পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৩৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ, ৭ম সংখ্যা । ] רי প্রবাসী । ২৭৫ এই সময়ে মহারাজা সিন্ধিয়ায় নিমন্ত্রণে যশোবস্তু রাও বোম্বাই নগরে গমন করিয়াছিলেন। মহারাজার অনুরোধে গবর্ণমেণ্ট তাহাকে কয়েক দিনের অবকাশ দিয়াছিলেন । এখানে আসিয়া তিনি একজন ধনী ব্যক্তির বাটীতে অবস্থিতি করিলেন । বিশ্রামের পর রাজদর্শনে গমন করিলেন । মহারাজা তাহাকে বিশেষরূপে অভ্যর্থনা করিয়া, রত্নখচিত ভূষণ, • • •\ টাকা এবং ফল ও মিষ্টায় তাহাকে নিবেদন করিলেন, এবং তাছার সহিত সদtলাপ করিতে লাগিলেন । এই উপলক্ষে, মহারাজা বলিলেন যে, তিনি অবগত হইয়াছেন যে, যশোবন্ত রাও সৎকার্য্যে অর্থ ব্যয় করিয়া ঋণগ্রস্ত হইয়াছেন । তিনি এই ঋণ পরিশোধ করিবেন, এবং যাহাতে রা ও সাহেব অন্তান্ত সৎকাৰ্য্য করিতে পারেন, তাহার ব্যবস্থা করিয়া দিবেন। এই সকল কথা শুনিয়া যশোবন্ত রাও অাননা প্রকাশ করিলেন, এবং তজ্জন্ত তিনি মহারাজাকে ধন্যবাদ দিলেন । পরে বিনয়ুসহকারে বলিলেন যে, তিনি গবর্ণমেন্টের কার্য্য করিয়া থাকেন, সুতরাং মহারাজার প্রদত্ত ভূষণ ও টাকা এবং অদ্যান্ত সাহায্য তিনি গ্রহণ করিতে পারেন না । তদনন্তর, উভয়ে ধৰ্ম্ম সম্বন্ধে অনেক আলাপ করিলেন । এই উপলক্ষে মহারাজ, যশোবন্ত রাওয়ের সম্মানের জন্ত মহা সমারোহ করিয়াছিলেন । তিনি পাচ দিন নগরের লোককে নিমন্ত্ৰণ করিয়৷ ফল ও মিষ্টান্ন ভোজন করাইয়াছিলেন । গান ও বাস্থের ব্যবস্থা করিয়াছিলেন এবং পণ্ডিতগণকে বিদায় দিয়াছিলেন । ষষ্ঠ দিবসে মহারাজ রাও সাহেবকে লইয়া নালিক পৰ্য্যস্ত গমন করিলেন । এখানকার ষ্টেশন হইতে যশোবন্ত রt ও, মহারাজার নিকট হইতে বিদায় গ্রহণ করিয়া সাটানায় প্রত্যাগমন করিলেন । যশোবন্ত রাও, আর এক সময়ে খ্যাতনাম। নানা শঙ্কর শেঠের নিমন্ত্রণে বোম্বাইয়ে গমন করিয়াছিলেন । এবারেও তিনি শেঠঙ্গী এবং অন্তান্ত সন্ত্রাস্ত লোকদিগের নিকট হইতে যথেষ্ট সমাদর পাইয়াছিলেন । এখান হইতে আমুরুদ্ধ হইয়া, তিনি পুনা নগরে গমন করিলেন । এখানেও তাছার যথেষ্ট সমাদর হইল। সাহেব ও ৰিবিগ৭ পৰ্যন্ত র্তাহার সহিত সাক্ষাৎ করিয়া তৃপ্তি লাভ করিতে লাগিলেন । অধিক কি বলিৰ, বোম্বাইয়ের গবর্ণর মহোদয় ( sir Fitzerall ) যশোবন্ত রাওকে নিমন্ত্ৰণ করিয়া তাহার বাটতে লইয়া গেলেন, এবং এই উপলক্ষে পুনার সন্ত্রাস্ত ব্যক্তিগণও নিমন্ধি ত হইলেন । গবণর মহোদয় রা ও সাহেবকে উচ্চ আসনে বসিতে বলিলেন । যশোবস্তু রাও ইহাতে লজ্জিত হইয়। বলিলেন যে, তিনি সামাপ্ত ব্যক্তি, এ আসন তাহার শোভা পায় না । গবর্ণর মহোদয় বলিলেন যে, তিনি এখন তাহাকে গবর্ণমেণ্টের একজন কৰ্ম্মচারী বলিয়া সমাদর করিতেছেন না, তিনি নিজ গুণে দেশপূজা হইয়াছেন । অতএব এরূপ ব্যক্তিকে যথোচিত সমাদর করা তাহার কৰ্ত্তব্য । ইহা শুনিয়া যশোবস্তু রা ৪ সেই আসনে উপবেশন করিলেন । পরে গবণর মহোদয় স্বহস্তে যশোবন্ত রাওয়ের গলদেশে পুষ্পহার পরাইয়া দিলেন, এবং আতর গোলাপ প্রদান করিলেন । যশোবস্তু রা ও গবর্ণর মহোদয়কে ধন্যবাদ প্রদান করিলেন । ইহার পর সভাগণসহ সদালাপের পর সভাভঙ্গ হইল । পুনাতে কয়েক দিন থাকিল্প যশো বস্ত রা ও সাটানায় প্রত্যাগমন করিলেন । কিছুদিন পরে কমিশনর সাহেব সাটানায় আগমন করিলেন । যশোর স্তু রা ও তাছার সহিত সাক্ষাৎ কfরবার জন্য গমন করিলেন । লোক দলে দলে রা ও লাহেবের পশ্চাৎ পশ্চাৎ গমন করিতে লাগিল । কমিশনর সাহেব স্থানীয় কলেক্টরের সহিত অবস্তিতি করিতেছিলেন। জনতা দেখিয়া তিনি বিস্ময়ান্বিত হইলেন, এবং কলেক্টর সাহেবকে ইহার কারণ জিজ্ঞাসা করিলেন । ইহার প্রত্যুত্তরে কলেক্টর সাহেব বলিলেন যে, যশোৰস্ত রাওকে লোকে দেবতার দ্যtয় জ্ঞান করিয়া থাকে এবং ঠাহীকে দশন করিবার জন্ত এত লোকের সমাগম হইয়াছে । এই কথা শুনিয়া কমিশনর সাহেব বলিলেন যে, এ অবস্থার যশোবস্ত রা ওয়ের দ্বারা গবর্ণমেণ্টের কার্য্য নির্বাহ হইতে পারে না। অতএব তাহাকে কাৰ্য্য হইতে অব্যাহতি দেওয়া উচিত। কমিশনর সাহেবের অভিপ্রায় কার্য্যে পরিণত হইল, এবং যশোবস্ত রাও ১৮৭৩ধৃষ্টাব্দের মার্চ মাস হইতে কাৰ্য্য হইতে অবসর লইয়া, পেনশন ভোগ করিতে লাগিলেদ । Wm. Robert Seymour