পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৩৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবালী প্রথম ভাগ । ! অগ্রহায়ণ ও পৌষ, S 3) oإسرا ৮ম ও ৯ম সংখ্যা কবিতা । এই বুঝি কাননের কাণে কাণে কথা, পত্রে পত্রে, অর্কুট মন্মরে ! এই বুঝি তটিনীর কুলু কুলু গান তটপাশে অতি মূঢ়স্বরে । এই বুঝি ভ্রমরের গুঞ্জরণস্থতি ঘিরে ঘিরে কমল-চরণ ! এই বুঝি বশিরার করুণ মিনতি, ধ্বনিময় মৰ্ম্মের বেদন ! এই বুঝি লেপ থাকে অরুণ রেখায়, পুৰ্ব্বাচলে উযার উরসে ! এই বুঝি মুক্ত হাসে প্রস্ফুট কুসুমে প্রভাতের চুম্বন পরশে ! এই বুঝি তৃণপুঞ্জে খামাঙ্গে ধরার রোমাঞ্চিত অপূৰ্ব্ব পুলক ! এই বুঝি সৌন্দর্ঘ্যের চিত্ত-মুগ্ধকর মোহময় মধুর কুহক ! এই বুঝি কুসুমের গোপন বারতা গন্ধরূপে সমীরে সঞ্চরে ! এই বুঝি নি:শবদে জোছনা-প্লাবনে, ভেসে যায় দিক্ দিগস্থরে ! এই বুঝি নিশীথের নীলিম সভায় শত শত তার বালিকার স্বর্ণীণাতষ্ঠাগুলি কাপিয়। কঁাপিয়া ঐকতানে করিড়ে প্রচার ! এই বুঝি চ ত রবে ঝটিকার বায়ু কক্ষে উচ্চে জগৎসকাশে ! এই বুঝি কল্পোলিত গভীর ক্ৰন্দনে অশ্ৰু,ময় লবণাস্তুরাশ ! এই বুঝি মানসের প্রেম-মন্ত্রবল, নত যাঙ্গে নিখিল প্রতাপ ! স্বরসের সুধাধার সিঞ্চিয় জীবনে স্নিগ্ধ করে সকল সস্তাপ ! যুগযুগান্থর ধরি বিচিত্র মায়ায় চলিছে যে অনস্ত কাহিনী, এই বুঝি সেই কথা কবিতা-মাকারে, মূর্ভুিমতী বিশ্বের রাগিণী । তরী। ভেসে এল তরী মোর উমালোকে ধীরে, শাস্ত নদীনীীরে, অজ্ঞাত রহস্যময়ী ধরা রাজে তীরে ।