছাদের গায়ে লাগিলে তাহাদের নিরঙ্কগমন ধ্রুব বলিয়া মনে করেন । কৰ্ম্মনাশাতীরবাসী নাবিকদের মনে এরূপ কোন কুসংস্কার নাই।" “আমার অনুপস্থিতিকালে একটি কৌতুককর ঘটন। ঘটিয়াছিল ; আমার স্ত্রীর মুখে শুনিলাম । বাঙ্গালীদের চরিত্রে যে ভীরুতা আছে বলিয়ী বোধ হয়, ঘটনাটি তাহারই একটি দৃষ্টান্ত । কোচম্যানেরা আমার সহিত কলিকাত যা ওয়ায় ঘোড়াগুলা অলসভাবে বসিয়াছিল । এই জন্ত আমার স্ত্রী সহিসদিগকে ঘোড়া গুলাকে টহলাইয়া আনিতে বলেন । তাহদের অনিচ্ছা বুঝিতে পারিয়া অামার স্ত্রা জিজ্ঞাসা করিয়। জানিতে পারিলেন যে, তাহার ঘোড়া গুলাকে টহলাইতে ভয় পাইতেছে । তিনি জেদ করায়, তাহার ঘোড়া গুলাকে আস্তাবল হইতে বাহিরে আনিল । কিন্তু তাহার। তাহাদের মাথ৷ এরূপ করিয়৷ বাধিয়। অনিয়াছিল যে, জানোয়ার গুলা ভাল করিয়া নিশ্বাস ফেলিতে পারিতেছিল না । বাধন খুলিয়া দিতে বলায় তাহার এরূপ আড়ষ্টভাবে ঘোড়গুলাকে ধরিয়া রহিল যেন কয়েকটা বাবকে ধরিয়া রহিয়াছে । বাস্তবিক কিন্তু এই ঘোড়াগুলি বড়ই শাস্ত এবং এই সহিসের আস্তাবলেই তাহদের জীবন কাটাহঁয়াছে । আমি নানাসূত্রে অবগত হইয়াছি যে, বাঙ্গালীর ভারতবর্ষের মধ্যে সৰ্ব্বাপেক্ষা ভীরু বলিয়। বিবেচিত হয় ; এবং এই অখ্যাতিপ্রযুক্ত ও তাহারা থৰ্ব্বকায় বলিয়া, সিপাহীসৈন্যদলের জন্ত বেহার ও আরও পশ্চিম হইতে সৈন্ত সংগ্রহ করা হয় । অথচ যে ক্ষুদ্র সৈন্যদলের সাহায্যে ক্লাইব এরূপ বিস্ময়কর কায্য সাধন করেন, তাহ প্রধানতঃ বঙ্গদেশ হইতে সংগৃহীত লোক দ্বারাই গঠিত হইয়াছিল । মানুষ শিক্ষা ও অবস্থার এমনই অধীন।” * “বাঙ্গালা দেশে, অন্ততঃ এই অঞ্চলে ( কলিকাতার অদূরবর্তী টিটাগড় প্রভৃতি স্থানে) ধেনে জমির খাজন। সাধারণত: দুটাক বিঘা ; ফল ও তরিতরকারীর বাগানের খাজনা বিধাপ্রতি পাঁচ টাকা ।

  • * * এই
  • “Yet that tittle army with which Clive did such

So much are all men the creatures of circumstance and training. Heber's Indian /ournals, Ch, i V. wonders, was raised chiefly from Bengal,